লিউকেমিয়ায় আক্রান্ত বাশার আল-আসাদের স্ত্রী আসমা

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ মে ২০২৪, ১৭: ৪৩
Thumbnail image

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জানানো হয়েছে। এর আগে ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন সিরিয়ার এই ফার্স্টলেডি। 

মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফার্স্ট লেডি আসমা আল-আসাদের তীব্র মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়েছে।’ 

এর ফলে আসমা আল-আসাদকে একটি বিশেষ চিকিৎসাপদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে বলে জানানো হয় বিবৃতিতে। চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে সংক্রমণ এড়াতে তিনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং অস্থায়ীভাবে সরকারি সব ব্যস্ততা থেকে নিজেকে প্রত্যাহার করে নেবেন বলেও উল্লেখ করা হয়েছে। 

লিউকেমিয়া হলো রক্তের ক্যানসারের একটি গ্রুপ। শ্বেত রক্তকণিকার আক্রমণাত্মক এই ক্যানসার সাধারণত অস্থিমজ্জা থেকে শুরু হয় এবং এর ফলে উচ্চমাত্রায় অস্বাভাবিক রক্তকণিকার সৃষ্টি হয়।

এর আগে ২০১৯ সালে দাবি করা হয়েছিল, এক বছর ধরে লড়াই করার পর স্তন ক্যানসার থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ। 

১৯৭৫ সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা সাবেক এই ব্যাংকার ২০১১ সালে সিরিয়ায় নৃশংস গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে একজন প্রগতিশীল অধিকারের আইনজীবী ছিলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট বাশারের স্ত্রী হিসেবে তিনি ছিলেন আসাদ রাজবংশের সবচেয়ে আধুনিক নারী। একসময় মার্কিন ভোগ ম্যাগাজিনের কাভার স্টোরিতে ‘অ্যা রোজ ইন দ্য ডেজার্ট’ হিসেবে ঠাঁই পেয়েছিলেন তিনি। যদিও পরে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর স্বামীর নৃশংস নির্যাতনকে সমর্থন করার জন্য পরবর্তী সময়ে তিনি নিন্দা ও সমালোচনার মুখেও পড়েন। 

আসমা আল-আসাদের বাবা একজন কার্ডিওলজিস্ট এবং মা একজন কূটনীতিক। আসাদের সঙ্গে তাঁর দুই ছেলে ও এক কন্যা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত