যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের পর এবার লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি নজরদারি বেলুন উড়তে দেখা গেছে বলে দাবি করেছে পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনের কর্মকর্তারা এ দাবি করেছেন। তবে লাতিন আমেরিকার ঠিক কোথায় বেলুনটি দেখা গেছে, তা তাঁরা সুনির্দিষ্টভাবে বলেননি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন ওড়ার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ের সফর বাতিল করেছেন। আগামীকাল রোববার থেকে তাঁর দুই দিনের চীন সফরের কথা ছিল।
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, ‘প্রথম বেলুনটি এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের আকাশ অতিক্রম করে পূর্ব দিকে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এটিকে গুলি করা হচ্ছে না। তবে আজ (শুক্রবার) আমরা আরেকটি বেলুন লাতিন আমেরিকার আকাশে উড়তে দেখেছি। ধারণা করা হচ্ছে, এটিও চীনা নজরদারি বেলুন।’
তবে লাতিন আমেরিকার ঠিক কোথায় বেলুনটি উড়ছে, তা সুনির্দিষ্টভাবে বলেননি প্যাট রাইডার।
এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুনকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাঁর চীন সফর বাতিল করেছেন, তখন চীনের পক্ষ থেকে গতকাল দাবি করা হয়েছে, এটি ‘আবহাওয়া পর্যবেক্ষণ’ বেলুন। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই উড়োজাহাজের গতি সীমিত। এটি ‘মনুষ্যহীন বেসামরিক বিমানযান’। বাতাসের কারণে পরিকল্পিত রুট থেকে বিচ্যুত হয়ে পড়েছে। প্রধানত আবহাওয়াসংক্রান্ত উদ্দেশ্যে ও গবেষণায় এটি ব্যবহার করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য চীন অনুতপ্ত।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি চীনের কৌশলী নজরদারি বেলুন।
এ ঘটনার পর চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি ওয়াং ইয়েকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুনের উপস্থিতি মার্কিন সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি নিঃসন্দেহে একটি কাণ্ডজ্ঞানহীন কাজ।
যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের পর এবার লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি নজরদারি বেলুন উড়তে দেখা গেছে বলে দাবি করেছে পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার পেন্টাগনের কর্মকর্তারা এ দাবি করেছেন। তবে লাতিন আমেরিকার ঠিক কোথায় বেলুনটি দেখা গেছে, তা তাঁরা সুনির্দিষ্টভাবে বলেননি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন ওড়ার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ের সফর বাতিল করেছেন। আগামীকাল রোববার থেকে তাঁর দুই দিনের চীন সফরের কথা ছিল।
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, ‘প্রথম বেলুনটি এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের আকাশ অতিক্রম করে পূর্ব দিকে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এটিকে গুলি করা হচ্ছে না। তবে আজ (শুক্রবার) আমরা আরেকটি বেলুন লাতিন আমেরিকার আকাশে উড়তে দেখেছি। ধারণা করা হচ্ছে, এটিও চীনা নজরদারি বেলুন।’
তবে লাতিন আমেরিকার ঠিক কোথায় বেলুনটি উড়ছে, তা সুনির্দিষ্টভাবে বলেননি প্যাট রাইডার।
এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুনকে ঘিরে যখন আলোচনা তুঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাঁর চীন সফর বাতিল করেছেন, তখন চীনের পক্ষ থেকে গতকাল দাবি করা হয়েছে, এটি ‘আবহাওয়া পর্যবেক্ষণ’ বেলুন। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই উড়োজাহাজের গতি সীমিত। এটি ‘মনুষ্যহীন বেসামরিক বিমানযান’। বাতাসের কারণে পরিকল্পিত রুট থেকে বিচ্যুত হয়ে পড়েছে। প্রধানত আবহাওয়াসংক্রান্ত উদ্দেশ্যে ও গবেষণায় এটি ব্যবহার করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনিচ্ছাকৃত প্রবেশের জন্য চীন অনুতপ্ত।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি চীনের কৌশলী নজরদারি বেলুন।
এ ঘটনার পর চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি ওয়াং ইয়েকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুনের উপস্থিতি মার্কিন সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি নিঃসন্দেহে একটি কাণ্ডজ্ঞানহীন কাজ।
ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিবিসি জানিয়েছে, হামাসের কাছ থেকে ফেরত পাওয়া চারটি মৃতদেহের মধ্যে একটির পরিচয় নিয়ে ইসরায়েল দাবি করেছে—এটি গাজায় আটক কোনো জিম্মির দেহ নয়।
৩৩ মিনিট আগেপ্রায় চার দিনের সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। আজ বুধবার পাকিস্তান সময় সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
১ ঘণ্টা আগেবিজেপির টিকিটে আলিনগর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোদিভক্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি আজ বুধবার তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে ১২ জন প্রার্থীর মধ্যে মৈথিলী ঠাকুরের নামও রয়েছে।
১ ঘণ্টা আগেমালয়েশিয়ায় একটি হৃদয়বিদারক ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির সেলাঙ্গর প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক ছাত্র তারই সহপাঠী ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনাটির জন্য পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেছে এবং সরকারও কঠোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।
২ ঘণ্টা আগে