অনলাইন ডেস্ক
গত ৭ অক্টোবর ইসরায়েলের কিবুতজে অবস্থিত নিজ বাড়ি থেকে নোগা ওয়েইসকে অপহরণ করেছিল হামাস যোদ্ধারা। ১৮ বছর বয়সী এই তরুণী পরে ৫০ দিন বন্দী ছিলেন হামাসের গোপন আস্তানায়। গত বছরের ২৫ নভেম্বর এই বন্দীদশা থেকে তিনি মুক্তি পান।
বন্দীদশার স্মৃতিচারণ করতে গিয়ে নোগা জানিয়েছেন, হামাসের এক যোদ্ধা তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর গর্ভে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন।
টাইমস অব ইসরায়েলকে নোগা জানিয়েছেন, বন্দীদশার ১৪তম দিনে প্রেমে পড়া ওই হামাস যোদ্ধা তাঁকে একটি আংটি দিয়েছিলেন। এই আংটি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তাঁর সঙ্গেই ছিল।
হামাসের ওই যোদ্ধা সম্পর্কে নোগা বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন—সবাইকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তুমি এখানে আমার সঙ্গে থাকবে এবং আমার সন্তানদের জন্ম দেবে।’
হামাস যোদ্ধার এমন প্রস্তাবের কী প্রতিক্রিয়া ছিল? নোগা বলেন, ‘আমি হাসির ভান করেছি। যাতে সে আমার মাথায় গুলি না করে।’
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা যখন ইসরায়েলে ঢুকে হামলা চালায়, নোগা ওয়েইস তখন কিবুতজে নিজের বাড়িতেই ছিলেন। সেদিন তাঁর বাবা ইলান ওয়েইস কিবুতজের জরুরি দলে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরে জানা যায়, হামাস যোদ্ধারা তাঁকে হত্যা করেছিল এবং তাঁর লাশটি গাজায় নিয়ে গিয়েছিল।
নোগা জানান, সেদিন হামাস যোদ্ধারা তাঁদের বাড়ির দরজায় প্রায় ৪০টি গুলি ছোড়ে। পরে দরজাটি ভেদ করে যোদ্ধারা বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে থাকা নোগা ও তাঁর মা অবশ্য ততক্ষণে জেনে গিয়েছিলেন শহরে কী ঘটছে!
এ অবস্থায় নোগার মা শিরি ওয়েইস মেয়েকে বিছানার নিচে গিয়ে লুকানোর কথা বলেন। তিনি ভেবেছিলেন যোদ্ধারা তাঁকে দেখে হত্যা করবে আর নোগা বেঁচে যাবেন।
শেষ পর্যন্ত মা-মেয়ে দুজনকেই অপহরণ করে গাজায় গিয়ে যায় হামাস যোদ্ধারা। যদিও তাঁরা একে অপরের পরিণতি নিয়ে কিছুই জানতেন না। বন্দীদশার বেশ কয়েক দিন পর মা-মেয়ের দেখা হয়েছিল। নোগা জানান, তাঁর মাকে তাঁর কাছে নিয়ে আসা হয়েছিল, কারণ অপহরণকারীদের একজন তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। বিয়েতে সম্মতি দিতেই নোগার কাছে তাঁর মাকে নিয়ে আসা হয়। তবে তাঁর মা বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।
গত বছরের ২৫ নভেম্বর মা-মেয়ে দুজন একসঙ্গেই হামাসের বন্দীদশা থেকে মুক্ত হয়েছিলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের কিবুতজে অবস্থিত নিজ বাড়ি থেকে নোগা ওয়েইসকে অপহরণ করেছিল হামাস যোদ্ধারা। ১৮ বছর বয়সী এই তরুণী পরে ৫০ দিন বন্দী ছিলেন হামাসের গোপন আস্তানায়। গত বছরের ২৫ নভেম্বর এই বন্দীদশা থেকে তিনি মুক্তি পান।
বন্দীদশার স্মৃতিচারণ করতে গিয়ে নোগা জানিয়েছেন, হামাসের এক যোদ্ধা তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর গর্ভে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন।
টাইমস অব ইসরায়েলকে নোগা জানিয়েছেন, বন্দীদশার ১৪তম দিনে প্রেমে পড়া ওই হামাস যোদ্ধা তাঁকে একটি আংটি দিয়েছিলেন। এই আংটি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তাঁর সঙ্গেই ছিল।
হামাসের ওই যোদ্ধা সম্পর্কে নোগা বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন—সবাইকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তুমি এখানে আমার সঙ্গে থাকবে এবং আমার সন্তানদের জন্ম দেবে।’
হামাস যোদ্ধার এমন প্রস্তাবের কী প্রতিক্রিয়া ছিল? নোগা বলেন, ‘আমি হাসির ভান করেছি। যাতে সে আমার মাথায় গুলি না করে।’
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা যখন ইসরায়েলে ঢুকে হামলা চালায়, নোগা ওয়েইস তখন কিবুতজে নিজের বাড়িতেই ছিলেন। সেদিন তাঁর বাবা ইলান ওয়েইস কিবুতজের জরুরি দলে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরে জানা যায়, হামাস যোদ্ধারা তাঁকে হত্যা করেছিল এবং তাঁর লাশটি গাজায় নিয়ে গিয়েছিল।
নোগা জানান, সেদিন হামাস যোদ্ধারা তাঁদের বাড়ির দরজায় প্রায় ৪০টি গুলি ছোড়ে। পরে দরজাটি ভেদ করে যোদ্ধারা বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িতে থাকা নোগা ও তাঁর মা অবশ্য ততক্ষণে জেনে গিয়েছিলেন শহরে কী ঘটছে!
এ অবস্থায় নোগার মা শিরি ওয়েইস মেয়েকে বিছানার নিচে গিয়ে লুকানোর কথা বলেন। তিনি ভেবেছিলেন যোদ্ধারা তাঁকে দেখে হত্যা করবে আর নোগা বেঁচে যাবেন।
শেষ পর্যন্ত মা-মেয়ে দুজনকেই অপহরণ করে গাজায় গিয়ে যায় হামাস যোদ্ধারা। যদিও তাঁরা একে অপরের পরিণতি নিয়ে কিছুই জানতেন না। বন্দীদশার বেশ কয়েক দিন পর মা-মেয়ের দেখা হয়েছিল। নোগা জানান, তাঁর মাকে তাঁর কাছে নিয়ে আসা হয়েছিল, কারণ অপহরণকারীদের একজন তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। বিয়েতে সম্মতি দিতেই নোগার কাছে তাঁর মাকে নিয়ে আসা হয়। তবে তাঁর মা বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।
গত বছরের ২৫ নভেম্বর মা-মেয়ে দুজন একসঙ্গেই হামাসের বন্দীদশা থেকে মুক্ত হয়েছিলেন।
একজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
১৮ মিনিট আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে