অনলাইন ডেস্ক
চলতি বছরের শেষ দিকে ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পরই ঘোষণাটি দেওয়া হয়। তবে সেনা সরিয়ে নিলেও ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ অব্যাহত রাখা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সামরিক বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা ইরাকে মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গত বছর বাগদাদে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডারকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি একটি বড় বিষয়ে পরিণত হয়েছে।
হোয়াইট হাউসের বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে।’
মুস্তফা আল-খাদেমি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র ও ইরাকের সম্পর্ক এখন অনেক বেশি শক্তিশালী। অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ আরও অনেক খাতে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।’
বৈঠকে ইরাকের মাটিতে বিদেশি কোনো সৈন্যের প্রয়োজন নেই বলে জানান খাদেমি।
চলতি বছরের শেষ দিকে ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পরই ঘোষণাটি দেওয়া হয়। তবে সেনা সরিয়ে নিলেও ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ অব্যাহত রাখা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সামরিক বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা ইরাকে মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গত বছর বাগদাদে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডারকে হত্যা করে মার্কিন বাহিনী। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি একটি বড় বিষয়ে পরিণত হয়েছে।
হোয়াইট হাউসের বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমাদের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে।’
মুস্তফা আল-খাদেমি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র ও ইরাকের সম্পর্ক এখন অনেক বেশি শক্তিশালী। অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতিসহ আরও অনেক খাতে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।’
বৈঠকে ইরাকের মাটিতে বিদেশি কোনো সৈন্যের প্রয়োজন নেই বলে জানান খাদেমি।
যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৩ মিনিট আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৩৬ মিনিট আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
৪ ঘণ্টা আগে