Ajker Patrika

আগাম ভোট দিলেন কমলা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৯: ১২
কমলা হ্যারিস
কমলা হ্যারিস

নিজ রাজ্য ক্যালিফোর্নিয়ায় আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। গত রোববার দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানে নির্বাচনী প্রচারকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। ই-মেইলের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন বলে জানান কমলা।

এবারের নির্বাচনে বিশেষ করে তরুণ ভোটারদের কাছে টানার ওপর জোর দিচ্ছেন কমলা হ্যারিস। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের ‘আমেরিকান ড্রিম’ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পেনসিলভানিয়ায় ট্রাম্প বলেছেন, মার্কিন ভোটাররা যেন একটা নতুন স্বর্ণযুগ আনার জন্য তাঁর সঙ্গে হাত মেলান।

মিশিগানে কৃষ্ণাঙ্গদের চার্চে গিয়ে কমলা হ্যারিস বলেছেন, এই নির্বাচনের ফল পরবর্তী কয়েক প্রজন্মের ভবিষ্যতের জন্য জরুরি। তাই শুধু কথা নয়, শুধু প্রার্থনা নয়, কাজও করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত