অনলাইন ডেস্ক
অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবাসীরা ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপণের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, আবেদনকারীকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যেকোনো জায়গায় হতে পারে। তাঁকে ন্যূনতম ১০ লক্ষ দিরহাম দামের সম্পত্তির মালিক হতে হবে। অথবা ব্যাংকে ১০ লক্ষ দিরহামের সঞ্চয় থাকতে হবে। অথবা মাসিক ন্যূনতম ২০ হাজার দিরহাম (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) আয় থাকতে হবে।
এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে। সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাঁদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।
এতে বলা হয়, এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা।
অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবাসীরা ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপণের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, আবেদনকারীকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যেকোনো জায়গায় হতে পারে। তাঁকে ন্যূনতম ১০ লক্ষ দিরহাম দামের সম্পত্তির মালিক হতে হবে। অথবা ব্যাংকে ১০ লক্ষ দিরহামের সঞ্চয় থাকতে হবে। অথবা মাসিক ন্যূনতম ২০ হাজার দিরহাম (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) আয় থাকতে হবে।
এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে। সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাঁদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।
এতে বলা হয়, এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তারা নতুন ই-ভিসা সিস্টেমে যাচ্ছে। ৯৪টি রয়্যাল থাই দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস একসঙ্গে এই সেবা দেবে।
১ ঘণ্টা আগেমার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে শাটডাউন ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বিলটি ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত নিশ্চিত করেছে। মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিনেটররা প্রথাগত নিয়ম এড়িয়ে দ্রুত ভোট দেন।
৩ ঘণ্টা আগে‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।
৪ ঘণ্টা আগেভারতীয় পুলিশের হাতে আটক আনসার-আল-ইসলাম বাংলাদেশের আট সন্দেহভাজন সদস্য ‘চিকেন নেক’ বা সিলিগুরি করিডরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের সংযোগকারী একমাত্র অংশ এই সিলিগুড়ি করিডর।
৪ ঘণ্টা আগে