অনলাইন ডেস্ক
লোহিতসাগরে আবারও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আজ সোমবার হুতি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। তবে প্রাথমিকভাবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হুতি গোষ্ঠীর মুখপাত্র ও একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যে বাল্ক ক্যারিয়ারে হামলা চালানো হয়েছে, তার নাম স্টার আইরিস। হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি নৌ-ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী লোহিতসাগরে মার্কিন জাহাজ স্টার আইরিসে বেশ কয়েকটি উপযুক্ত নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং হামলাগুলো নির্ভুল ও সরাসরি ছিল।’ তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।
এর আগে, ৬ ফেব্রুয়ারি ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ-মার্কিন হামলার পর ফের লোহিতসাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। সেদিন একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করে হুতিরা।
সে সময় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিতসাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিসাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।
লোহিতসাগরে আবারও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আজ সোমবার হুতি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। তবে প্রাথমিকভাবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হুতি গোষ্ঠীর মুখপাত্র ও একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যে বাল্ক ক্যারিয়ারে হামলা চালানো হয়েছে, তার নাম স্টার আইরিস। হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি নৌ-ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী লোহিতসাগরে মার্কিন জাহাজ স্টার আইরিসে বেশ কয়েকটি উপযুক্ত নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং হামলাগুলো নির্ভুল ও সরাসরি ছিল।’ তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানায়নি কোনো পক্ষই।
এর আগে, ৬ ফেব্রুয়ারি ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ-মার্কিন হামলার পর ফের লোহিতসাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। সেদিন একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করে হুতিরা।
সে সময় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিতসাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিসাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
১ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগে