ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের অন্তত ২৮টি দেশে ইসরায়েলি গুপ্তচরদের অস্তিত্ব খুঁজে পেয়েছে। আজ শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ওই মন্ত্রণালয়।
এ বিষয়ে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭০০ শব্দের ওই বিবৃতিতে তথাকথিত ইসরায়েলি গুপ্তচরদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা এবং বিবরণ দেওয়া হয়নি। তবে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের চুক্তি বজায় রাখা দেশগুলোতে সক্রিয় কিছু ইসরায়েলি গুপ্তচরের পরিচয় ইরানকে সরবরাহ করেছে সংশ্লিষ্ট দেশের সরকারেরা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই গুপ্তচরদের কয়েকজন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করে। আর মোসাদের আস্থা অর্জনের জন্য বা মোসাদের পরীক্ষায় পাশ করার জন্য তারা তাদের দেশের স্বার্থ পরিপন্থী কিংবা নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক অপারেশন চালাতেও দ্বিধা করে না।
গোয়েন্দা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি প্রদেশেও ইসরায়েলি কিছু গুপ্তচর শনাক্ত হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধেই ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা নিরাপত্তা নজরদারির অধীনে রাখা হয়েছে।
বিবৃতিতে এটাও বলা হয়েছে যে, দেশের বাইরে অবস্থান করে ইসরায়েলের হয়ে কাজ করা ইরানেরও কয়েকজন গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে। তাদের বিষয়ে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে ওই গুপ্তচরেরা যেসব দেশে বসবাস করছে সেই দেশগুলোর মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের মাত্রার ওপর ভিত্তি করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ অবস্থায় ধারণা করা হচ্ছে, ইসরায়েলকে সহযোগিতা করার দায়ে বা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিদেশে বসবাস করা ইরানি বংশোদ্ভূত ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তেহরান।
ইরানি গোয়েন্দা সংস্থাগুলো প্রায় সময়ই সন্ত্রাসী বা গুপ্তচর শনাক্ত ও গ্রেপ্তারে সাফল্য দাবি করে। তবে এসব বিষয়ে সংস্থাটি খুব কমই সুনির্দিষ্ট প্রমাণ হাজির করে থাকে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে, তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের অন্তত ২৮টি দেশে ইসরায়েলি গুপ্তচরদের অস্তিত্ব খুঁজে পেয়েছে। আজ শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ওই মন্ত্রণালয়।
এ বিষয়ে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭০০ শব্দের ওই বিবৃতিতে তথাকথিত ইসরায়েলি গুপ্তচরদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা এবং বিবরণ দেওয়া হয়নি। তবে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের চুক্তি বজায় রাখা দেশগুলোতে সক্রিয় কিছু ইসরায়েলি গুপ্তচরের পরিচয় ইরানকে সরবরাহ করেছে সংশ্লিষ্ট দেশের সরকারেরা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই গুপ্তচরদের কয়েকজন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করে। আর মোসাদের আস্থা অর্জনের জন্য বা মোসাদের পরীক্ষায় পাশ করার জন্য তারা তাদের দেশের স্বার্থ পরিপন্থী কিংবা নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক অপারেশন চালাতেও দ্বিধা করে না।
গোয়েন্দা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি প্রদেশেও ইসরায়েলি কিছু গুপ্তচর শনাক্ত হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধেই ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা নিরাপত্তা নজরদারির অধীনে রাখা হয়েছে।
বিবৃতিতে এটাও বলা হয়েছে যে, দেশের বাইরে অবস্থান করে ইসরায়েলের হয়ে কাজ করা ইরানেরও কয়েকজন গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে। তাদের বিষয়ে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে ওই গুপ্তচরেরা যেসব দেশে বসবাস করছে সেই দেশগুলোর মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের মাত্রার ওপর ভিত্তি করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ অবস্থায় ধারণা করা হচ্ছে, ইসরায়েলকে সহযোগিতা করার দায়ে বা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিদেশে বসবাস করা ইরানি বংশোদ্ভূত ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তেহরান।
ইরানি গোয়েন্দা সংস্থাগুলো প্রায় সময়ই সন্ত্রাসী বা গুপ্তচর শনাক্ত ও গ্রেপ্তারে সাফল্য দাবি করে। তবে এসব বিষয়ে সংস্থাটি খুব কমই সুনির্দিষ্ট প্রমাণ হাজির করে থাকে।
গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার ভারতীয়ের ‘আমেরিকান ড্রিম’ যেন ক্রমশ ফিকে হয়ে আসছে! মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মে মাসের ভিসা বুলেটিন ভারতীয়দের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে। কর্মসংস্থান-ভিত্তিক পঞ্চম অগ্রাধিকার (ইবি–৫) ভিসা শ্রেণিতে ভারতীয়দের জন্য দীর্ঘ...
৫ ঘণ্টা আগে২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে