Ajker Patrika

প্রেসিডেন্ট হয়েও নির্বাচনের ফল পাল্টাতে ‘অপরাধের আশ্রয়’ নেন ট্রাম্প: কৌঁসুলি

অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট হয়েও নির্বাচনের ফল পাল্টাতে ‘অপরাধের আশ্রয়’ নেন ট্রাম্প: কৌঁসুলি

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে ‘ব্যক্তিগত অপরাধের আশ্রয়’ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই অভিযোগ তুলেছেন এ সংক্রান্ত মামলা সংক্রান্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জ্যাক স্মিথ। এ বিষয়ে একটি প্রতিবেদনও আদালতে জমা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কৌঁসুলি জ্যাক স্মিত প্রতিবেদনে বলেছেন, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দিতে ব্যক্তিগত অপরাধের আশ্রয় নিয়েছিলেন এবং এ কারণে তিনি এই অভিযোগ থেকে দায়মুক্তি পেতে পারেন না। স্থানীয় সময় গতকাল বুধবার এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় এই কাজ করায় আইন অনুসারে দায়মুক্তি পাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে ট্রাম্পের ইমিউনিটি বা ‘অন্যাক্রম্যতা’ বা এক ধরনের দায়মুক্তির বিষয়টি নিশ্চিত করা নির্দেশ দেন। কিন্তু সম্প্রতি আদালতে দাখিল করা নথিতে এই আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। 

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই মামলায় বিচার কোনো সম্ভাবনা নেই। আর তাই ১৬৫ পৃষ্ঠার এই প্রতিবেদন সম্ভবত এই মামলাকে নতুন রূপ দেওয়ার শেষ সুযোগ। এই নির্বাচনে সাবেক এই প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিপরীতে লড়ছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

জ্যাক স্মিথ তাঁর প্রতিবেদনে বলেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প সব সময় তাঁর ‘অফিশিয়াল সক্ষমতার’ মধ্যে থেকে কাজ করেনি বরং তিনি সেই সীমা পেরিয়ে নির্বাচনের ফল পাল্টে দিতে ‘ব্যক্তিগত অপরাধমূলক কাজের চেষ্টা’ করেছেন। এই প্রতিবেদন মূলত নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়া সংক্রান্ত মামলাকে এগিয়ে নেওয়ারই একটি প্রচেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত