গাজার গণহত্যায় নোবেল বিজয়ী নিন্দা জানানোয় ইসরায়েলের ক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ মে ২০২৪, ২১: ০৫
Thumbnail image

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছিলেন ইয়েমেনের নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন তিনি। হলি সিতে ইসরায়েলি দূতাবাস কারমানের এই অভিযোগের বিরুদ্ধে আজ সোমবার ক্ষোভ প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ইসরায়েলি দূতাবাস বলেছে যে, পোপ ফ্রান্সিসের তৈরি করা ফ্রেটেলি তুত্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে গত শনিবার সন্ধ্যায় মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমানের করা মন্তব্য তাদের কাছে ধাক্কা হিসেবে এসেছে। এই মন্তব্য তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

আরব বসন্তে ভূমিকার জন্য ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তাওয়াক্কুল কারমান। গত শনিবার পোপ ফ্রান্সিস আয়োজিত এক অনুষ্ঠানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা এবং জাতিগত নির্মূলের সামনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব।’

গাজার কথা উল্লেখ করার পর কারমানের বক্তব্যকে করতালি দিয়ে অভিবাদন জানান শ্রোতারা। আর সেখানে শ্রোতাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী, রাজনীতিবিদ এবং গির্জার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পোপ নিজে উপস্থিত ছিলেন না।

কারমানের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি দূতাবাস কারমানের অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

পোস্টে ইসরায়েলি দূতাবাস আরও বলেছে, ‘সাইটটি স্পষ্টভাবেই ইহুদি বিরোধী বক্তব্য দিয়ে দূষিত। আমরা খেদ প্রকাশ করছি এই জন্য যে, এ রকম একটি বক্তব্য উচ্চারিত হলেও তা বন্ধ করার নৈতিক দায়িত্ব কেউ অনুভব করেনি।’

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভ্যাটিকান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি গোষ্ঠীগুলোর অভিযোগ হচ্ছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে পোপ ইসরায়েলের আত্মরক্ষামূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করতে ব্যর্থ হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত