Ajker Patrika

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

এএফপি, জেরুজালেম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলা জবাবে ইসরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট সহযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ শনিবার (২ নভেম্বর) এসব হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের স্যারন এলাকায় হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির পুলিশ গতকাল জানিয়েছে, এতে চার নারীসহ ১৯ জন আহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলে তিনটি হামলা চালানো হয়। একটি হামলা এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, তিরা শহরে হামলায় অনেকেই আহত হয়েছেন। এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে দেখা যায়, একটি ভবনের আগুন ধরেছে এবং সেখান থেকে ধোঁয়া উড়ছে। জরুরি সেবা বিভাগের কর্মী তাদের তৎপরতা চালাচ্ছেন।

এদিকে আল–জাজিরার খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের একাধিক এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে হাইফা শহরের কাছের একটি সামরিক সরঞ্জাম উৎপাদন কারখানাও রয়েছে। এর আগে তেল আবিবের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত