মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের সহায়তা বিল পাস

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১০: ২২
Thumbnail image

রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। কয়েক মাস বিলম্বের পর এই বিল পাস করে মার্কিন কংগ্রেস। বিবিসির খবরে এমনটাই বলা হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই অনুদান দেওয়া শুরু হতে পারে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিদলীয় ভোটে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান ইউক্রেনকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১১২ জন রিপাবলিকান। পক্ষে মোট ভোট পড়েছে ৩১১ এবং বিপক্ষে ১১২। 

কৃতজ্ঞতা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘গণতন্ত্র ও স্বাধীনতা সর্বদা বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণ থাকবে এবং যতক্ষণ আমেরিকা এটিকে রক্ষা করতে সহায়তা করবে, ততক্ষণ এটি কখনোই ব্যর্থ হবে না।’ 

জেলেনস্কি বলেন, এই সাহায্য যুদ্ধকে সম্প্রসারণ থেকে রক্ষা করবে এবং হাজার হাজার জীবন বাঁচাবে। 

সহায়তা বিল পাসের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, এই সহায়তা আমেরিকাকে সমৃদ্ধ করবে তবে ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং এর ফলে আরও বেশি ইউক্রেনীয়দের মৃত্যু হবে।’ 

এর আগে, গতকাল শনিবার মার্কিন কংগ্রেসে অধিবেশনের নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে ভোটাভুটি শুরু হয়। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই সমর্থকেরা ইউক্রেনের পতাকা নেড়ে উল্লাস ও হাততালি দিতে শুরু করে। এতে স্পষ্ট হয়ে যায় যে, ইউক্রেনের সহায়তা প্যাকেজ অবশেষে অনুমোদিত হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর হাউস করতালিতে ফেটে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত