অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েল প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের বিষয়টি হামাসের সঙ্গে উল্লেখযোগ্য কোনো বিরোধ নেই। গতকাল রোববার নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই নেতা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।
হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল আর নতুন কোনো বাধা তৈরি না করলে বলা যায়, (যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের আলোচনার বিষয়ে) পরিবেশ এখনো ইতিবাচক। এই বিষয়ে হামাস যেসব পর্যবেক্ষণ ও অনুসন্ধানী প্রশ্ন জমা দিয়েছিল সে বিষয়ে (ইসরায়েলের দেওয়া প্রস্তাবে) উল্লেখযোগ্য কোনো বড় বিরোধ নেই।
এদিকে রাফাহে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করার আগেই একটি চুক্তিতে আসার জন্য ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন এড়াতে জিম্মি প্রত্যাবর্তনের বিষয়ে চুক্তির বিষয়ে সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আজ সোমবার বিভিন্ন পক্ষ মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসবে আশা করা হচ্ছে।
অপরদিকে, গতকাল রোববার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে নতুন উদ্বেগের কথা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েল অভিযান চালাতে পারে।
ইকোনমিক ফোরামের এই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বেশ কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে গাজা ইস্যুকে আলাদাভাবে গুরুত্বও দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা ইসরায়েলকে রাফাহতে হামলা চালানো থেকে নিবৃত্ত করুক। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ করা থেকে থামাতে পারে।’ রাফাহতে হামলা চালানো হলে ফিলিস্তিনের ইতিহাসে তা সবচেয়ে বড় বিপর্যয় হবে বলেও মন্তব্য করেছেন আব্বাস।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েল প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের বিষয়টি হামাসের সঙ্গে উল্লেখযোগ্য কোনো বিরোধ নেই। গতকাল রোববার নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই নেতা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।
হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল আর নতুন কোনো বাধা তৈরি না করলে বলা যায়, (যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের আলোচনার বিষয়ে) পরিবেশ এখনো ইতিবাচক। এই বিষয়ে হামাস যেসব পর্যবেক্ষণ ও অনুসন্ধানী প্রশ্ন জমা দিয়েছিল সে বিষয়ে (ইসরায়েলের দেওয়া প্রস্তাবে) উল্লেখযোগ্য কোনো বড় বিরোধ নেই।
এদিকে রাফাহে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করার আগেই একটি চুক্তিতে আসার জন্য ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন এড়াতে জিম্মি প্রত্যাবর্তনের বিষয়ে চুক্তির বিষয়ে সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আজ সোমবার বিভিন্ন পক্ষ মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসবে আশা করা হচ্ছে।
অপরদিকে, গতকাল রোববার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে নতুন উদ্বেগের কথা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েল অভিযান চালাতে পারে।
ইকোনমিক ফোরামের এই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বেশ কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে গাজা ইস্যুকে আলাদাভাবে গুরুত্বও দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা ইসরায়েলকে রাফাহতে হামলা চালানো থেকে নিবৃত্ত করুক। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ করা থেকে থামাতে পারে।’ রাফাহতে হামলা চালানো হলে ফিলিস্তিনের ইতিহাসে তা সবচেয়ে বড় বিপর্যয় হবে বলেও মন্তব্য করেছেন আব্বাস।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১৬ মিনিট আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৪ ঘণ্টা আগে