অনলাইন ডেস্ক
ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত আক্রমণসহ দেশটিকে মোকাবিলায় অন্যান্য কর্মপরিকল্পনা নির্ধারণে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির সঙ্গে বৈঠক করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও হামাসের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে হামাস ও হুতি সম্মিলিতভাবে ‘প্রতিরোধ অক্ষ’ নামে পরিচিত। এ ছাড়া এই অক্ষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরাকের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের দাবি, এই প্রতিরোধ অক্ষ ইরানের অর্থায়ন ও প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত হয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করার কিছুদিন পরই হুতি গোষ্ঠী ঘোষণা দেয় তারা এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে। এরপর বিভিন্ন সময়ে তারা লোহিতসাগর ও এডেন উপসাগরে বেশ কয়েকটি পশ্চিমা জাহাজে হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে হামাস ও ইসলামিক জিহাদের সূত্র গতকাল শুক্রবার জানিয়েছে, গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করেছেন হামাস, ইসলামিক জিহাদ ও ফিলিস্তিনের মার্কসবাদী দল লিবারেশন অব প্যালেস্টাইনের নেতারা। তবে এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে তা জানাননি তাঁরা।
সূত্র জানিয়েছে, গোষ্ঠীগুলো গাজায় চলমান যুদ্ধের ‘পরবর্তী পর্যায়ে নিজেদের কর্মকাণ্ড সমন্বিত উপায়ে পরিচালিত করার কৌশল’ নিয়ে আলোচনা করেছে। বৈঠকে ইসরায়েলের রাফাহ স্থল অভিযানের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে।
হামাস ও ইসলামিক জিহাদ সূত্র বলেছে, হুতিরা নিশ্চিত করেছে যে, তারা ‘ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার লক্ষ্যে’ লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজে আক্রমণ চালিয়ে যাবে। কেবল তাই নয়, গত বৃহস্পতিবার হুতি নেতা আবদুল মালেক আল-হুতি বলেছেন, লোহিতসাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়েও যেসব জাহাজ ইসরায়েল অভিমুখে যাবে, সেগুলোকেও লক্ষ্যবস্তু করবে তারা।
ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত আক্রমণসহ দেশটিকে মোকাবিলায় অন্যান্য কর্মপরিকল্পনা নির্ধারণে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির সঙ্গে বৈঠক করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও হামাসের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে হামাস ও হুতি সম্মিলিতভাবে ‘প্রতিরোধ অক্ষ’ নামে পরিচিত। এ ছাড়া এই অক্ষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরাকের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের দাবি, এই প্রতিরোধ অক্ষ ইরানের অর্থায়ন ও প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত হয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করার কিছুদিন পরই হুতি গোষ্ঠী ঘোষণা দেয় তারা এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে। এরপর বিভিন্ন সময়ে তারা লোহিতসাগর ও এডেন উপসাগরে বেশ কয়েকটি পশ্চিমা জাহাজে হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে হামাস ও ইসলামিক জিহাদের সূত্র গতকাল শুক্রবার জানিয়েছে, গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করেছেন হামাস, ইসলামিক জিহাদ ও ফিলিস্তিনের মার্কসবাদী দল লিবারেশন অব প্যালেস্টাইনের নেতারা। তবে এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে তা জানাননি তাঁরা।
সূত্র জানিয়েছে, গোষ্ঠীগুলো গাজায় চলমান যুদ্ধের ‘পরবর্তী পর্যায়ে নিজেদের কর্মকাণ্ড সমন্বিত উপায়ে পরিচালিত করার কৌশল’ নিয়ে আলোচনা করেছে। বৈঠকে ইসরায়েলের রাফাহ স্থল অভিযানের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে।
হামাস ও ইসলামিক জিহাদ সূত্র বলেছে, হুতিরা নিশ্চিত করেছে যে, তারা ‘ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার লক্ষ্যে’ লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজে আক্রমণ চালিয়ে যাবে। কেবল তাই নয়, গত বৃহস্পতিবার হুতি নেতা আবদুল মালেক আল-হুতি বলেছেন, লোহিতসাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়েও যেসব জাহাজ ইসরায়েল অভিমুখে যাবে, সেগুলোকেও লক্ষ্যবস্তু করবে তারা।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৭ মিনিট আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩০ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগে