অনলাইন ডেস্ক
ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করেছে জ্বালানিবাহী প্রথম ট্রাক। আজ বুধবার ট্রাকটি মিসরের সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে বলে জানিয়েছেন মিসরের দুই নিরাপত্তাকর্মী। খবর এনডিটিভির।
ইসরায়েল গাজায় ২৪ হাজার লিটার (৬৩৪০ গ্যালন) পর্যন্ত ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছে। এরপরই জ্বালানি সরবরাহ সম্ভব হলো। মানবাধিকার কর্মীরা বলছেন, এ জ্বালানি শুধু জাতিসংঘের ত্রাণ বিতরণের ট্রাকেই ব্যবহার করা যাবে, গাজার হাসপাতালে ব্যবহার করা যাবে না।
গত ২১ অক্টোবর থেকে গাজায় মিসর থেকে আসা মানবিক সহায়তা সীমিত আকারে প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে হামাসের কাছে যথেষ্ট মজুত আছে দাবি করে জ্বালানি সরবরাহ অনুমোদনে অসম্মতি জানায় ইসরায়েল।
কয়েক দিন আগে জাতিসংঘ সতর্ক করে বলে, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় শিগগিরই গাজায় তাদের ত্রাণ বিতরণসহ মানবিক সহায়তার অভিযান বন্ধ করতে হতে পারে।
জাতিসংঘের কর্মীরা বলছেন, হাসপাতালের জেনারেটর, পানি ব্যবস্থা ও ত্রাণ বিতরণের জন্য জ্বালানি প্রয়োজন। জ্বালানি সংকটে এসব কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় গাজার ২৩ লাখ বাসিন্দার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
প্রতিদিন ১২ হাজার লিটার করে প্রাথমিকভাবে ২৪ হাজার লিটার জ্বালানি দুই দিনে সরবরাহ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘এ জ্বালানি কোনো কিছুর জন্যই যথেষ্ট নয়—না হাসপাতালের জন্য, না ত্রাণ সহায়তা সরবরাহের জন্য।’
প্রত্যক্ষদর্শীরা বলছে, রাফা ক্রসিংয়ের মিসরীয় প্রান্তে আরও দুটি ট্রাক গাজা প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তবে এগুলো কখন প্রবেশ করবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের দাবি, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে এবং ২৪০ জনকে জিম্মি করা হয়েছে। এদিকে গাজা কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের সামরিক হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করেছে জ্বালানিবাহী প্রথম ট্রাক। আজ বুধবার ট্রাকটি মিসরের সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করে বলে জানিয়েছেন মিসরের দুই নিরাপত্তাকর্মী। খবর এনডিটিভির।
ইসরায়েল গাজায় ২৪ হাজার লিটার (৬৩৪০ গ্যালন) পর্যন্ত ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছে। এরপরই জ্বালানি সরবরাহ সম্ভব হলো। মানবাধিকার কর্মীরা বলছেন, এ জ্বালানি শুধু জাতিসংঘের ত্রাণ বিতরণের ট্রাকেই ব্যবহার করা যাবে, গাজার হাসপাতালে ব্যবহার করা যাবে না।
গত ২১ অক্টোবর থেকে গাজায় মিসর থেকে আসা মানবিক সহায়তা সীমিত আকারে প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে হামাসের কাছে যথেষ্ট মজুত আছে দাবি করে জ্বালানি সরবরাহ অনুমোদনে অসম্মতি জানায় ইসরায়েল।
কয়েক দিন আগে জাতিসংঘ সতর্ক করে বলে, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় শিগগিরই গাজায় তাদের ত্রাণ বিতরণসহ মানবিক সহায়তার অভিযান বন্ধ করতে হতে পারে।
জাতিসংঘের কর্মীরা বলছেন, হাসপাতালের জেনারেটর, পানি ব্যবস্থা ও ত্রাণ বিতরণের জন্য জ্বালানি প্রয়োজন। জ্বালানি সংকটে এসব কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় গাজার ২৩ লাখ বাসিন্দার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
প্রতিদিন ১২ হাজার লিটার করে প্রাথমিকভাবে ২৪ হাজার লিটার জ্বালানি দুই দিনে সরবরাহ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘এ জ্বালানি কোনো কিছুর জন্যই যথেষ্ট নয়—না হাসপাতালের জন্য, না ত্রাণ সহায়তা সরবরাহের জন্য।’
প্রত্যক্ষদর্শীরা বলছে, রাফা ক্রসিংয়ের মিসরীয় প্রান্তে আরও দুটি ট্রাক গাজা প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তবে এগুলো কখন প্রবেশ করবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের দাবি, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে এবং ২৪০ জনকে জিম্মি করা হয়েছে। এদিকে গাজা কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের সামরিক হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
২ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৩ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৫ ঘণ্টা আগে