Ajker Patrika

ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যেতে চান ইউএফসি স্টার খামজাত চিমায়েভ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০: ০৬
ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যেতে চান ইউএফসি স্টার খামজাত চিমায়েভ

চেচেন বংশোদ্ভূত ইউএফসি তারকা খেলোয়াড় খামজাত চিমায়েভ ফিলিস্তিনিদের পক্ষে এবং জায়নিস্ট ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি চেচেন নেতা রমজান কাদিরভের কাছে লেখা এক চিঠিতে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। 

গত শনিবার ইউএফসির একটি ম্যাচ শেষে এক আবেগঘন সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যাওয়ার কথা বলেন চিমায়েভ। এই ম্যাচে তিনি সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন কামারু ওসমানকে পরাজিত করেন। স্পোর্টসকেদা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

চিমায়েভ বলেন, ‘আপনারা সবাই জানেন, বিশ্বে এই মুহূর্তে কী হচ্ছে। চলতি সপ্তাহে খেলার খাঁচায় বন্দী থাকার জন্য আমি মোটেই সুখী ছিলাম না, আমি মোটেই সুখী নই শিশুদের মৃত্যুর ঘটনা দেখে।’ 

চেচেন নেতা রমজান কাদিরভের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি অনুমতি দেন তাহলে এই অক্টোপাসের বিরুদ্ধে লড়াই করা আমার জন্য মোটেই সমস্যা নয়। আমি শপথ করে বলছি, আপনি অনুমতি দিলে আমিই প্রথম ফিলিস্তিনে যাব। আমি আপনার অনুমতি চাই এবং ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার জন্য আমাকে আপনি একটি অস্ত্র দিন।’ 

চিমায়েভের এই বক্তব্যের পর রমজান কাদিরভ তাঁকে টেলিগ্রামে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘চিমায়েভের এই বক্তব্য থেকে পরিষ্কার, ফিলিস্তিনি ভাইদের জন্য সত্যিকারের একজন মুসলমানের হৃদয় কীভাবে কাঁদছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত