মুখোশধারীদের হামলা–সংঘর্ষ, যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে রাতে আরও যা যা ঘটল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ১৮: ১৪

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে ইসরায়েলপন্থীরা। গতকাল মঙ্গলবার রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের ওপর হামলা করে। এ সময় সহিংস পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামলাতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শত শত ইসরায়েলপন্থী আক্রমণকারী ইউসিএলএ–তে বিক্ষোভকারী ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের একটি ক্যাম্পে হামলা চালায়। আক্রমণকারীরা অস্থায়ী ব্যারিকেড ভেদ করার চেষ্টা করার সময় ক্যাম্পে আতশবাজি ও ককটেল ছোড়ে। হামলাকরীদের মধ্যে অনেকের মুখোশ পরা ছিল। 

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ধাতব ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে। অন্ধকারে একে অপরের দিকে আতশবাজি বা কিছু বিস্ফোরক বস্তু নিক্ষেপ করতে দেখা গেছে। পিপার স্প্রে ব্যবহার করেছে হামলাকারীরা। বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কেউই গুরুতর আহত নন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন, পুলিশ ক্যাম্পাসে পৌঁছেছে। তিনি এই সহিংসতাকে ‘অত্যন্ত ঘৃণ্য এবং অমার্জনীয়’ বলে অভিহিত করেছেন। 

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, হামলাকারীরা কোন মোটিফ থেকে এটি করেছে সেটি এখনো স্পষ্ট নয়। অনেকের বয়স দেখে শিক্ষার্থী বলে মনে হচ্ছে না। তারা বহিরাগত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিক্ষোভকারীরা কর্মসূচি বন্ধ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। 

অন্য ক্যাম্পাসগুলোর মধ্যে নিউইয়র্ক সিটি পুলিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেছে একাধিক বিক্ষোভকারীকে হেফাজতে নিয়েছে। 

ইসরায়েলি হামলায় নিহত ছয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের নামে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করেছেন বিক্ষোভকারীরা। ওই শিশুকন্যা গত ২৯ জানুয়ারি গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়। 

টাম্পার ইউনিভার্সিটি অব সাউদার্ন ফ্লোরিডাতে গাজার প্রতি সংহতি শিবির স্থাপনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে এবং দুইজনকে আটক করেছে। 

নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ভবন দখলকারী ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। 

রোড আইল্যান্ডের প্রোভিডেন্সের ব্রাউন ইউনিভার্সিটিতে কর্তৃপক্ষ গাজায় ইসরায়েলের যুদ্ধের সঙ্গে যুক্ত সংস্থাগুলো থেকে তহবিল না নেওয়ার বিষয়ে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভ স্থগিত করেছেন শিক্ষার্থীরা। 

পুলিশ বিক্ষোভকারীদের দখলে থাকা একটি ভবন এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান বিক্ষোভ শিবির থেকে সবাইকে সরিয়ে দিয়েছে। কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। 

নিউ অরলিন্স, লুইজিয়ানার টুলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে, ক্যাম্পাসে বিক্ষোভের কারণে নির্দিষ্ট ভবনগুলোতে নির্ধারিত কিছু ক্লাস অনলাইনে পরিচালিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ছয়জনকে আটক করা হয়েছে এবং বেআইনি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সাতজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আরেকজনকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত