Ajker Patrika

ইসরায়েলের প্রতি লৌহদৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলেন বাইডেন 

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১০: ১৮
ইসরায়েলের প্রতি লৌহদৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করলেন বাইডেন 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের লৌহদৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। গতকাল বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই সমর্থন ব্যক্ত করেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এমন এক সময়ে ইসরায়েলের প্রতি এই সমর্থন ব্যক্ত করলেন, যখন তেল আবিব নির্বিচারে গাজা ও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৪২ হাজার মানুষ নিহত ও প্রায় ৯৮ হাজার মানুষ আহত হয়েছে। 

চলতি বছরের আগস্ট মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেছিলেন বাইডেন। এরপর এই প্রথম দুই নেতা টেলিফোনে আলাপ করলেন। তাদের আলাপ প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসও এই টেলিফোন আলাপে যুক্ত ছিলেন। 

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে দেশটির প্রতি লৌহদৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া তিনি গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা করেছেন দ্ব্যর্থহীন ভাষায়।’ 

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে এই আলাপকে ‘সরাসরি’ ও ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, বাইডেন ও নেতানিয়াহু ইরানি হামলার প্রতিক্রিয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। তবে এ দুই নেতা কী কী বিষয়ে আলোচনা করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। 

এর আগে গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। সেই হামলায় ইসরায়েল কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও ইরান দাবি করেছে, তাদের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তেহরান সে সময় এ-ও দাবি করেছিল যে, গুপ্তহত্যার শিকার হামাসের প্রয়াত প্রধান ইসমাইল হানিয়া, ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। 

এরপর, আলোচনা শুরু হয় যে ইসরায়েল হয়তো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। কিন্তু বিষয়টিতে যুক্তরাষ্ট্রের সায় নেই। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানকে এই হামলার মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। 

এর আগে, বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কি না। জবাবে বাইডেন বলেছিলেন, ‘উত্তর হলো, না।’ পাশাপাশি বাইডেন জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানের তেল স্থাপনায় হামলা চালাতে চায় সেটাতেও সায় দেবে না যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত