অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবাসীরা ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপণের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, আবেদনকারীকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যেকোনো জায়গায় হতে পারে। তাঁকে ন্যূনতম ১০ লক্ষ দিরহাম দামের সম্পত্তির মালিক হতে হবে। অথবা ব্যাংকে ১০ লক্ষ দিরহামের সঞ্চয় থাকতে হবে। অথবা মাসিক ন্যূনতম ২০ হাজার দিরহাম (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) আয় থাকতে হবে।
এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে। সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাঁদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।
এতে বলা হয়, এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা।
অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবাসীরা ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপণের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, আবেদনকারীকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যেকোনো জায়গায় হতে পারে। তাঁকে ন্যূনতম ১০ লক্ষ দিরহাম দামের সম্পত্তির মালিক হতে হবে। অথবা ব্যাংকে ১০ লক্ষ দিরহামের সঞ্চয় থাকতে হবে। অথবা মাসিক ন্যূনতম ২০ হাজার দিরহাম (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) আয় থাকতে হবে।
এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে। সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাঁদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।
এতে বলা হয়, এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
৭ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
৮ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৯ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
১০ ঘণ্টা আগে