অনলাইন ডেস্ক
ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত দুটি রকেট হামলা হয়েছে। গতকাল রোববার এই রকেট হামলা চালানো হয়।
ইরাক সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গত ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতিয়বার মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হলো।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা ঘাঁটির বাসভবনগুলোকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।
এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি । এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে এমন হামলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ইরাকে ২০০৩ সালে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সেখানে এখনো আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
এর আগে গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত তিনটি রকেট হামলা হয়েছে। ওই হামলার এক মার্কিন সেনা আহত হন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি রকেট অথবা বোমা হামলা চালানো হয়েছে।
এদিকে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গ ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিন বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৫ সালে হওয়া ওই চুক্তিকে পুনরুজ্জীবিত করার বিষয়ে এখন বিশ্ব শক্তিগুলো আলোচনা করছে। এ ক্ষেত্রে অনেকখানি অগ্রগতিও হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত দুটি রকেট হামলা হয়েছে। গতকাল রোববার এই রকেট হামলা চালানো হয়।
ইরাক সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গত ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতিয়বার মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হলো।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা ঘাঁটির বাসভবনগুলোকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।
এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি । এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে এমন হামলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ইরাকে ২০০৩ সালে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সেখানে এখনো আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
এর আগে গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত তিনটি রকেট হামলা হয়েছে। ওই হামলার এক মার্কিন সেনা আহত হন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি রকেট অথবা বোমা হামলা চালানো হয়েছে।
এদিকে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গ ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিন বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৫ সালে হওয়া ওই চুক্তিকে পুনরুজ্জীবিত করার বিষয়ে এখন বিশ্ব শক্তিগুলো আলোচনা করছে। এ ক্ষেত্রে অনেকখানি অগ্রগতিও হয়েছে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
২ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
২ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৪ ঘণ্টা আগে