অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিগত প্রায় মাস খানেক সময় ধরে বাংকারেই অফিস করছেন। গত ১৯ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তাঁর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই তিনি ভূগর্ভস্থ ব্যাপক সুরক্ষিত কামরায় অফিস করছেন। এমনকি নিরাপত্তা সংকটে নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কামরায় থেকেই বেশির ভাগ কাজ করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সিজারিয়ায় তাঁর বাড়িতে হিজবুল্লাহর হামলার পর থেকেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওপরের তলায় অবস্থিত তাঁর জন্য নির্ধারিত কামরায় স্বাভাবিকভাবে অফিস করছেন না। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুসারেই তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছে চ্যানেল-১২।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সহকর্মীদের বলেছেন, ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকির কারণে তাঁকে ব্যাপকভাবে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কামরা থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাঁকে পরিচিত ‘স্থায়ী স্থানগুলো’ এড়িয়ে চলতে বলা হয়েছে।
গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর একটি বিস্ফোরক ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। হামলার সময় নেতানিয়াহু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে সেই ড্রোন হামলায় তাঁর শয়নকক্ষের জানালায় আঘাত করলেও তা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন নিরাপত্তা প্রোটোকলগুলোই সম্ভবত সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের কারণ এবং নেতানিয়াহুর ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়ে পরবর্তী সময়ে নির্ধারণ করা হয়েছে। তবে খুব শিগগির এই বিয়ের আয়োজন হচ্ছে না বলে জানিয়েছে সূত্র।
এদিকে, নেতানিয়াহুর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে চলমান কয়েকটি মামলায় আদালতে তাঁর সাক্ষ্য দেওয়ার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা আছে। আইনজীবীরা বলেছেন, বারবার একই জায়গায় উপস্থিত হলে তাঁর নিরাপত্তার ঝুঁকি থাকবে। প্রতিবেদন অনুসারে, আদালতে কোনো নিরাপদ কক্ষ বা বোমা আশ্রয়কেন্দ্র নেই। নেতানিয়াহুর সাক্ষ্য প্রদান আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিগত প্রায় মাস খানেক সময় ধরে বাংকারেই অফিস করছেন। গত ১৯ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তাঁর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই তিনি ভূগর্ভস্থ ব্যাপক সুরক্ষিত কামরায় অফিস করছেন। এমনকি নিরাপত্তা সংকটে নিজের ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়েছেন।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কামরায় থেকেই বেশির ভাগ কাজ করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সিজারিয়ায় তাঁর বাড়িতে হিজবুল্লাহর হামলার পর থেকেই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওপরের তলায় অবস্থিত তাঁর জন্য নির্ধারিত কামরায় স্বাভাবিকভাবে অফিস করছেন না। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুসারেই তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছে চ্যানেল-১২।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সহকর্মীদের বলেছেন, ড্রোন ও অন্যান্য হামলার ঝুঁকির কারণে তাঁকে ব্যাপকভাবে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কামরা থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাঁকে পরিচিত ‘স্থায়ী স্থানগুলো’ এড়িয়ে চলতে বলা হয়েছে।
গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর একটি বিস্ফোরক ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। হামলার সময় নেতানিয়াহু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে সেই ড্রোন হামলায় তাঁর শয়নকক্ষের জানালায় আঘাত করলেও তা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন নিরাপত্তা প্রোটোকলগুলোই সম্ভবত সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের কারণ এবং নেতানিয়াহুর ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়ে পরবর্তী সময়ে নির্ধারণ করা হয়েছে। তবে খুব শিগগির এই বিয়ের আয়োজন হচ্ছে না বলে জানিয়েছে সূত্র।
এদিকে, নেতানিয়াহুর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে চলমান কয়েকটি মামলায় আদালতে তাঁর সাক্ষ্য দেওয়ার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা আছে। আইনজীবীরা বলেছেন, বারবার একই জায়গায় উপস্থিত হলে তাঁর নিরাপত্তার ঝুঁকি থাকবে। প্রতিবেদন অনুসারে, আদালতে কোনো নিরাপদ কক্ষ বা বোমা আশ্রয়কেন্দ্র নেই। নেতানিয়াহুর সাক্ষ্য প্রদান আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮০৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ফিলিস্তিনি নারী ও শিশু। আহত অবস্থায় আছেন ১ লাখ ৬ হাজার ২৫৭ জন।
১ ঘণ্টা আগেবাশার-পরবর্তী নতুন সিরিয়া হবে সবার। সব সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিতে কাজ করবে সরকার। এক সাক্ষাৎকারে নিজ প্রশাসনের এমন অবস্থানের কথা জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির।
৪ ঘণ্টা আগেবুধবার রাতে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রয় বাড়ানোর জন্য ভর্তুকি চালু রেখেছে দেশটির সরকার। কিন্তু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব দেয়—বৈদ্যুতিক গাড়িতে সরকার যে অর্থ গচ্চা দেওয়া হচ্ছে, তা যেন পেট্রল ও ডিজেলচালিত ট্রাক এবং বড় যানবাহন...
১৩ ঘণ্টা আগেরাশিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র, কানাডা ও কিছু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ভ্রমণ করতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেন। জাখারোভা সংবাদ সম্মেলনে বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক উত্
১৫ ঘণ্টা আগে