অনলাইন ডেস্ক
লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০০ জন। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের ২৮টি ট্যাংক ধ্বংস করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে বিগত কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতির আলোকে এ তথ্য দিয়েছে।
লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, তবে কত দিনের সময়সীমার মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে, সে বিষয়ে হিজবুল্লাহ কোনো তথ্য দেয়নি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিন ও লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষাবাহিনীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহর অপারেশন রুমের বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের সীমান্ত থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের পাঁচটি আলাদা আলাদা স্থানে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রতিরোধে (হিজবুল্লাহ) ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলের ৭০ জনেরও বেশি সেনা মারা গেছে, ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া ২৮টি মেরকাভা ট্যাংক, চারটি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান এবং সৈন্য বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া, তিনটি হার্মিস-৪৫০ ড্রোন এবং একটি হার্মিস-৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবিলার সময় হয়েছে। তারা ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।
লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০০ জন। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের ২৮টি ট্যাংক ধ্বংস করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে বিগত কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতির আলোকে এ তথ্য দিয়েছে।
লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, তবে কত দিনের সময়সীমার মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে, সে বিষয়ে হিজবুল্লাহ কোনো তথ্য দেয়নি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিন ও লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষাবাহিনীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহর অপারেশন রুমের বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের সীমান্ত থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের পাঁচটি আলাদা আলাদা স্থানে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রতিরোধে (হিজবুল্লাহ) ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলের ৭০ জনেরও বেশি সেনা মারা গেছে, ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া ২৮টি মেরকাভা ট্যাংক, চারটি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান এবং সৈন্য বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া, তিনটি হার্মিস-৪৫০ ড্রোন এবং একটি হার্মিস-৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবিলার সময় হয়েছে। তারা ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।
ইউক্রেন যুদ্ধ রাশিয়া নতুন রণকৌশল গ্রহণ করেছে। এখন থেকে রাশিয়া ইউক্রেনে হামলার ক্ষেত্রে নতুনত্ব আনবে। কেবল সামরিক অবকাঠামো বা স্থাপনায় নয়, রাশিয়া এখন থেকে ইউক্রেনের কৌশলগত সব ধরনের স্থাপনায়ই হামলা চালাবে।
১ ঘণ্টা আগেগুলির শব্দ শুনে রেড্ডির বন্ধুরা, যারা অন্য একটি ঘরে ছিলেন, ছুটে তাঁর ঘরে আসেন এবং তাঁকে রক্তে ভেজা অবস্থায় পান। বন্ধুরা দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরবের হাত ছিল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি। সংবাদমাধ্যমগুলো বুশরা বিবির একটি ভিডিও বক্তব্যের বরাত দিয়ে এই খবর দিয়েছিল।
১ ঘণ্টা আগেভারতের মিজোরাম রাজ্য সরকার দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে একটি স্থানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি তাদের সবাইকে একত্র করারও উদ্যোগ নিয়েছে। এর ফলে, ২ হাজারের বেশি বাংলাদেশিও এই কেন্দ্রে আশ্রয় পাবেন বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদা
২ ঘণ্টা আগে