অনলাইন ডেস্ক
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছিলেন ইয়েমেনের নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন তিনি। হলি সিতে ইসরায়েলি দূতাবাস কারমানের এই অভিযোগের বিরুদ্ধে আজ সোমবার ক্ষোভ প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি দূতাবাস বলেছে যে, পোপ ফ্রান্সিসের তৈরি করা ফ্রেটেলি তুত্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে গত শনিবার সন্ধ্যায় মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমানের করা মন্তব্য তাদের কাছে ধাক্কা হিসেবে এসেছে। এই মন্তব্য তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
আরব বসন্তে ভূমিকার জন্য ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তাওয়াক্কুল কারমান। গত শনিবার পোপ ফ্রান্সিস আয়োজিত এক অনুষ্ঠানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা এবং জাতিগত নির্মূলের সামনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব।’
গাজার কথা উল্লেখ করার পর কারমানের বক্তব্যকে করতালি দিয়ে অভিবাদন জানান শ্রোতারা। আর সেখানে শ্রোতাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী, রাজনীতিবিদ এবং গির্জার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পোপ নিজে উপস্থিত ছিলেন না।
কারমানের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি দূতাবাস কারমানের অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
পোস্টে ইসরায়েলি দূতাবাস আরও বলেছে, ‘সাইটটি স্পষ্টভাবেই ইহুদি বিরোধী বক্তব্য দিয়ে দূষিত। আমরা খেদ প্রকাশ করছি এই জন্য যে, এ রকম একটি বক্তব্য উচ্চারিত হলেও তা বন্ধ করার নৈতিক দায়িত্ব কেউ অনুভব করেনি।’
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভ্যাটিকান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি গোষ্ঠীগুলোর অভিযোগ হচ্ছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে পোপ ইসরায়েলের আত্মরক্ষামূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করতে ব্যর্থ হয়েছেন।
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছিলেন ইয়েমেনের নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন তিনি। হলি সিতে ইসরায়েলি দূতাবাস কারমানের এই অভিযোগের বিরুদ্ধে আজ সোমবার ক্ষোভ প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি দূতাবাস বলেছে যে, পোপ ফ্রান্সিসের তৈরি করা ফ্রেটেলি তুত্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে গত শনিবার সন্ধ্যায় মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমানের করা মন্তব্য তাদের কাছে ধাক্কা হিসেবে এসেছে। এই মন্তব্য তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
আরব বসন্তে ভূমিকার জন্য ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তাওয়াক্কুল কারমান। গত শনিবার পোপ ফ্রান্সিস আয়োজিত এক অনুষ্ঠানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা এবং জাতিগত নির্মূলের সামনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব।’
গাজার কথা উল্লেখ করার পর কারমানের বক্তব্যকে করতালি দিয়ে অভিবাদন জানান শ্রোতারা। আর সেখানে শ্রোতাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী, রাজনীতিবিদ এবং গির্জার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পোপ নিজে উপস্থিত ছিলেন না।
কারমানের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি দূতাবাস কারমানের অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
পোস্টে ইসরায়েলি দূতাবাস আরও বলেছে, ‘সাইটটি স্পষ্টভাবেই ইহুদি বিরোধী বক্তব্য দিয়ে দূষিত। আমরা খেদ প্রকাশ করছি এই জন্য যে, এ রকম একটি বক্তব্য উচ্চারিত হলেও তা বন্ধ করার নৈতিক দায়িত্ব কেউ অনুভব করেনি।’
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভ্যাটিকান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি গোষ্ঠীগুলোর অভিযোগ হচ্ছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে পোপ ইসরায়েলের আত্মরক্ষামূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করতে ব্যর্থ হয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৪ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৮ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে