অনলাইন ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে চিকিৎসার জন্য প্যারোলে তিন সপ্তাহের মুক্তি দেওয়া হয়েছে। তাঁর আইনজীবী মোস্তফা নিলি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করান নার্গিস মোহাম্মদি। এরপর চিকিৎসকের পরামর্শে কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে তাঁর পরিবার এই সাময়িক মুক্তিকে ‘অপর্যাপ্ত এবং বিলম্বিত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে স্থায়ী মুক্তির দাবি জানিয়েছে।
৫২ বছর বয়সী এই মানবাধিকার কর্মী ২০২১ সাল থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন। মুক্তির পর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি স্ট্রেচারে শুয়ে ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগান দিচ্ছেন। এ স্লোগানটি ২০২২-২৩ সালে ইরানের বিক্ষোভের প্রধান প্রতীক হয়ে উঠেছিল।
নার্গিসের স্বামী তাগি রাহমানি জানিয়েছেন, তিনি মানসিকভাবে শক্ত আছেন, কিন্তু শারীরিকভাবে দুর্বল। তাঁদের ১৮ বছর বয়সী পুত্র আলি রাহমানি জানিয়েছেন, তাঁর মা কারাগার থেকে ‘বাধ্যতামূলক হিজাব ছাড়াই’ বেরিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর এবং নরওয়ের নোবেল কমিটি ইরানের কাছে নার্গিসের স্থায়ী মুক্তির দাবি জানিয়েছে। কমিটির প্রধান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেছেন, ‘আমরা ইরানের প্রতি আহ্বান জানাই যেন, তাঁকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।’
নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানিয়েছে, তাঁর ডান পায়ে একটি হাড়ের ক্ষত দেখা গিয়েছিল। যা থেকে ক্যানসার হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। চিকিৎসার পরও তাঁকে মাত্র দুই দিনের মাথায় কারাগারে ফেরত পাঠানো হয়।
এই পরিস্থিতিতে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। ফাউন্ডেশন জানিয়েছে, তিন সপ্তাহের স্থগিতাদেশ যথেষ্ট নয়। অন্তত তিন মাসের চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন।
ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। তাঁর অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন তাঁর সন্তানেরা।
একসময় ১৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদি মুক্তি পেয়ে কারাগারের নিঃসঙ্গতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং দুটি বই ও একটি তথ্যচিত্র প্রকাশ করেন। তবে ২০২১ সালে পুনরায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ফিরে যান।
তিনি এখন পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার হয়েছেন, পাঁচবার বিচারের সম্মুখীন হয়েছেন এবং ৩২ বছরের বেশি কারাদণ্ড ও ১৫৪ বার বেত্রাঘাতের সাজা পেয়েছেন। নার্গিস মোহাম্মদির মুক্তি নিয়ে তাঁর সমর্থকেরা বলছেন, ইরানের বর্তমান দমনমূলক পরিস্থিতি থেকে মুক্তির এই ক্ষণস্থায়ী মুহূর্ত কেবলই একটি বড় সংগ্রামের সূচনা।
শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে চিকিৎসার জন্য প্যারোলে তিন সপ্তাহের মুক্তি দেওয়া হয়েছে। তাঁর আইনজীবী মোস্তফা নিলি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করান নার্গিস মোহাম্মদি। এরপর চিকিৎসকের পরামর্শে কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে তাঁর পরিবার এই সাময়িক মুক্তিকে ‘অপর্যাপ্ত এবং বিলম্বিত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে স্থায়ী মুক্তির দাবি জানিয়েছে।
৫২ বছর বয়সী এই মানবাধিকার কর্মী ২০২১ সাল থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন। মুক্তির পর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি স্ট্রেচারে শুয়ে ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগান দিচ্ছেন। এ স্লোগানটি ২০২২-২৩ সালে ইরানের বিক্ষোভের প্রধান প্রতীক হয়ে উঠেছিল।
নার্গিসের স্বামী তাগি রাহমানি জানিয়েছেন, তিনি মানসিকভাবে শক্ত আছেন, কিন্তু শারীরিকভাবে দুর্বল। তাঁদের ১৮ বছর বয়সী পুত্র আলি রাহমানি জানিয়েছেন, তাঁর মা কারাগার থেকে ‘বাধ্যতামূলক হিজাব ছাড়াই’ বেরিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর এবং নরওয়ের নোবেল কমিটি ইরানের কাছে নার্গিসের স্থায়ী মুক্তির দাবি জানিয়েছে। কমিটির প্রধান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেছেন, ‘আমরা ইরানের প্রতি আহ্বান জানাই যেন, তাঁকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।’
নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানিয়েছে, তাঁর ডান পায়ে একটি হাড়ের ক্ষত দেখা গিয়েছিল। যা থেকে ক্যানসার হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। চিকিৎসার পরও তাঁকে মাত্র দুই দিনের মাথায় কারাগারে ফেরত পাঠানো হয়।
এই পরিস্থিতিতে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। ফাউন্ডেশন জানিয়েছে, তিন সপ্তাহের স্থগিতাদেশ যথেষ্ট নয়। অন্তত তিন মাসের চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন।
ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। তাঁর অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন তাঁর সন্তানেরা।
একসময় ১৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদি মুক্তি পেয়ে কারাগারের নিঃসঙ্গতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং দুটি বই ও একটি তথ্যচিত্র প্রকাশ করেন। তবে ২০২১ সালে পুনরায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ফিরে যান।
তিনি এখন পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার হয়েছেন, পাঁচবার বিচারের সম্মুখীন হয়েছেন এবং ৩২ বছরের বেশি কারাদণ্ড ও ১৫৪ বার বেত্রাঘাতের সাজা পেয়েছেন। নার্গিস মোহাম্মদির মুক্তি নিয়ে তাঁর সমর্থকেরা বলছেন, ইরানের বর্তমান দমনমূলক পরিস্থিতি থেকে মুক্তির এই ক্ষণস্থায়ী মুহূর্ত কেবলই একটি বড় সংগ্রামের সূচনা।
সম্প্রতি শেষ হলো জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বিশ্বব্যাপী কনসার্টের ইরাস ট্যুর। বিশ্বসংগীতের ইতিহাসের বৃহত্তম এই কনসার্ট ট্যুরে ১৪৯টি কনসার্টে ১ কোটি ১৬ লাখ ৮ হাজার দর্শক সুইফটের গানের সুরে ভেসেছেন। তবে তাঁর এক ভক্ত এই গানের উন্মাদনায় মাততে জড়িয়েছেন মারাত্মক অপরাধে।
২৩ মিনিট আগেবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জলপথ পানামা খালের মালিকা পানামা কর্তৃপক্ষের কাছ থেকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, পানামা কর্তৃপক্ষ মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোর ওপর অত্যধিক ফি আরোপ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
১ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের কোনো প্রক্সি নেই। মূলত, সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর ইরান মধ্যপ্রাচ্যে তার প্রক্সি হারিয়েছে—বিভিন্ন নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন
১ ঘণ্টা আগেসৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এ সপ্তাহের মধ্যে ২০ হাজার ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এঁদের মধ্য থেকে এরই মধ্যে ৯ হাজার ৫০০ জনকে নিজ নিজ দেশে ফেরত
২ ঘণ্টা আগে