অনলাইন ডেস্ক
দুর্ভাগ্যজনকভাবে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন দুই বোন। বছরের পর বছর ধরে তাঁরা একে অপরকে খুঁজে বেড়িয়েছেন। অবশেষে ৩০ বছর পর তাঁদের মিলিয়ে দিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরের পুলিশ।
মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বোনের পুনর্মিলনের প্রক্রিয়াটি শুরু হয়—সম্প্রতি ছোট বোন মিশর থেকে আমিরাতে এসে বড় বোনের খোঁজ শুরু করার পর। আমিরাতের ফুজাইরাহ পুলিশের কাছে তিনি বড় বোনকে খুঁজে পেতে সহযোগিতা চান।
পুলিশ জানায়, ওই দুই বোন মিসরের নাগরিক। এর মধ্যে বড় বোনের বিয়ে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের এক নাগরিকের সঙ্গে। বিয়ের পর একবার আমিরাতে গিয়ে মেয়ের সংসার দেখেও এসেছিলেন তাঁদের মা। মেয়ের বাড়িতে কিছুদিন থেকে আবারও মিশরে ফিরে যান মা। কিন্তু কিছুদিন পরই দুই বোনের বাবা মারা যান। পরিবারের এমন পরিস্থিতির মধ্যে ছোট বোনটিকে নিয়ে মিসরের অন্য আরেকটি শহরে চলে যেতে হয়েছিল মাকে।
এদিকে বিয়ের পাঁচ বছর পর পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্বামীকে নিয়ে মিশরে গিয়েছিলেন বড় বোনটি। কিন্তু সেখানে গিয়ে তিনি তাঁদের পরিত্যক্ত বাড়িটি দেখতে পান। পরিবারের লোকজন কোথায় গেছেন, সেই বিষয়ে কেউ কোনো তথ্যও দিতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করেও তিনি তাঁদের ঠিকানা সংগ্রহ করতে পারেননি। অবশেষে মা ও বোনের দেখা না পেয়ে ভাঙা হৃদয় নিয়ে আবারও আমিরাতে ফিরে যান বড় বোন।
অনেক বছর পর সম্প্রতি বড় বোনের খোঁজে আমিরাতে আসেন ছোট বোন। বড় বোনের স্বামীর নাম ধরে খুঁজতে শুরু করেন তিনি। পরে তিনি ফুজাইরার ডিব্বা এলাকার থানায় গিয়ে হাজির হন তিনি। নিজেদের জীবনে ঘটে যাওয়া দুর্ভাগ্যের গল্পটি পুলিশকে বলেন। পুলিশ শেষ পর্যন্ত বড় বোনের স্বামীর নাম ঠিকানা খুঁজে বের করতে সক্ষম হয়। এভাবেই ৩০ বছর পর দুই বোনের দেখা হয়ে যায়।
ফুজাইরাহ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট বোন জানান, আরব আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থার ওপর তাঁর আস্থা ছিল। এ জন্যই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
দুর্ভাগ্যজনকভাবে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন দুই বোন। বছরের পর বছর ধরে তাঁরা একে অপরকে খুঁজে বেড়িয়েছেন। অবশেষে ৩০ বছর পর তাঁদের মিলিয়ে দিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরের পুলিশ।
মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বোনের পুনর্মিলনের প্রক্রিয়াটি শুরু হয়—সম্প্রতি ছোট বোন মিশর থেকে আমিরাতে এসে বড় বোনের খোঁজ শুরু করার পর। আমিরাতের ফুজাইরাহ পুলিশের কাছে তিনি বড় বোনকে খুঁজে পেতে সহযোগিতা চান।
পুলিশ জানায়, ওই দুই বোন মিসরের নাগরিক। এর মধ্যে বড় বোনের বিয়ে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের এক নাগরিকের সঙ্গে। বিয়ের পর একবার আমিরাতে গিয়ে মেয়ের সংসার দেখেও এসেছিলেন তাঁদের মা। মেয়ের বাড়িতে কিছুদিন থেকে আবারও মিশরে ফিরে যান মা। কিন্তু কিছুদিন পরই দুই বোনের বাবা মারা যান। পরিবারের এমন পরিস্থিতির মধ্যে ছোট বোনটিকে নিয়ে মিসরের অন্য আরেকটি শহরে চলে যেতে হয়েছিল মাকে।
এদিকে বিয়ের পাঁচ বছর পর পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্বামীকে নিয়ে মিশরে গিয়েছিলেন বড় বোনটি। কিন্তু সেখানে গিয়ে তিনি তাঁদের পরিত্যক্ত বাড়িটি দেখতে পান। পরিবারের লোকজন কোথায় গেছেন, সেই বিষয়ে কেউ কোনো তথ্যও দিতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করেও তিনি তাঁদের ঠিকানা সংগ্রহ করতে পারেননি। অবশেষে মা ও বোনের দেখা না পেয়ে ভাঙা হৃদয় নিয়ে আবারও আমিরাতে ফিরে যান বড় বোন।
অনেক বছর পর সম্প্রতি বড় বোনের খোঁজে আমিরাতে আসেন ছোট বোন। বড় বোনের স্বামীর নাম ধরে খুঁজতে শুরু করেন তিনি। পরে তিনি ফুজাইরার ডিব্বা এলাকার থানায় গিয়ে হাজির হন তিনি। নিজেদের জীবনে ঘটে যাওয়া দুর্ভাগ্যের গল্পটি পুলিশকে বলেন। পুলিশ শেষ পর্যন্ত বড় বোনের স্বামীর নাম ঠিকানা খুঁজে বের করতে সক্ষম হয়। এভাবেই ৩০ বছর পর দুই বোনের দেখা হয়ে যায়।
ফুজাইরাহ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট বোন জানান, আরব আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থার ওপর তাঁর আস্থা ছিল। এ জন্যই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
২ মিনিট আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
২ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে