অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব: শাহবাজ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ১২: ৩৩
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৩: ০৬

ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। লাহোরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে বন্দুক হামলা হয়। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান ও পিটিআইয়ের ১৪ জন নেতা-কর্মী। ইমরান খান এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন।

পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শাহবাজ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করছেন, তাতে তিনি বা অন্য দুজনের কেউই জড়িত নন।

শাহবাজ শরিফ বলেন, ‘আমি যদি এই হামলায় জড়িত থাকি, তাহলে আমার ক্ষমতায় থাকার অধিকার নেই। প্রমাণ দিতে পারলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব।’

ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের প্রতি ‘ফুলকোর্ট’ কমিশন গঠন করার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির প্রতি ফুলকোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি। ন্যায়বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করি।’

গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের গুজরানওয়ালায় ‘হাকিকি আজাদি’ লং মার্চে আততায়ীদের গুলিতে আহত হন ইমরান খান। এক পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এদিন বন্দুকধারীদের হামলায় পিটিআইয়ের এক কর্মীর মৃত্যুসহ আরও বেশ কয়েকজন আহত হন। ইমরান খান তাঁকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত