আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৬: ২১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের আলাস্কান উপদ্বীপ। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ২। বুধবার রাতের এ ভূমিকম্পে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আলাস্কার গভর্নর মাইক ডানলিভি এক টুইট বার্তায় বলেছেন, রাজ্যে জরুরি অপারেশন সেন্টার চালু করা হয়েছে। যেসব এলাকায় সুনামির শঙ্কা রয়েছে সেসব এলাকায় কর্তৃপক্ষ যোগাযোগ রাখছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল পেরিভিলে শহর থেকে ৯১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এরপরেই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কান উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এর আগে গত বছরের অক্টোবরে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। আলাস্কায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১৯৬৪ সালের মার্চে। ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ২। ভূমিকম্পের পর সুনামির আঘাতে প্রাণ হারিয়েছিল আড়াই শতাধিক মানুষ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত