গতবার জয়-পরাজয় নির্ধারণ করা জর্জিয়ায় এবার যে সমস্যা দেখা গেল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ২৩: ৩০
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। গতবারের নির্বাচনে আলোচিত অঙ্গরাজ্য জর্জিয়ায় এবার কিছু সমস্যা আঁচ করেছেন সেখানে অবস্থান করা আল-জাজিরার সাংবাদিক জন হ্যান্ড্রেন।

ঐতিহ্যগতভাবে জর্জিয়া একটি রিপাবলিকান রাজ্য হিসেবেই পরিচিত ছিল। ১৯৯২ সালে সেখানে বিল ক্লিনটনের পর আর কোনো ডেমোক্র্যাট জয়ী হননি। তবে দীর্ঘ বিরতির পর গত নির্বাচনে (২০২০ সাল) এই রাজ্যটিতে সবাইকে অবাক করে জয় ছিনিয়ে আনেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

রিপাবলিকানেরা মনে করে, জর্জিয়ায় জো বাইডেনের জয় ট্রাম্পকে গতবার প্রেসিডেন্ট হওয়া থেকে ছিটকে দিয়েছিল। বিশ্লেষকেরা মত দিয়েছেন, জর্জিয়ার প্রধান শহর আটলান্টা ও এর আশপাশে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণেই গতবার সেখানে ডেমোক্র্যাটরা যথেষ্ট ভালো করেছে। গতবার এই রাজ্যের ফলাফল উল্টে দিতেই অন্যায়ভাবে চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি সেক্রেটারি অব স্টেটকে ডেকে তাঁর পক্ষে ১২ হাজার ভোট যোগ করে দিতে বলেছিলেন।

তবে শেষ পর্যন্ত ট্রাম্পের চেষ্টা সফল হয়নি। পরবর্তীতে জর্জিয়ার ফুলটন কাউন্টিতে অভিযোগের মুখোমুখি করা হয় ট্রাম্পকে।

জর্জিয়া থেকে এবারের ভোটের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে আল-জাজিরা সাংবাদিক হ্যান্ড্রেন জানিয়েছেন, তিনি নিউ জর্জিয়া প্রকল্পের নির্বাচনী সদর দপ্তরে আছেন। সেখানে সাধারণ মানুষদের ভোটদানে আগ্রহী করে তুলতে একটি ‘গেট আউট দ্য ভোট গ্রুপ’ কাজ করছিল। পাশাপাশি এই গ্রুপটি ভোটারদের কেউ ভয় দেখাচ্ছে কি-না সেই বিষয়টিও পর্যবেক্ষণ করছে। আর এটি করতে গিয়ে তারা কিছু সমস্যা খুঁজে পেয়েছে। এই গ্রুপ দাবি করেছে, জর্জিয়ার কিছু ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তাদের কর্মীরা কিছু উদ্বেগজনক ছবিও তুলেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর হ্যান্ড্রেন জানিয়েছেন, বোমা হামলার আতঙ্কে ফুলটন কাউন্টি সহ আটলান্টার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত