অনলাইন ডেস্ক
প্রতিবেশী দেশ ভারতে আজ শুক্রবার শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। নির্বাচনে প্রায় ১০০ কোটি মানুষ ভোট দেবেন। এতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে শক্তিশালী প্রার্থী। নির্বাচনে জয়-পরাজয়ের আগে চলুন জেনে নেওয়া যাক দেশটির নির্বাচন ব্যবস্থা সম্পর্কে।
ভারতের আইনসভা
পাঁচ বছরের মেয়াদি ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ৫৪৩টি আসনে রয়েছে। সরকার গঠন করতে কোনো দল বা জোটকে ২৭২ আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গতবার ৩০৩টি আসন জিতে সরকার গঠন করে। তাঁদের প্রধান বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) পেয়েছিল মাত্র ৫২টি আসন।
প্রতিদ্বন্দ্বিতা করা আসনগুলো ছাড়াও ভারতের রাষ্ট্রপতি লোকসভায় দুজন অ্যাংলো-ইন্ডিয়ানকে মনোনীত করতে পারেন।
কোথায় এবং কখন নির্বাচন হচ্ছে
বিস্তীর্ণ দেশজুড়ে ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আংশিকভাবে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, যা দেশটিতে প্রথম ১৯৮২ সালে চালু হয়েছিল এবং শূন্য দশকের শুরু থেকে এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
ভারতে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হবে। এরপর ৪ জুন ভোট গণনা শুরু হবে।
নির্বাচন ব্যবস্থা কীভাবে কাজ করে?
বিশ্বের সবচেয়ে জনবহুল জাতি রাষ্ট্রটি ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট সিস্টেম’ অনুসরণ করে। যেখানে ভোটাররা একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীকে ভোট দেন এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী আসনটিতে জয়ী হন। ভারতে ভোট দেওয়ার বয়স ১৮ বছর এবং প্রার্থীদের কমপক্ষে ২৫ বছর বয়স হতে হয়।
ভারতে মোট ৯৬ কোটি ৮০ লাখ ভোটার নিবন্ধিত, যার মধ্যে ৪৯ কোটি ৭০ লাখ পুরুষ এবং ৪৭ কোটি ১০ লাখ নারী। ভারতে গতবারের জাতীয় নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটারদের বেশি ভোট দিয়েছিলেন। এবারেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতে যাচ্ছে বলা ধারণা করা হচ্ছে।
প্রধান প্রার্থী কারা?
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তার দৌড়ে শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদি ও তাঁর ডান হাত ডেপুটি অমিত শাহ। এরপরেই রয়েছেন ভারতের প্রধান বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী। তবে গান্ধীর মা সোনিয়া গান্ধী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
এই নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মতো টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে মরিয়া মোদি। তিনি বলেছেন, বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট আবারও বিজয়ী হয়ে ২০৪৭ সালের মধ্যে ভারতকে মধ্যম আয়ের দেশ থেকে একটি উন্নত অর্থনীতির দেশে পরিণত করা গুরুত্বপূর্ণ। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটি গত কয়েক বছরে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। নির্বাচনে জয়ী হলে মোদি এটিকে তৃতীয় অবস্থানে নিয়ে যাওয়ার ‘গ্যারান্টি’ দিয়েছেন।
বিজেপির মূল ভোটার হিন্দুরা, যারা দেশের ১৪২ কোটি জনসংখ্যার ৮০ শতাংশ। মোদি এই বছরের শুরুতে একটি বিতর্কিত স্থানে বিশাল মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে এবারও তিনি হিন্দুদের ভোট পেতে যাচ্ছেন।
বিরোধী ‘ইন্ডিয়া জোটে’ দুই ডজনেরও বেশি কেন্দ্রিক ও বাম দল বলছে, দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ অবস্থানকে বাঁচাতে, প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে ধরতে, কৃষকদের জন্য দাম বাড়াতে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে তাঁদের বিজয় অপরিহার্য।
তবে জনমত জরিপ বলছে, বিজেপির হাতে এবারও কংগ্রেস জোট ধরাশায়ী হতে চলেছে।
প্রতিবেশী দেশ ভারতে আজ শুক্রবার শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। নির্বাচনে প্রায় ১০০ কোটি মানুষ ভোট দেবেন। এতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে শক্তিশালী প্রার্থী। নির্বাচনে জয়-পরাজয়ের আগে চলুন জেনে নেওয়া যাক দেশটির নির্বাচন ব্যবস্থা সম্পর্কে।
ভারতের আইনসভা
পাঁচ বছরের মেয়াদি ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ৫৪৩টি আসনে রয়েছে। সরকার গঠন করতে কোনো দল বা জোটকে ২৭২ আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গতবার ৩০৩টি আসন জিতে সরকার গঠন করে। তাঁদের প্রধান বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) পেয়েছিল মাত্র ৫২টি আসন।
প্রতিদ্বন্দ্বিতা করা আসনগুলো ছাড়াও ভারতের রাষ্ট্রপতি লোকসভায় দুজন অ্যাংলো-ইন্ডিয়ানকে মনোনীত করতে পারেন।
কোথায় এবং কখন নির্বাচন হচ্ছে
বিস্তীর্ণ দেশজুড়ে ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আংশিকভাবে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, যা দেশটিতে প্রথম ১৯৮২ সালে চালু হয়েছিল এবং শূন্য দশকের শুরু থেকে এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
ভারতে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হবে। এরপর ৪ জুন ভোট গণনা শুরু হবে।
নির্বাচন ব্যবস্থা কীভাবে কাজ করে?
বিশ্বের সবচেয়ে জনবহুল জাতি রাষ্ট্রটি ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট সিস্টেম’ অনুসরণ করে। যেখানে ভোটাররা একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীকে ভোট দেন এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী আসনটিতে জয়ী হন। ভারতে ভোট দেওয়ার বয়স ১৮ বছর এবং প্রার্থীদের কমপক্ষে ২৫ বছর বয়স হতে হয়।
ভারতে মোট ৯৬ কোটি ৮০ লাখ ভোটার নিবন্ধিত, যার মধ্যে ৪৯ কোটি ৭০ লাখ পুরুষ এবং ৪৭ কোটি ১০ লাখ নারী। ভারতে গতবারের জাতীয় নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটারদের বেশি ভোট দিয়েছিলেন। এবারেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতে যাচ্ছে বলা ধারণা করা হচ্ছে।
প্রধান প্রার্থী কারা?
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তার দৌড়ে শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদি ও তাঁর ডান হাত ডেপুটি অমিত শাহ। এরপরেই রয়েছেন ভারতের প্রধান বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী। তবে গান্ধীর মা সোনিয়া গান্ধী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
এই নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মতো টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে মরিয়া মোদি। তিনি বলেছেন, বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট আবারও বিজয়ী হয়ে ২০৪৭ সালের মধ্যে ভারতকে মধ্যম আয়ের দেশ থেকে একটি উন্নত অর্থনীতির দেশে পরিণত করা গুরুত্বপূর্ণ। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটি গত কয়েক বছরে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। নির্বাচনে জয়ী হলে মোদি এটিকে তৃতীয় অবস্থানে নিয়ে যাওয়ার ‘গ্যারান্টি’ দিয়েছেন।
বিজেপির মূল ভোটার হিন্দুরা, যারা দেশের ১৪২ কোটি জনসংখ্যার ৮০ শতাংশ। মোদি এই বছরের শুরুতে একটি বিতর্কিত স্থানে বিশাল মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে এবারও তিনি হিন্দুদের ভোট পেতে যাচ্ছেন।
বিরোধী ‘ইন্ডিয়া জোটে’ দুই ডজনেরও বেশি কেন্দ্রিক ও বাম দল বলছে, দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ অবস্থানকে বাঁচাতে, প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে ধরতে, কৃষকদের জন্য দাম বাড়াতে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে তাঁদের বিজয় অপরিহার্য।
তবে জনমত জরিপ বলছে, বিজেপির হাতে এবারও কংগ্রেস জোট ধরাশায়ী হতে চলেছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা ৯৩ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ৬০ বছর বয়সী স্ত্রীকে অন্তত দুবার হত্যার চেষ্টা করার অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে একা ছেড়ে যেতে চাননি বলেই ওই হত্যাচেষ্টা চালান বৃদ্ধ স্বামী।
৬ ঘণ্টা আগেআগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন নির্বাচন। পঞ্জিকা অনুযায়ী, সেই দিনটি হচ্ছে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম যে চার বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তা অবশ্যই নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেস্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগেভারতে আইনি জটিলতার মুখে পড়েছে উইকিপিডিয়া। দেশটির বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সংস্থাটির বিরুদ্ধে ২ কোটি রুপির (প্রায় ২ লাখ ৩৭ হাজার ৮৭৪ মার্কিন ডলার) মানহানি মামলা করেছে। উইকিপিডিয়ার পরিচালনা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে এ মামলা করেছে এএনআই।
৮ ঘণ্টা আগে