অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের পক্ষে প্রবন্ধ লিখে বহিষ্কার হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ভারতীয় বংশোদ্ভূত এক পিএইচডি শিক্ষার্থী। এমনকি তাঁর পাঁচ বছরের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন গ্র্যাজুয়েট রিসার্চ ফেলোশিপও বাতিল করা হয়েছে।
ফিলিস্তিন নিয়ে প্রবন্ধ লিখে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছেন—এমন অভিযোগে প্রহ্লাদ আয়াঙ্গার নামে ওই শিক্ষার্থীর এমআইটিতে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এমআইটির পক্ষ থেকে বলা হয়েছে, আয়াঙ্গারের লেখাটিতে ক্যাম্পাসে সহিংস বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত হয় রিটেন রেভল্যুশন নামে একটি ম্যাগাজিন। ওই ম্যাগাজিনে ফিলিস্তিন আন্দোলনের ওপর নিবন্ধ প্রকাশ করা হয়। সেখানে আয়াঙ্গারের ‘অন প্যাসিফিজম’ শীর্ষ প্রবন্ধ প্রকাশিত হয়। এখন ম্যাগাজিনটিকেও নিষিদ্ধ করা হয়েছে।
দ্য কমিউন ম্যাগাজিনের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আয়াঙ্গারের লেখাটি সরাসরি সহিংস প্রতিরোধের আহ্বান জানায়নি। প্রবন্ধে বলা হয়, ‘ফিলিস্তিনের জন্য প্যাসিফিস্ট অর্থাৎ শান্তি, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধান সবচেয়ে ভালো উপায় না-ও হতে পারে।’
প্রবন্ধটিতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিনের (পিএফএলপি) একটি লোগো ছিল। এই সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অনুসারে একটি ‘সন্ত্রাসী সংগঠন’। তবে আয়াঙ্গারের দাবি, প্রবন্ধে ব্যবহৃত ছবিগুলো তাঁর দেওয়া নয়। অথচ এসব ছবির কারণে তাঁকে ‘সন্ত্রাসের অভিযোগে’ অভিযুক্ত করা হচ্ছে।
আয়াঙ্গারের বরাতে তাঁর আইনজীবী এরিক লি এক্সে দেওয়া এক পোস্টে জানান, আয়াঙ্গারকে ‘সন্ত্রাসবাদ’ সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে প্রবন্ধটির সংস্করণে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশনের পোস্টারের ছবি এবং সহিংস চিত্রের কারণে।
ডিন অব স্টুডেন্ট লাইফ ডেভিড ওয়ারেন র্যান্ডাল ম্যাগাজিনের সম্পাদকদের কাছে ই-মেইলে লিখেছেন, প্রবন্ধটিতে এমন ভাষা রয়েছে, যা ক্যাম্পাসে সহিংস বা ধ্বংসাত্মক প্রতিবাদের জন্য আহ্বানস্বরূপ।
আয়াঙ্গার এমআইটির সিদ্ধান্তকে অস্বাভাবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এমআইটির এই সিদ্ধান্ত বুঝিয়ে দেয়, মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মত প্রকাশের স্বাধীনতার কতটা অভাব রয়েছে।
আয়াঙ্গার এক বিবৃতির মাধ্যমে বলেন, এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে এমআইটির সবার অবস্থান নেওয়া উচিত। একটি প্রবন্ধের কারণে আমাকে বহিষ্কার করা, রিটেন রেভল্যুশনকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের ওপর নজিরবিহীন আঘাত।
বোস্টনের রেডিও চ্যানেল ডব্লিউবিইউআরকে আয়াঙ্গার বলেন, ম্যাগাজিনটির লক্ষ্য ছিল আমাদের কথা প্রকাশ করা। আমরা কী করছি, কেন আমরা এটি করছি এবং ক্যাম্পাসে কী ঘটছে, সেটি তুলে ধরা।
এমআইটির এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে এমআইটি কোয়ালিশন অ্যাগেইনস্ট অ্যাপার্টাইড। তারা জানায়, প্রহ্লাদ আয়াঙ্গার চ্যান্সেলরের কাছে আবেদন করছেন, যাতে তাঁর বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞাগুলো কমানো হয়।
এমআইটি প্রশাসন যাতে শিক্ষার্থীদের অপরাধী হিসেবে বিবেচনা করা বন্ধ করে, এ জন্য তাঁদের ওপর চাপ প্রয়োগের জন্য প্রচার শুরু করেছে সংগঠনটি। তাঁরা এক বিবৃতিতে বলেন, আমরা সব সংগঠন এবং সচেতন প্রতিষ্ঠানকে আহ্বান জানাই, তারা যেন এমআইটির দমননীতির বিরুদ্ধে দাঁড়ায়।
দ্য বোস্টন গ্লোবের সঙ্গে এমআইটি গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সোফি কোপ্পিয়েটারস টি ওয়ালান্ট বলেন, ‘এমআইটি শিক্ষার্থীদের জীবিকা ও ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলছে। কারণ শিক্ষার্থীরা যা বলছে এবং যার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তার সঙ্গে এমআইটি একমত নয়, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
আয়াঙ্গার এমআইটির বিদ্যুৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি করছেন। গত বছরও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
ফিলিস্তিনের পক্ষে প্রবন্ধ লিখে বহিষ্কার হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ভারতীয় বংশোদ্ভূত এক পিএইচডি শিক্ষার্থী। এমনকি তাঁর পাঁচ বছরের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন গ্র্যাজুয়েট রিসার্চ ফেলোশিপও বাতিল করা হয়েছে।
ফিলিস্তিন নিয়ে প্রবন্ধ লিখে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছেন—এমন অভিযোগে প্রহ্লাদ আয়াঙ্গার নামে ওই শিক্ষার্থীর এমআইটিতে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এমআইটির পক্ষ থেকে বলা হয়েছে, আয়াঙ্গারের লেখাটিতে ক্যাম্পাসে সহিংস বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত হয় রিটেন রেভল্যুশন নামে একটি ম্যাগাজিন। ওই ম্যাগাজিনে ফিলিস্তিন আন্দোলনের ওপর নিবন্ধ প্রকাশ করা হয়। সেখানে আয়াঙ্গারের ‘অন প্যাসিফিজম’ শীর্ষ প্রবন্ধ প্রকাশিত হয়। এখন ম্যাগাজিনটিকেও নিষিদ্ধ করা হয়েছে।
দ্য কমিউন ম্যাগাজিনের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আয়াঙ্গারের লেখাটি সরাসরি সহিংস প্রতিরোধের আহ্বান জানায়নি। প্রবন্ধে বলা হয়, ‘ফিলিস্তিনের জন্য প্যাসিফিস্ট অর্থাৎ শান্তি, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধান সবচেয়ে ভালো উপায় না-ও হতে পারে।’
প্রবন্ধটিতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিনের (পিএফএলপি) একটি লোগো ছিল। এই সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অনুসারে একটি ‘সন্ত্রাসী সংগঠন’। তবে আয়াঙ্গারের দাবি, প্রবন্ধে ব্যবহৃত ছবিগুলো তাঁর দেওয়া নয়। অথচ এসব ছবির কারণে তাঁকে ‘সন্ত্রাসের অভিযোগে’ অভিযুক্ত করা হচ্ছে।
আয়াঙ্গারের বরাতে তাঁর আইনজীবী এরিক লি এক্সে দেওয়া এক পোস্টে জানান, আয়াঙ্গারকে ‘সন্ত্রাসবাদ’ সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে প্রবন্ধটির সংস্করণে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশনের পোস্টারের ছবি এবং সহিংস চিত্রের কারণে।
ডিন অব স্টুডেন্ট লাইফ ডেভিড ওয়ারেন র্যান্ডাল ম্যাগাজিনের সম্পাদকদের কাছে ই-মেইলে লিখেছেন, প্রবন্ধটিতে এমন ভাষা রয়েছে, যা ক্যাম্পাসে সহিংস বা ধ্বংসাত্মক প্রতিবাদের জন্য আহ্বানস্বরূপ।
আয়াঙ্গার এমআইটির সিদ্ধান্তকে অস্বাভাবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এমআইটির এই সিদ্ধান্ত বুঝিয়ে দেয়, মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মত প্রকাশের স্বাধীনতার কতটা অভাব রয়েছে।
আয়াঙ্গার এক বিবৃতির মাধ্যমে বলেন, এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে এমআইটির সবার অবস্থান নেওয়া উচিত। একটি প্রবন্ধের কারণে আমাকে বহিষ্কার করা, রিটেন রেভল্যুশনকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের ওপর নজিরবিহীন আঘাত।
বোস্টনের রেডিও চ্যানেল ডব্লিউবিইউআরকে আয়াঙ্গার বলেন, ম্যাগাজিনটির লক্ষ্য ছিল আমাদের কথা প্রকাশ করা। আমরা কী করছি, কেন আমরা এটি করছি এবং ক্যাম্পাসে কী ঘটছে, সেটি তুলে ধরা।
এমআইটির এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে এমআইটি কোয়ালিশন অ্যাগেইনস্ট অ্যাপার্টাইড। তারা জানায়, প্রহ্লাদ আয়াঙ্গার চ্যান্সেলরের কাছে আবেদন করছেন, যাতে তাঁর বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞাগুলো কমানো হয়।
এমআইটি প্রশাসন যাতে শিক্ষার্থীদের অপরাধী হিসেবে বিবেচনা করা বন্ধ করে, এ জন্য তাঁদের ওপর চাপ প্রয়োগের জন্য প্রচার শুরু করেছে সংগঠনটি। তাঁরা এক বিবৃতিতে বলেন, আমরা সব সংগঠন এবং সচেতন প্রতিষ্ঠানকে আহ্বান জানাই, তারা যেন এমআইটির দমননীতির বিরুদ্ধে দাঁড়ায়।
দ্য বোস্টন গ্লোবের সঙ্গে এমআইটি গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সোফি কোপ্পিয়েটারস টি ওয়ালান্ট বলেন, ‘এমআইটি শিক্ষার্থীদের জীবিকা ও ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলছে। কারণ শিক্ষার্থীরা যা বলছে এবং যার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তার সঙ্গে এমআইটি একমত নয়, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
আয়াঙ্গার এমআইটির বিদ্যুৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে পিএইচডি করছেন। গত বছরও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছিল।
জার্মানির ম্যাগডেবার্গের এক ব্যস্ত ক্রিসমাস বাজারে গাড়িচাপার ঘটনায় নিহত বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। এই ঘটনায় গাড়িচালককে শনাক্ত করা হয়েছে। তিনি ৫০ বছর বয়সী সৌদি আরবের নাগরিককে। এক দশকেরও বেশি সময় ধরে জার্মানিতে বাস করা এই
১৩ মিনিট আগেভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের খুঁজছে পুলিশ। দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজে বের করতে এবং তাদের তথ্য সংগ্রহের জন্য থানাগুলোতে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে
২৪ মিনিট আগেমিয়ানমারের জান্তাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় হেডকোয়ার্টার দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি গতকাল শনিবার ঘোষণা করেছে, তারা আরাকান রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে ৩১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আন টাউনশিপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে শুক্রবার কেন্দ্রীয় আরাকানে জান্ত
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি দেওয়ার জন্য ৩৪ জনের তালিকা হামাসকে দিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, এই বন্দীদের অবশ্যই মুক্তি দিতে হবে। তবে হামাস জানিয়েছে, এই তালিকায় থাকা ১১ জন তাদের শর্ত পূরণ করে না। গতকাল শনিবার রাতে মিসরের সম্প্রচারমাধ্যম আল-ঘাদ দেশটির সরকারি সূত্র উদ্ধৃত করে এই বিষয়টি জানিয়েছে। একই স
২ ঘণ্টা আগে