প্রথম বিতর্কে নড়বড়ে বাইডেন, ডেমোক্র্যাট শিবিরে হতাশা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ জুন ২০২৪, ১৮: ১১
Thumbnail image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৯০ মিনিটের এই বিতর্কে বাইডেনের পারফরম্যান্সে খোদ ডেমোক্র্যাটরাই হতাশা প্রকাশ করেছেন। এই সুযোগে মিথ্যার ফুলঝুরিতে একতরফা কথা বলে গেছেন ট্রাম্প। 

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাইডেনের হতাশাজনক পারফরম্যান্সে ডেমোক্র্যাটরা উদ্বিগ্ন। তবে এমন পরিস্থিতিতেও বাইডেনের পক্ষে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘কিছুটা ধীরগতিতে শুরু হলেও, শেষটা দুর্দান্ত ছিল।’ 

অর্থনীতি, বৈদেশিক নীতিসহ নানা বিষয়ে বাইডেনকে প্রশ্ন করেন ট্রাম্প। বাইডেনের হাতিয়ার ছিল, ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গর্ভপাত, ট্যাক্স—এসব বিষয়ে মিথ্যার পুনরাবৃত্তি করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনের ফলাফল গ্রহণ করবেন কি না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ট্রাম্প।

এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রথম বিতর্কের পর ট্রাম্প সমর্থকেরা বেশ উৎফুল্ল ছিলেন। অন্যদিকে ডেমোক্র‍্যাট শিবিরে ছিল হতাশা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত