অনলাইন ডেস্ক
২০২১ সালে গ্রিন ইনিশিয়েটিভ চালু করার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ লাগিয়েছে সৌদি আরব। দেশটির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টফিকেশন এই ঘোষণা দিয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার আরব নিউজ জানিয়েছে, কিছু বেসরকারি এবং অলাভজনক সংস্থার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বৃক্ষ রোপণের ওই উদ্যোগটি নিয়েছিল সৌদি সরকার। এর মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যেই দেশটির ১ লাখ ১১ হাজার হেক্টর ক্ষয়প্রাপ্ত জমি পুনর্বাসন করা হয়েছে এবং এই পুনরুদ্ধার কার্যক্রম দেশটির ৪৩ লাখ হেক্টর ভূমিকে রক্ষা করছে।
সৌদি সরকারের গাছ লাগানোর উদ্যোগে সহায়ক হয়েছে প্রকৃতিও। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও প্রাকৃতিকভাবেই নতুন গাছপালা গজিয়ে উঠছে দেশটির বিভিন্ন প্রান্তে। এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে গাছপালা গজানোর ৭১ লাখ ঘটনা রেকর্ড করা হয়েছে। এভাবে দেশটিতে সবুজ আচ্ছাদিত ভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে সম্প্রসারিত হচ্ছে।
এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার বনায়ন প্রচেষ্টায় অবদান রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।
সৌদি আরবের প্রেস এজেন্সির মতে, গাছ লাগানোর এই উদ্যোগটি একদিকে যেমন কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখবে, তেমনি জীবনযাত্রার মান উন্নত করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতেও সহযোগিতা করবে।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার গাছপালা রক্ষা ও পুনর্বাসন, অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে লড়াইসহ টেকসইভাবে তৃণভূমি, বন-জঙ্গল এবং জাতীয় উদ্যান সৃষ্টির ওপর মনোযোগ দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ এবং শীতল দেশ উপহার দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
২০২১ সালে গ্রিন ইনিশিয়েটিভ চালু করার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ লাগিয়েছে সৌদি আরব। দেশটির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টফিকেশন এই ঘোষণা দিয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার আরব নিউজ জানিয়েছে, কিছু বেসরকারি এবং অলাভজনক সংস্থার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বৃক্ষ রোপণের ওই উদ্যোগটি নিয়েছিল সৌদি সরকার। এর মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যেই দেশটির ১ লাখ ১১ হাজার হেক্টর ক্ষয়প্রাপ্ত জমি পুনর্বাসন করা হয়েছে এবং এই পুনরুদ্ধার কার্যক্রম দেশটির ৪৩ লাখ হেক্টর ভূমিকে রক্ষা করছে।
সৌদি সরকারের গাছ লাগানোর উদ্যোগে সহায়ক হয়েছে প্রকৃতিও। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও প্রাকৃতিকভাবেই নতুন গাছপালা গজিয়ে উঠছে দেশটির বিভিন্ন প্রান্তে। এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে গাছপালা গজানোর ৭১ লাখ ঘটনা রেকর্ড করা হয়েছে। এভাবে দেশটিতে সবুজ আচ্ছাদিত ভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে সম্প্রসারিত হচ্ছে।
এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার বনায়ন প্রচেষ্টায় অবদান রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।
সৌদি আরবের প্রেস এজেন্সির মতে, গাছ লাগানোর এই উদ্যোগটি একদিকে যেমন কার্বন নিঃসরণ কমাতে অবদান রাখবে, তেমনি জীবনযাত্রার মান উন্নত করতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতেও সহযোগিতা করবে।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার গাছপালা রক্ষা ও পুনর্বাসন, অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে লড়াইসহ টেকসইভাবে তৃণভূমি, বন-জঙ্গল এবং জাতীয় উদ্যান সৃষ্টির ওপর মনোযোগ দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ এবং শীতল দেশ উপহার দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এ ছাড়া, এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য
২৫ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজা কেন্দ্রিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা কাতার ত্যাগ করেছেন। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় এখনো বন্ধ হয়নি। গোষ্ঠীটির শীর্ষ নেতারা কাতার ত্যাগ করে তুরস্কে গিয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাই, এই অবস্থায় প্রশ্ন উঠে
৪৩ মিনিট আগেপ্রায় এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
১ ঘণ্টা আগেইপসোসের সমীক্ষায় ভারতে ডাক্তার, সেনাবাহিনীর সদস্য এবং শিক্ষক সবচেয়ে বিশ্বস্ত পেশাজীবী হিসেবে বিবেচিত। বিপরীতে, রাজনীতিবিদ, মন্ত্রী ও পুরোহিতরা আস্থার তালিকার তলানিতে।
২ ঘণ্টা আগে