Ajker Patrika

পাকিস্তানে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা পুলিশের

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪: ২৪
পাকিস্তানে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা পুলিশের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোনে প্রবেশের দায়ে ৬ হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আলম-ই-মজলিশ তাহাফুজ-ই-নবুওয়াত নামের একটি সংগঠনের ব্যানারে গত রোববার রেড জোনে প্রবেশ করে তারা।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল বুধবার করা এই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।

এজাহারে বলা হয়, ঘটনার দিন বেলা সাড়ে ৩টার দিকে কাজী আবদুর রশিদের নেতৃত্বে তিন দিক থেকে আসা দুর্বৃত্তরা এক্সপ্রেস চকে জড়ো হতে থাকে। তাদের সংখ্যা ছিল ৫ থেকে ৬ হাজারের মতো। অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সেখানে জড়ো হয়। আতাতুর্ক অ্যাভিনিউ, জিন্নাহ অ্যাভিনিউ ও দূতাবাস রোড অবরোধের পাশাপাশি এক্সপ্রেস চকে তারা একটি মঞ্চও স্থাপন করে।

রাজধানীতে ১৪৪ ধারা জারির বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সতর্ক করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে রেড জোন এলাকায় বিক্ষোভের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল।

পুলিশ বলছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই বিক্ষোভকারীরা সেখানে জমায়েত হয়। তারা একটি মঞ্চ তৈরি করে এবং লাউড স্পিকার ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেয়। একপর্যায়ে তারা প্রধান বিচারপতির অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়। এ সময় সরকার ও বিচার বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

ঘটনার সূত্রপাত ‘ধর্ম অবমাননা’র দায়ে অভিযুক্ত আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়াকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের দাবি, ওই রায় দিয়ে প্রধান বিচারপতি নিজেই ধর্ম অবমাননা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত