অনলাইন ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকেই দেশটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে এই হামলা ইসরায়েল যাতে না চালায়, এ জন্য দেশটির ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এর বিপরীতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগও নিচ্ছে তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ১১ জন নিহত হন। এই হামলার জেরে গত ১৩ এপ্রিল রাতে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহযোগে ইসরায়েলে হামলা চালায় ইরান। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক।
ইসরায়েল সফর প্রসঙ্গে ডেভিড ক্যামেরন বলেন, ‘উত্তেজনা যাতে না বাড়ে, সেই ব্যাপারে আমরা সচেতন। আমরা আমাদের বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে এটাই বলছি, এখন সর্বান্তঃকরণে মস্তিষ্ক বিবেচনার সময়। সামরিক হামলার বদলে অন্য পদক্ষেপের মাধ্যমে ইরানকে পরাজিত করার আরও পথ আছে।’
ইসরায়েলকে শান্ত করার প্রচেষ্টার পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব শীর্ষ ধনী দেশগুলোর জোট জি৭-এর প্রতি আহ্বান জানিয়েছেন ক্যামেরন। এ ছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানে পাল্টা হামলার বদলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বেশি জোর দিচ্ছে পশ্চিমা বিশ্ব। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তেহরানে ইসরায়েলি হামলা তারা সমর্থন করবে না। তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তারা। এ প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা কমাতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইসরায়েলের হামলার জেরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। এ প্রসঙ্গে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতা বাড়াতে কাজ করছেন তাঁরা। এ প্রসঙ্গে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির বিরুদ্ধে ইইউর নিষেধজ্ঞায় সমর্থন দিয়েছে জার্মানি ও ফ্রান্স।
এদিকে ক্যামেরন ও বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরানের হামলার পর তাদের পাশে দাঁড়ানোয় দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে।
ইরানের রাজধানী তেহরানে গতকাল বুধবার দেশটির সশস্ত্রবাহিনী দিবসে জাতীয় প্যারেডে ইসরায়েল ইস্যুতে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে তিনি বলেন, ইরানে যদি ছোটখাটো কোনো হামলাও হয়, তবে এর ভয়ংকর এবং কড়া জবাব দেওয়া হবে।
গতকাল তেহরানে ইরানি সশস্ত্রবাহিনীর দখলে থাকা অস্ত্রের প্রদর্শনী হয়। সেখানে রাইসি আরও বলেন, ইসরায়েলে সর্বশেষ যে হামলা চালানো হয়েছে, তা একেবারে ছোট আকারের। ইসরায়েলে যদি বড় হামলা চালানো হয়, তবে দেশটির আর কিছুই থাকবে না।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকেই দেশটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে এই হামলা ইসরায়েল যাতে না চালায়, এ জন্য দেশটির ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এর বিপরীতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগও নিচ্ছে তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ১১ জন নিহত হন। এই হামলার জেরে গত ১৩ এপ্রিল রাতে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহযোগে ইসরায়েলে হামলা চালায় ইরান। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক।
ইসরায়েল সফর প্রসঙ্গে ডেভিড ক্যামেরন বলেন, ‘উত্তেজনা যাতে না বাড়ে, সেই ব্যাপারে আমরা সচেতন। আমরা আমাদের বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে এটাই বলছি, এখন সর্বান্তঃকরণে মস্তিষ্ক বিবেচনার সময়। সামরিক হামলার বদলে অন্য পদক্ষেপের মাধ্যমে ইরানকে পরাজিত করার আরও পথ আছে।’
ইসরায়েলকে শান্ত করার প্রচেষ্টার পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব শীর্ষ ধনী দেশগুলোর জোট জি৭-এর প্রতি আহ্বান জানিয়েছেন ক্যামেরন। এ ছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানে পাল্টা হামলার বদলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বেশি জোর দিচ্ছে পশ্চিমা বিশ্ব। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তেহরানে ইসরায়েলি হামলা তারা সমর্থন করবে না। তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তারা। এ প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা কমাতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইসরায়েলের হামলার জেরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। এ প্রসঙ্গে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতা বাড়াতে কাজ করছেন তাঁরা। এ প্রসঙ্গে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির বিরুদ্ধে ইইউর নিষেধজ্ঞায় সমর্থন দিয়েছে জার্মানি ও ফ্রান্স।
এদিকে ক্যামেরন ও বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরানের হামলার পর তাদের পাশে দাঁড়ানোয় দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে।
ইরানের রাজধানী তেহরানে গতকাল বুধবার দেশটির সশস্ত্রবাহিনী দিবসে জাতীয় প্যারেডে ইসরায়েল ইস্যুতে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে তিনি বলেন, ইরানে যদি ছোটখাটো কোনো হামলাও হয়, তবে এর ভয়ংকর এবং কড়া জবাব দেওয়া হবে।
গতকাল তেহরানে ইরানি সশস্ত্রবাহিনীর দখলে থাকা অস্ত্রের প্রদর্শনী হয়। সেখানে রাইসি আরও বলেন, ইসরায়েলে সর্বশেষ যে হামলা চালানো হয়েছে, তা একেবারে ছোট আকারের। ইসরায়েলে যদি বড় হামলা চালানো হয়, তবে দেশটির আর কিছুই থাকবে না।
নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
১৮ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
২ ঘণ্টা আগে