অনলাইন ডেস্ক
নাব্যতা-সংকটে ভারতে গঙ্গা নদীতে আটকে গেছে বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’। আজ সোমবার বিহারের ছপরা এলাকায় গঙ্গার অগভীর অংশে আটকে যায় জাহাজটি। পরে যাত্রীদের ছোট নৌকায় করে নামানো হয়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি নদীতে আটকে যায়নি। বরং মাঝ নদীতে জাহাজটি নোঙর করা হয়। তখন যাত্রীরা ছোট নৌকায় করে পাশের দর্শনীয় এলাকায় যান।
ভারতের অন্য একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি মাঝ গঙ্গার অগভীর অংশে আটকে যায়। মূলত নাব্যতা-সংকটের কারণেই বিশাল প্রমোদতরিটি জেটিতে ভিড়তে পারেনি।
১৩ জানুয়ারি বেনারসে জাহাজটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাহাজটি উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে ৫১ দিনের যাত্রা শেষ করার কথা রয়েছে আসামের ডিব্রুগড়ে। কিন্তু যাত্রা শুরুর তিন দিনের মাথায় মাঝ গঙ্গায় আটকে পড়ার খবর পাওয়া গেল।
ছপড়া জেলা প্রশাসন জানিয়েছে, আজ বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে যাত্রীদের নামানোর জন্য তীরের দিকে যাচ্ছিল জাহাজটি। কিন্তু গঙ্গায় পানি কম থাকায় জাহাজটি জেটিতে ভিড়তে গিয়ে আটকে যায়। তবে যাত্রীদের নির্বিঘ্নে নামানো হয়েছে।
এদিকে জাহাজটির এ যাত্রার পরিচালক রাজ সিংহ এনডিটিভিকে বলেছেন, জাহাজটি যথাসময়ে পাটনায় পৌঁছেছে। কোনো বড় জাহাজই জেটিতে ভিড়তে পারে না। মাঝ নদীতেই অবস্থান করে। আর অসংখ্য মানুষ জাহাজ দেখতে ঘাটে ভিড় করছে। ফলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটি ঘাটে ভিড়ানো হয়নি।
আধুনিক ব্যবস্থাসম্পন্ন বিলাসবহুল এ জাহাজ গঙ্গার কম নাব্য অবস্থার মধ্যে চলতে পারবে কি না, এটির কারণে নদীর জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা।
নাব্যতা-সংকটে ভারতে গঙ্গা নদীতে আটকে গেছে বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’। আজ সোমবার বিহারের ছপরা এলাকায় গঙ্গার অগভীর অংশে আটকে যায় জাহাজটি। পরে যাত্রীদের ছোট নৌকায় করে নামানো হয়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি নদীতে আটকে যায়নি। বরং মাঝ নদীতে জাহাজটি নোঙর করা হয়। তখন যাত্রীরা ছোট নৌকায় করে পাশের দর্শনীয় এলাকায় যান।
ভারতের অন্য একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি মাঝ গঙ্গার অগভীর অংশে আটকে যায়। মূলত নাব্যতা-সংকটের কারণেই বিশাল প্রমোদতরিটি জেটিতে ভিড়তে পারেনি।
১৩ জানুয়ারি বেনারসে জাহাজটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাহাজটি উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে ৫১ দিনের যাত্রা শেষ করার কথা রয়েছে আসামের ডিব্রুগড়ে। কিন্তু যাত্রা শুরুর তিন দিনের মাথায় মাঝ গঙ্গায় আটকে পড়ার খবর পাওয়া গেল।
ছপড়া জেলা প্রশাসন জানিয়েছে, আজ বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে যাত্রীদের নামানোর জন্য তীরের দিকে যাচ্ছিল জাহাজটি। কিন্তু গঙ্গায় পানি কম থাকায় জাহাজটি জেটিতে ভিড়তে গিয়ে আটকে যায়। তবে যাত্রীদের নির্বিঘ্নে নামানো হয়েছে।
এদিকে জাহাজটির এ যাত্রার পরিচালক রাজ সিংহ এনডিটিভিকে বলেছেন, জাহাজটি যথাসময়ে পাটনায় পৌঁছেছে। কোনো বড় জাহাজই জেটিতে ভিড়তে পারে না। মাঝ নদীতেই অবস্থান করে। আর অসংখ্য মানুষ জাহাজ দেখতে ঘাটে ভিড় করছে। ফলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটি ঘাটে ভিড়ানো হয়নি।
আধুনিক ব্যবস্থাসম্পন্ন বিলাসবহুল এ জাহাজ গঙ্গার কম নাব্য অবস্থার মধ্যে চলতে পারবে কি না, এটির কারণে নদীর জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১০ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১০ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১০ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১০ ঘণ্টা আগে