অনলাইন ডেস্ক
অবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান। এর মধ্য দিয়েই প্রমাণ হয়, ঝুঁকি নিতে মোটেও পিছপা হন না টাইসন। অতীতে তিনি একটি গরিলার সঙ্গে লড়তে চাওয়ারও দুঃসাহস দেখিয়েছিলেন।
এ বিষয়ে যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন এক পশুপ্রেমী হিসেবে সুখ্যাত। তাঁকে আমেরিকার সত্যিকারের ‘টাইগার কিং’ বলেও আখ্যা দেন অনেকে। কারণ বড় বড় বাঘও তাঁর সামনে বিড়ালের মতো পোষা প্রাণী হয়ে থাকতে দেখা গেছে বহুবার।
তবে বাঘের প্রতি ভালোবাসা থাকলেও বনের ভয়ংকর প্রাণী গরিলার প্রতি তাঁর ভালোবাসার কিছুটা খামতি রয়েছে সম্ভবত। কারণ একবার তিনি নিউইয়র্কের একটি চিড়িয়াখানার কর্মীকে ১০ হাজার ডলার প্রস্তাব করেছিলেন—সেই চিড়িয়াখানার একটি গরিলার সঙ্গে লড়াইয়ের সুযোগ করে দেওয়ার জন্য।
ঘটনাটি ঘটেছিল ৮০-এর দশকের শেষ দিকে। কয়েক বছর আগেই বক্সিংয়ে অভিষেক ঘটেছিল টাইসনের এবং পুরো পৃথিবী জুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল। তত দিনে মার্কিন মডেল ও অভিনেত্রী রবিন গিভেন্সকেও বিয়ে করেছিলেন তিনি।
সেই সময়টিতেই নিউইয়র্কের সেই চিড়িয়াখানার গরিলাটিরও দুর্নাম ছড়িয়ে পড়েছিল। চিড়িয়াখানায় থাকা অন্য গরিলারা তো বটেই, অন্যান্য পশুদেরও জ্বালাতন করতে শুরু করেছিল গরিলাটি। তাই গরিলাটিকে শায়েস্তা করার জন্য এর সঙ্গে লড়াইয়ের চিন্তা করেছিলেন টাইসন।
গরিলার সঙ্গে লড়তে চাওয়ার বিষয়ে দ্য সানকে একবার টাইসন জানিয়েছিলেন, নিউ ইয়র্কের সেই চিড়িয়াখানায় একবার শুধু স্ত্রী রবিনকে নিয়ে প্রবেশ করেছিলেন তিনি।
টাইসন বলেছিলেন, ‘আমরা যখন সেই গরিলার খাঁচার সামনে গেলাম তখন দেখতে পেলাম এটি অন্য গরিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে।’
দুষ্টু গরিলাটির সামনে অন্যগুলোর অসহায়ত্ব দেখে মোটেও ভালো লাগেনি টাইসনের। তাই চিড়িয়াখানার এক কর্মীকে তিনি ১০ হাজার ডলার সেধেছিলেন গরিলার খাঁচাটি খুলে দেওয়ার জন্য। তিনি ভেবেছিলেন, খাঁচার ভেতরে প্রবেশ করে ভয়ংকর সেই প্রাণীটির সঙ্গে লড়াই করে এটিকে শায়েস্তা করবেন। তবে টাইসনের সেই প্রস্তাব শেষ পর্যন্ত নাকচ করে দেন চিড়িয়াখানার সেই কর্মী।
উল্লেখ্য, সম্প্রতি জ্যাক পলের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছেন টাইসন। তবে বৃদ্ধ বয়সেও তিনি সবগুলো রাউন্ডে লড়াই করে ভক্তদের আবারও হতবাক করে দিয়েছেন। নেটফ্লিক্সের আয়োজনে এই লড়াইটি অনুষ্ঠিত হয়েছে টেক্সাসের আরলিংটনে। এই ম্যাচে ৭৩ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে একটি টিকিটও অবিক্রীত থাকেনি। পাশাপাশি সরাসরি সম্প্রচারের মাধ্যমে টেলিভিশনের পর্দায় এই ম্যাচটি দেখেছেন ৬ কোটিরও বেশি মানুষ।
অবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান। এর মধ্য দিয়েই প্রমাণ হয়, ঝুঁকি নিতে মোটেও পিছপা হন না টাইসন। অতীতে তিনি একটি গরিলার সঙ্গে লড়তে চাওয়ারও দুঃসাহস দেখিয়েছিলেন।
এ বিষয়ে যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন এক পশুপ্রেমী হিসেবে সুখ্যাত। তাঁকে আমেরিকার সত্যিকারের ‘টাইগার কিং’ বলেও আখ্যা দেন অনেকে। কারণ বড় বড় বাঘও তাঁর সামনে বিড়ালের মতো পোষা প্রাণী হয়ে থাকতে দেখা গেছে বহুবার।
তবে বাঘের প্রতি ভালোবাসা থাকলেও বনের ভয়ংকর প্রাণী গরিলার প্রতি তাঁর ভালোবাসার কিছুটা খামতি রয়েছে সম্ভবত। কারণ একবার তিনি নিউইয়র্কের একটি চিড়িয়াখানার কর্মীকে ১০ হাজার ডলার প্রস্তাব করেছিলেন—সেই চিড়িয়াখানার একটি গরিলার সঙ্গে লড়াইয়ের সুযোগ করে দেওয়ার জন্য।
ঘটনাটি ঘটেছিল ৮০-এর দশকের শেষ দিকে। কয়েক বছর আগেই বক্সিংয়ে অভিষেক ঘটেছিল টাইসনের এবং পুরো পৃথিবী জুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল। তত দিনে মার্কিন মডেল ও অভিনেত্রী রবিন গিভেন্সকেও বিয়ে করেছিলেন তিনি।
সেই সময়টিতেই নিউইয়র্কের সেই চিড়িয়াখানার গরিলাটিরও দুর্নাম ছড়িয়ে পড়েছিল। চিড়িয়াখানায় থাকা অন্য গরিলারা তো বটেই, অন্যান্য পশুদেরও জ্বালাতন করতে শুরু করেছিল গরিলাটি। তাই গরিলাটিকে শায়েস্তা করার জন্য এর সঙ্গে লড়াইয়ের চিন্তা করেছিলেন টাইসন।
গরিলার সঙ্গে লড়তে চাওয়ার বিষয়ে দ্য সানকে একবার টাইসন জানিয়েছিলেন, নিউ ইয়র্কের সেই চিড়িয়াখানায় একবার শুধু স্ত্রী রবিনকে নিয়ে প্রবেশ করেছিলেন তিনি।
টাইসন বলেছিলেন, ‘আমরা যখন সেই গরিলার খাঁচার সামনে গেলাম তখন দেখতে পেলাম এটি অন্য গরিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে।’
দুষ্টু গরিলাটির সামনে অন্যগুলোর অসহায়ত্ব দেখে মোটেও ভালো লাগেনি টাইসনের। তাই চিড়িয়াখানার এক কর্মীকে তিনি ১০ হাজার ডলার সেধেছিলেন গরিলার খাঁচাটি খুলে দেওয়ার জন্য। তিনি ভেবেছিলেন, খাঁচার ভেতরে প্রবেশ করে ভয়ংকর সেই প্রাণীটির সঙ্গে লড়াই করে এটিকে শায়েস্তা করবেন। তবে টাইসনের সেই প্রস্তাব শেষ পর্যন্ত নাকচ করে দেন চিড়িয়াখানার সেই কর্মী।
উল্লেখ্য, সম্প্রতি জ্যাক পলের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছেন টাইসন। তবে বৃদ্ধ বয়সেও তিনি সবগুলো রাউন্ডে লড়াই করে ভক্তদের আবারও হতবাক করে দিয়েছেন। নেটফ্লিক্সের আয়োজনে এই লড়াইটি অনুষ্ঠিত হয়েছে টেক্সাসের আরলিংটনে। এই ম্যাচে ৭৩ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে একটি টিকিটও অবিক্রীত থাকেনি। পাশাপাশি সরাসরি সম্প্রচারের মাধ্যমে টেলিভিশনের পর্দায় এই ম্যাচটি দেখেছেন ৬ কোটিরও বেশি মানুষ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে