অনলাইন ডেস্ক
এবার যাঁরা হজে অংশ নিয়েছেন, তাঁদের করোনা টেস্ট বা আইসোলেশনে থাকার প্রয়োজন নেই। সৌদি আরবের স্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী ডা. আবদুল্লাহ অসিরি এ নির্দেশনা দিয়েছেন। তবে হজ থেকে ফেরার প্রথম দুই সপ্তাহের মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে আইসোলেশনে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
উপমন্ত্রী ডা. আবদুল্লাহ অসিরি বলেন, ‘সব হজযাত্রী এবং হজকর্মীর ভ্যাকসিন পাওয়ায় পরীক্ষা বা বিচ্ছিন্নতার প্রয়োজন নেই।’ এ বছর হজ সম্পন্ন করা ব্যক্তিদের পরিবারে ফেরার পরে কোভিড-১৯ পরীক্ষা বা আইসোলেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি এ কথা বলেন। একই সঙ্গে নিজ দেশের টিকা না পাওয়া সদস্যদেরও দ্রুত টিকার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
কাইসার ফ্যামিলি ফাউন্ডেশনের 'ভ্যাকসিন মনিটর : ইন দেয়ার ওউন ওয়ার্ডস, সিক্স মান্থস লেটার' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, ‘এখন পর্যন্ত যাঁরা টিকা নেননি, তাঁদের টিকা না নেওয়ার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে—কিশোর হওয়ায় বাবা–মায়ের অনিচ্ছা, সমাজে সবচেয়ে কম শিক্ষিত, জাতিগত সংখ্যালঘু বা যাদের স্বাস্থ্য বিমা নেই। ভ্যাকসিন না নেওয়ার তিনটি প্রধান কারণ—পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা, ভ্যাকসিন সম্পর্কে অধ্যয়নের পর্যাপ্ততা সম্পর্কে সন্দেহ এবং বিশ্বাস করা যে কোনো ভ্যাকসিনের দরকার নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকার দুটি ডোজ সম্পূর্ণ করা সবার জন্য প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ পর্যন্ত দেশটির মোট ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ১৭৭ জন লোক করোনার টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে বয়স্কদের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ১৪০।
অন্যদিকে, এ পর্যন্ত সৌদির ৫ লাখ ১৫ হাজার ৬৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮ হাজার ১৪১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ১ হাজার ২৪৭ ও ১১।
এবার যাঁরা হজে অংশ নিয়েছেন, তাঁদের করোনা টেস্ট বা আইসোলেশনে থাকার প্রয়োজন নেই। সৌদি আরবের স্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী ডা. আবদুল্লাহ অসিরি এ নির্দেশনা দিয়েছেন। তবে হজ থেকে ফেরার প্রথম দুই সপ্তাহের মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে আইসোলেশনে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
উপমন্ত্রী ডা. আবদুল্লাহ অসিরি বলেন, ‘সব হজযাত্রী এবং হজকর্মীর ভ্যাকসিন পাওয়ায় পরীক্ষা বা বিচ্ছিন্নতার প্রয়োজন নেই।’ এ বছর হজ সম্পন্ন করা ব্যক্তিদের পরিবারে ফেরার পরে কোভিড-১৯ পরীক্ষা বা আইসোলেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি এ কথা বলেন। একই সঙ্গে নিজ দেশের টিকা না পাওয়া সদস্যদেরও দ্রুত টিকার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
কাইসার ফ্যামিলি ফাউন্ডেশনের 'ভ্যাকসিন মনিটর : ইন দেয়ার ওউন ওয়ার্ডস, সিক্স মান্থস লেটার' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, ‘এখন পর্যন্ত যাঁরা টিকা নেননি, তাঁদের টিকা না নেওয়ার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে—কিশোর হওয়ায় বাবা–মায়ের অনিচ্ছা, সমাজে সবচেয়ে কম শিক্ষিত, জাতিগত সংখ্যালঘু বা যাদের স্বাস্থ্য বিমা নেই। ভ্যাকসিন না নেওয়ার তিনটি প্রধান কারণ—পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা, ভ্যাকসিন সম্পর্কে অধ্যয়নের পর্যাপ্ততা সম্পর্কে সন্দেহ এবং বিশ্বাস করা যে কোনো ভ্যাকসিনের দরকার নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকার দুটি ডোজ সম্পূর্ণ করা সবার জন্য প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ পর্যন্ত দেশটির মোট ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ১৭৭ জন লোক করোনার টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে বয়স্কদের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ১৪০।
অন্যদিকে, এ পর্যন্ত সৌদির ৫ লাখ ১৫ হাজার ৬৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮ হাজার ১৪১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ১ হাজার ২৪৭ ও ১১।
তীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
২৩ মিনিট আগেমিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণেই মিয়ানমার জান্তা বাহিনীকে একটি যৌথ নিরাপত্তা কোম্পানি (জেভিএসসি) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এটি মিয়ানমারের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং জান্তার শীর্ষ সামরিক নেতাদের মধ্যে অস্বস্তি
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে বিলিয়নিয়ার ইলন মাস্ককে শুরু থেকেই পাশে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রাম্পের নির্বাচনী তহবিলে ২০ কোটি ডলার দিয়েছেন। নির্বাচনী প্রচারেও সরব উপস্থিতি দেখা গেছে তাঁর। ট্রাম্প–মাস্কের এই ঘনিষ্ঠতা সবারই নজর কেড়েছে
১ ঘণ্টা আগেইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়ার স্বৈরশাসক মিত্রদের সরাসরি অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।’ আজ রোববার ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার ইউপি-১০০
১ ঘণ্টা আগে