ইয়েমেনে বিদ্যুৎকেন্দ্রসহ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বড় হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে চালানো এ হামলাগুলোতে ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
হুতি সমর্থিত আল-মাসিরাহ টিভি চ্যানেলের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদাতে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। সানায় অবস্থিত দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে হোদেইদাহতে বন্দর লক্ষ্য করে চারটি হামলা এবং একটি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।
আল-মাসিরাহ জানায়, ইয়েমেনের সালিফ বন্দরে ইসরায়েলি বিমান হামলায় ৭ জন এবং রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় ২ জন নিহত ও ১ জন আহত হন। অন্যদিকে হোদেইদাহ বন্দরে ৭টি ইসরায়েলি বিমান হামলায় ২ জন নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে সানার দক্ষিণে হাজিজ বিদ্যুৎকেন্দ্র ৪টি এবং উত্তরে ধাবহান বিদ্যুৎকেন্দ্র ২টি হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে আরও জানা যায়, ধাবহান কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও হাজিজ কেন্দ্রের আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি সিভিল ডিফেন্স সার্ভিস।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, এক বিবৃতিতে ইসরায়েল বলেছে, ‘প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের অনুমোদন পেয়ে পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের অভ্যন্তরে হুতি ‘সন্ত্রাসী’দের সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে।’
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘সানা শহরের হুতি সামরিক স্থাপনা, বন্দর এবং জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে। এর আগে, গত রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতিরা। তবে তা ধ্বংস করে ইসরায়েলিরা।’
এদিকে, এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ইয়েমেনে চালানো এই হামলাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে, অ্যাক্সিওস একটি মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনে অভিযান চালানোর বিষয়ে আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল।
ইয়েমেনে বিদ্যুৎকেন্দ্রসহ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বড় হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে চালানো এ হামলাগুলোতে ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
হুতি সমর্থিত আল-মাসিরাহ টিভি চ্যানেলের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদাতে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। সানায় অবস্থিত দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে হোদেইদাহতে বন্দর লক্ষ্য করে চারটি হামলা এবং একটি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।
আল-মাসিরাহ জানায়, ইয়েমেনের সালিফ বন্দরে ইসরায়েলি বিমান হামলায় ৭ জন এবং রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় ২ জন নিহত ও ১ জন আহত হন। অন্যদিকে হোদেইদাহ বন্দরে ৭টি ইসরায়েলি বিমান হামলায় ২ জন নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে সানার দক্ষিণে হাজিজ বিদ্যুৎকেন্দ্র ৪টি এবং উত্তরে ধাবহান বিদ্যুৎকেন্দ্র ২টি হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে আরও জানা যায়, ধাবহান কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও হাজিজ কেন্দ্রের আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি সিভিল ডিফেন্স সার্ভিস।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, এক বিবৃতিতে ইসরায়েল বলেছে, ‘প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের অনুমোদন পেয়ে পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের অভ্যন্তরে হুতি ‘সন্ত্রাসী’দের সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে।’
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘সানা শহরের হুতি সামরিক স্থাপনা, বন্দর এবং জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে। এর আগে, গত রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতিরা। তবে তা ধ্বংস করে ইসরায়েলিরা।’
এদিকে, এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ইয়েমেনে চালানো এই হামলাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে, অ্যাক্সিওস একটি মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনে অভিযান চালানোর বিষয়ে আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল।
গত ২৯ মার্চ রাতে বেরেলির গান্ধী উদ্যানে এক নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পায় পুলিশ। পরদিন ওই নারীর ভাগনি থানায় ধর্ষণের অভিযোগ দেন। ভাগনির দেওয়া তথ্যমতে, তাঁর মাসি শামৌলি বেরেলির ৩০০ শয্যা হাসপাতালের কাছের একটি ওষুধের দোকান থেকে বের হচ্ছিলেন। এ সময় একটা কালো গাড়িতে করে পাঁচজন লোক এসে তাঁকে অপহরণ করে।
২ ঘণ্টা আগে২০১৪ সালের পর থেকে শহরটি থেকে ধনীদের প্রস্থানের মাত্রা অনেক বেড়ে গেছে। শুধুমাত্র গত এক দশকেই লন্ডন হারিয়েছে তার ১২ শতাংশ ধনী বাসিন্দা। এমনকি ‘শীর্ষ ৫ ধনী শহরের’ তালিকা থেকেও এখন বাদ পড়েছে লন্ডনের নাম। বহু দশকের মধ্যে এই প্রথমবার লন্ডন শীর্ষ ৫ ধনী শহরের তালিকায় জায়গা করে নিতে পারেনি। তার পরিবর্তে লস
২ ঘণ্টা আগেনতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ফোন বা অন্য কোনো প্রকার অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ধরনের কোনো সরঞ্জাম পাওয়া গেলে বাজেয়াপ্ত করা হবে এবং বিদ্যালয়ের নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৩ ঘণ্টা আগেফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী–আইডিএফের হামলায় নিহত হয়েছেন আরও ২৯ ফিলিস্তিনি। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অনেকে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে