প্রাপ্তবয়স্কদের সিনেমায় বেশ পরিচিত তারকা হয়ে উঠেছিলেন পেরুর থাইনা ফিল্ডস। তবে সম্প্রতি তিনি পর্নো শিল্পে নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন। চলতি সপ্তাহে নিজ বাড়ি থেকে এ ২৪ বছর বয়সী পর্নো তারকার লাশ উদ্ধার করা হয়েছে।
একজন সহশিল্পী এবং পর্নো কনটেন্ট নির্মাতা স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে থাইনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইনার ঘনিষ্ঠ বন্ধু আলেহান্দ্রা সুইট সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এটি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে পারছি না। এ দুঃসংবাদ আমি নিতে পারছি না!’
সুইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারদের সঙ্গে একটি শোকবার্তা শেয়ার করেছেন। তিনি সবাইকে থাইনা ফিল্ডসকে ইতিবাচকভাবে মনে রাখার অনুরোধ জানিয়েছেন।
মিল্কি পেরু নামে একটি প্রযোজনা সংস্থা থাইনাকে সহযোগিতা করেছিল। তারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
পর্নো ইন্ডাস্ট্রিতে গুরুতর যৌন হয়রানির শিকার হওয়ার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন থাইনা। আসল নাম অ্যাবিগেল ব্যবহার করে আট মাস আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি শুরু করার পর যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।’
থাইনা ফিল্ডস চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘প্রথমে অনেকে ভেবেছিল, আমাকে নিয়োগ দিয়ে তারা যেন আমাকে কিনে নিয়েছে; আমার সঙ্গে যা খুশি তা-ই করতে পারবে। ওই ঘটনার পর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম এবং কেঁদেছিলাম। আমার সঙ্গে এমন অনেকবার ঘটেছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করা খুব কঠিন যখন সমাজ আক্ষরিক অর্থেই উচ্ছন্নে যায়!’
প্রাপ্তবয়স্কদের সিনেমায় বেশ পরিচিত তারকা হয়ে উঠেছিলেন পেরুর থাইনা ফিল্ডস। তবে সম্প্রতি তিনি পর্নো শিল্পে নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন। চলতি সপ্তাহে নিজ বাড়ি থেকে এ ২৪ বছর বয়সী পর্নো তারকার লাশ উদ্ধার করা হয়েছে।
একজন সহশিল্পী এবং পর্নো কনটেন্ট নির্মাতা স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে থাইনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইনার ঘনিষ্ঠ বন্ধু আলেহান্দ্রা সুইট সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এটি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে পারছি না। এ দুঃসংবাদ আমি নিতে পারছি না!’
সুইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারদের সঙ্গে একটি শোকবার্তা শেয়ার করেছেন। তিনি সবাইকে থাইনা ফিল্ডসকে ইতিবাচকভাবে মনে রাখার অনুরোধ জানিয়েছেন।
মিল্কি পেরু নামে একটি প্রযোজনা সংস্থা থাইনাকে সহযোগিতা করেছিল। তারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
পর্নো ইন্ডাস্ট্রিতে গুরুতর যৌন হয়রানির শিকার হওয়ার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন থাইনা। আসল নাম অ্যাবিগেল ব্যবহার করে আট মাস আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি শুরু করার পর যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।’
থাইনা ফিল্ডস চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘প্রথমে অনেকে ভেবেছিল, আমাকে নিয়োগ দিয়ে তারা যেন আমাকে কিনে নিয়েছে; আমার সঙ্গে যা খুশি তা-ই করতে পারবে। ওই ঘটনার পর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম এবং কেঁদেছিলাম। আমার সঙ্গে এমন অনেকবার ঘটেছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করা খুব কঠিন যখন সমাজ আক্ষরিক অর্থেই উচ্ছন্নে যায়!’
গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার ভারতীয়ের ‘আমেরিকান ড্রিম’ যেন ক্রমশ ফিকে হয়ে আসছে! মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মে মাসের ভিসা বুলেটিন ভারতীয়দের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে। কর্মসংস্থান-ভিত্তিক পঞ্চম অগ্রাধিকার (ইবি–৫) ভিসা শ্রেণিতে ভারতীয়দের জন্য দীর্ঘ...
৫ ঘণ্টা আগে২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে