যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিশেডস এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় ওই এলাকা থেকে ৩০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আগুনের কবলে পড়ে অনেক হলিউড তারকাও ঘরবাড়ি ছেড়েছেন।
বুধবার অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডসসহ অনেকে তাঁদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ঘরবাড়ি ছেড়ে যাওয়া মানুষদের গাড়িতে ভরে গেছে রাস্তাগুলো। কেউ কেউ তাঁদের গাড়ি ফেলে চলে গেছেন। কারণ, আগুন রাস্তার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, ‘লোকজন তাদের গাড়ি রাস্তায় ফেলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে। নিজেদের এবং প্রিয়জনদের নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিশেডস মূলত একটি উঁচু পাহাড়ি উপকূলীয় এলাকা। এই এলাকায় অসংখ্য হলিউড তারকার বাড়ি রয়েছে। দাবানল থেকে বাঁচতে এই এলাকার অসংখ্য মানুষ তাড়াহুড়োয় গাড়ি রাস্তায় ফেলে, হেঁটে কিংবা দৌড়ে নিরাপদ স্থানে গেছেন। এই এলাকা সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
হলিউড অভিনেতা মার্ক হ্যামিল একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।’
এই এলাকায় বাস করেন অ্যাডাম স্যান্ডলার, বেন অ্যাফ্লেক, টম হ্যাঙ্কস এবং স্টিভেন স্পিলবার্গের মতো তারকারাও।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৩ হাজারের বেশি বাড়ি আগুনের হুমকির মুখে রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়ির সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
দাবানল টেমেসকাল ক্যানিয়ন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হাইকিংয়ের জন্য এই এলাকা খুব জনপ্রিয়। শুধু তা-ই নয়, এই এলাকায় বহু মিলিয়ন ডলারের অনেক বাড়িঘর রয়েছে।
প্যালিশেডস চার্টার হাইস্কুলেও পৌঁছে গেছে দাবানল। স্থানটি অনেক হলিউড প্রোডাকশনের শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে।
হলিউড তারকা জেমস উডস তাঁর বাড়ির কাছে জ্বলন্ত আগুনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, আগুন পামগাছ এবং বাড়ির আশপাশের ল্যান্ডস্কেপিং এলাকা দিয়ে ছড়িয়ে পড়ছে। তিনি লিখেছেন, ‘ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছি, যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু একসঙ্গে হারানোর যন্ত্রণা সত্যিই গভীর।’
ম্যান্ডি মুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা নিরাপদে আছি। বাচ্চা, কুকুর ও বিড়ালদের নিয়ে চলে গেছি।’
জানা গেছে, দাবানলের কারণে দুটি হলিউড সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিশেডস এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় ওই এলাকা থেকে ৩০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আগুনের কবলে পড়ে অনেক হলিউড তারকাও ঘরবাড়ি ছেড়েছেন।
বুধবার অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডসসহ অনেকে তাঁদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ঘরবাড়ি ছেড়ে যাওয়া মানুষদের গাড়িতে ভরে গেছে রাস্তাগুলো। কেউ কেউ তাঁদের গাড়ি ফেলে চলে গেছেন। কারণ, আগুন রাস্তার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, ‘লোকজন তাদের গাড়ি রাস্তায় ফেলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে। নিজেদের এবং প্রিয়জনদের নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিশেডস মূলত একটি উঁচু পাহাড়ি উপকূলীয় এলাকা। এই এলাকায় অসংখ্য হলিউড তারকার বাড়ি রয়েছে। দাবানল থেকে বাঁচতে এই এলাকার অসংখ্য মানুষ তাড়াহুড়োয় গাড়ি রাস্তায় ফেলে, হেঁটে কিংবা দৌড়ে নিরাপদ স্থানে গেছেন। এই এলাকা সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
হলিউড অভিনেতা মার্ক হ্যামিল একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।’
এই এলাকায় বাস করেন অ্যাডাম স্যান্ডলার, বেন অ্যাফ্লেক, টম হ্যাঙ্কস এবং স্টিভেন স্পিলবার্গের মতো তারকারাও।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৩ হাজারের বেশি বাড়ি আগুনের হুমকির মুখে রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়ির সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
দাবানল টেমেসকাল ক্যানিয়ন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হাইকিংয়ের জন্য এই এলাকা খুব জনপ্রিয়। শুধু তা-ই নয়, এই এলাকায় বহু মিলিয়ন ডলারের অনেক বাড়িঘর রয়েছে।
প্যালিশেডস চার্টার হাইস্কুলেও পৌঁছে গেছে দাবানল। স্থানটি অনেক হলিউড প্রোডাকশনের শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে।
হলিউড তারকা জেমস উডস তাঁর বাড়ির কাছে জ্বলন্ত আগুনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, আগুন পামগাছ এবং বাড়ির আশপাশের ল্যান্ডস্কেপিং এলাকা দিয়ে ছড়িয়ে পড়ছে। তিনি লিখেছেন, ‘ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছি, যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু একসঙ্গে হারানোর যন্ত্রণা সত্যিই গভীর।’
ম্যান্ডি মুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা নিরাপদে আছি। বাচ্চা, কুকুর ও বিড়ালদের নিয়ে চলে গেছি।’
জানা গেছে, দাবানলের কারণে দুটি হলিউড সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে।
গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার ভারতীয়ের ‘আমেরিকান ড্রিম’ যেন ক্রমশ ফিকে হয়ে আসছে! মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মে মাসের ভিসা বুলেটিন ভারতীয়দের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে। কর্মসংস্থান-ভিত্তিক পঞ্চম অগ্রাধিকার (ইবি–৫) ভিসা শ্রেণিতে ভারতীয়দের জন্য দীর্ঘ...
৪ ঘণ্টা আগে২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
১৪ ঘণ্টা আগে