বিবিসির অনুসন্ধান: দেহরক্ষীর হাতেই খুন হন পৃথিবীর শীর্ষ ক্রিপ্টো রানি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুন ২০২৪, ২২: ৩৩
Thumbnail image

১০ বছর আগে ‘ওয়ান কয়েন’ নামে ক্রিপ্টো কারেন্সি জালিয়াতির ঘটনায় আলোচনায় আসেন ড. রুজা ইগনাতোভা। বুলগেরিয়ায় জন্ম নেওয়া এই জার্মান উদ্যোক্তাকে বিশ্বাস করে বিশ্বের লাখ লাখ মানুষ জীবনের সঞ্চয় গচ্ছিত রেখেছিল। কিন্তু ২০১৭ সালে বুলগেরিয়ার সোফিয়া থেকে একটি বিমানে চড়ে অদৃশ্য হয়ে যান ইগনাতোভা। এর পর থেকে কোনো খোঁজ ছিল না। ইগনাতোভার ক্রিপ্টো কারেন্সির নাম ছিল ‘ওয়ান কয়েন’।

এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭৫টি দেশের অসংখ্য মানুষের গচ্ছিত ৪০০ কোটি ডলার নিয়ে উধাও হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছে মোস্ট ওয়ান্টেড ছিলেন ইগনাতোভা। 

এ অবস্থায় ইগনাতোভার ভাগ্যে কী ঘটেছিল—সেই উত্তর খুঁজতে একটি অনুসন্ধান চালিয়েছিল বিবিসি। এক বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধানের পর বিবিসি জানতে পেরেছে, বুলগেরিয়ার একটি মাফিয়া সংগঠনের প্রধান হিস্তোফোরস নিকোস আমানতিদিসের সঙ্গে ইগনাতোভার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হিস্তোফোরস ‘তাকি’ নামেই বেশি পরিচিত। 

এফবিআইয়ের পাশাপাশি মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার পক্ষে ‘ওয়ান কয়েন’ নিয়ে তদন্ত করছিলেন রিচার্ড রেইনহার্ড। মাফিয়া নেতার সঙ্গে ইগনাতোভার সম্পর্কের বিষয়ে তিনি বিবিসিকে বলেন, ‘আমরা জানতে পেরেছিলাম, একসময় ক্ষমতাধর এক মাদক কারবারি ইগনাতোভার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।’ 

বর্তমানে অবসরে থাকা সরকারি সেই কর্মকর্তা জানিয়েছেন, ইগনাতোভা তাঁর দেহরক্ষী তাকিকে নিয়ে বুলগেরিয়ার বিমানে চড়ে গ্রিসের এথেন্সে গিয়েছিলেন। সেখান থেকে পরে দেহরক্ষী ফিরে এলেও ইগনাতোভা ফেরেননি। 

একজন সহকারী অ্যাটর্নি বিবিসিকে বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে, বুলগেরিয়ার সর্বকালের সবচেয়ে বড় মাদক পাচারকারী ওয়ান কয়েনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। রুজা ইগনাতোভার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে তিনি কাজ করেছিলেন।’ 

তাকি বুলগেরিয়ায় একটি আলোচিত নাম। অনেকটা মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপো কিংবা কলম্বিয়ার মাফিয়া বস পাবলো এসকোবারের মতো। বুলগেরিয়ার সংঘটিত অপরাধ চক্রের প্রধান এবং একজন মাদক চোরাচালানকারী হিসেবে তাকিকে সন্দেহ করা হয়। 

বিবিসির হাতে আসা নথি অনুযায়ী, মাদকের অর্থ পাচারের জন্য তাকি ওয়ান কয়েনের নেটওয়ার্ক ব্যবহার করছিলেন বলে সন্দেহ করে পুলিশ। 

তাকির সম্পর্কে বুলগেরিয়ার সাবেক উপমন্ত্রী ইভান রিস্তানভ বলেন, ‘তাকি হলেন প্রেতাত্মা। আপনি তাঁকে কখনোই দেখতে পাবেন না। আপনি কেবল তাঁর সম্পর্কে শুনতে পাবেন। তিনি আপনার সঙ্গে অন্য লোকদের মাধ্যমে যোগাযোগ করবেন। যদি তাঁর নির্দেশ অমান্য করেন, তবে আপনি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবেন। তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি তদন্ত এবং বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে ইগনাতোভাকে রক্ষা করতে পারতেন।’ 

দুর্ধর্ষ মাফিয়া তাকি এখন দুবাইতে থাকেন বলে ধারণা করা হয়। বুলগেরিয়ার অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, ইগনাতোভা নিজের সুরক্ষার জন্য তাকিকে প্রতি মাসে এক লাখ ইউরো দিতেন। কিন্তু শেষ পর্যন্ত ইগনাতোভার রক্ষক হয়তো আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। 

বুলগেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক দিমিতার স্তোয়ানভের ২০২২ সালের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, নিখোঁজ হওয়ার এক বছর পর ইগনাতোভাকে হত্যা করা হয়। 

বুলগেরিয়ার সেই সাংবাদিক একটি পুলিশ প্রতিবেদনের উল্লেখ করেছিলেন, যেখানে তাকির শ্যালক মাতাল অবস্থায় শুনেছিলেন, ২০১৮ সালের শেষের দিকে তাকির নির্দেশে ইগনাতোভাকে খুন করা হয়। পরে তাঁর দেহটি টুকরো টুকরো করে একটি প্রমোদতরি থেকে আইওনিয়ান সাগরে ফেলে দেওয়া হয়েছিল। 

তাকির সঙ্গে অতীতে কাজ করেছেন এমন কিছু সহযোগী দাবি করেছেন, ইগনাতোভা নিখোঁজ হওয়ার পর তাঁর বেশ কয়েকটি সম্পত্তি এখন তাকির সঙ্গে সম্পৃক্ত লোকেরা ভোগ করছেন। 

ইগনাতোভাকে হত্যা করা হয়েছে—এমন দাবিতে তাকিকে কখনো গ্রেপ্তার করা হয়নি। ইগনাতোভার মৃতদেহেরও কোনো খোঁজ মেলেনি। তদন্তকারীরা বলছেন, তাকির বিচার করার জন্য তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ নেই।

তবে অনেকে আবার এটাও দাবি করেন, ইগনাতোভা আসলে বেঁচে আছেন। মূলত তাঁর ওপর থেকে তদন্ত সংস্থাগুলোর দৃষ্টি সরাতেই মৃত্যুর খবর ছড়ানোর কৌশল অবলম্বন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত