আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেনই বাইডেন 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২: ৩৪
Thumbnail image

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বাইডেন এমনটি বলেন। 

বাইডেন এমন সময় এ কথা বললেন, যখন আফগানিস্তানে একের পর এক শহর তালেবানদের দখলে চলে যাচ্ছে। এ বছরের শুরুর দিকে বাইডেন জানিয়েছিলেন ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা  হবে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে মার্কিন সেনারা। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছিলেন চলতি বছরের মে মাসের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তবে বাইডেন ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা পিছিয়ে দেন। 

সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আফগানিস্তানে আরও একটি বছর যুদ্ধ করা কোনো সমাধান নয়। আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ শেষ করতে চলেছি। 

ইতিমধ্যে আফগানিস্তানের ৪০০ জেলার মধ্যে ১০০ জেলা দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এ নিয়ে বাইডেন বলেন, আমি তালেবানদের বিশ্বাস করি না। তবে আফগান সেনাদের ওপর আমার ভরসা আছে। 

জানা গেছে, সব সেনা প্রত্যাহার করা হলেও মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য আফগানিস্তানে ৬৫০ থেকে ১ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত