হামাসের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গাজায় নির্বিচার হামলা ও সাধারণ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে একের পর এক দেশ। এই তালিকায় এবার যুক্ত হয়েছে বাহরাইনও। আজ বৃহস্পতিবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
বাহরাইনের নিম্ন কক্ষ সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে—ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্ত থেকেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।
বাহরাইন সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বিবৃতিটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে দ্য ন্যাশনালকে।
ইতিপূর্বে গাজায় নৃশংস হামলার প্রতিবাদে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সঙ্গে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া।
বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি গত মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য ইসরায়েলি সামরিক আক্রমণ নিন্দাভরে প্রত্যাখ্যান করছে এবং ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’
বলিভিয়ার পর ইসরায়েল থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় জর্ডানও। এভাবে একে একে চিলি ও কলম্বিয়াও ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন।
হামাসের সঙ্গে সংঘাতের সূত্র ধরে গাজায় নির্বিচার হামলা ও সাধারণ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে একের পর এক দেশ। এই তালিকায় এবার যুক্ত হয়েছে বাহরাইনও। আজ বৃহস্পতিবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
বাহরাইনের নিম্ন কক্ষ সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে—ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্ত থেকেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।
বাহরাইন সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বিবৃতিটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে দ্য ন্যাশনালকে।
ইতিপূর্বে গাজায় নৃশংস হামলার প্রতিবাদে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সঙ্গে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া।
বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি গত মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য ইসরায়েলি সামরিক আক্রমণ নিন্দাভরে প্রত্যাখ্যান করছে এবং ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’
বলিভিয়ার পর ইসরায়েল থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় জর্ডানও। এভাবে একে একে চিলি ও কলম্বিয়াও ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন।
গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার ভারতীয়ের ‘আমেরিকান ড্রিম’ যেন ক্রমশ ফিকে হয়ে আসছে! মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মে মাসের ভিসা বুলেটিন ভারতীয়দের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে। কর্মসংস্থান-ভিত্তিক পঞ্চম অগ্রাধিকার (ইবি–৫) ভিসা শ্রেণিতে ভারতীয়দের জন্য দীর্ঘ...
৫ ঘণ্টা আগে২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে