মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছেন দেশটির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। অতীতে তিনি বাইডেনের হয়ে নির্বাচনী তহবিল সংগ্রহেও কাজ করেছেন। তবে বাইডেনের নির্বাচনী প্রচারণা কৌশল নির্ধারণ করে দিচ্ছেন স্পিলবার্গ—শুনতে অবাক করার মতো হলেও এমনটাই ঘটছে।
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি জানিয়েছে, আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেনের অংশগ্রহণের বিষয়টির কৌশল নির্ধারণ করছেন স্টিভেন স্পিলবার্গ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রের নাম প্রকাশ করেনি এনবিসি।
চলতি বছরের ১৯ আগস্ট থেকে শুরু করে ২২ আগস্ট পর্যন্ত চলবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। এই কনভেনশনে মূলত দলীয় প্রার্থীদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত করা হয় আনুষ্ঠানিকভাবে। ১৮৩২ সাল থেকেই ডেমোক্রেটিক পার্টি প্রতি চার বছর পরপর এই কনভেনশন আয়োজন করে থাকে।
সূত্রটি জানিয়েছে, স্পিলবার্গ এরই মধ্যে কনভেনশনের আয়োজকদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বাইডেনের পক্ষ থেকে। অবশ্য মার্কিন গণমাধ্যম পাক এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। এ ছাড়া সংগীত শিল্পী ও অভিনেত্রী বারবার স্ট্র্যাইস্যান্ড, পরিচালক রব রেইনার, রেকর্ডিং দুনিয়ার ধনকুবের ডেভিড গ্যাফেন ও অন্যান্যরাও এতে অংশ নিয়েছিলেন।
স্পিলবার্গের বন্ধু ও একসময়ের ব্যবসায়িক অংশীদার জেফরি ক্যাজেনবার্গও বাইডেনের নির্বাচনী প্রচারণা কমিটির কো-চেয়ার। তিনিও গত ডিসেম্বরে লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে বাইডেনের জন্য তহবিল সংগ্রহে এক বৈঠকের আয়োজন করেছিলেন। যেখানে স্পিলবার্গও উপস্থিত ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছেন দেশটির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। অতীতে তিনি বাইডেনের হয়ে নির্বাচনী তহবিল সংগ্রহেও কাজ করেছেন। তবে বাইডেনের নির্বাচনী প্রচারণা কৌশল নির্ধারণ করে দিচ্ছেন স্পিলবার্গ—শুনতে অবাক করার মতো হলেও এমনটাই ঘটছে।
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি জানিয়েছে, আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেনের অংশগ্রহণের বিষয়টির কৌশল নির্ধারণ করছেন স্টিভেন স্পিলবার্গ। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রের নাম প্রকাশ করেনি এনবিসি।
চলতি বছরের ১৯ আগস্ট থেকে শুরু করে ২২ আগস্ট পর্যন্ত চলবে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। এই কনভেনশনে মূলত দলীয় প্রার্থীদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত করা হয় আনুষ্ঠানিকভাবে। ১৮৩২ সাল থেকেই ডেমোক্রেটিক পার্টি প্রতি চার বছর পরপর এই কনভেনশন আয়োজন করে থাকে।
সূত্রটি জানিয়েছে, স্পিলবার্গ এরই মধ্যে কনভেনশনের আয়োজকদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বাইডেনের পক্ষ থেকে। অবশ্য মার্কিন গণমাধ্যম পাক এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার বাইডেনের নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। এ ছাড়া সংগীত শিল্পী ও অভিনেত্রী বারবার স্ট্র্যাইস্যান্ড, পরিচালক রব রেইনার, রেকর্ডিং দুনিয়ার ধনকুবের ডেভিড গ্যাফেন ও অন্যান্যরাও এতে অংশ নিয়েছিলেন।
স্পিলবার্গের বন্ধু ও একসময়ের ব্যবসায়িক অংশীদার জেফরি ক্যাজেনবার্গও বাইডেনের নির্বাচনী প্রচারণা কমিটির কো-চেয়ার। তিনিও গত ডিসেম্বরে লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে বাইডেনের জন্য তহবিল সংগ্রহে এক বৈঠকের আয়োজন করেছিলেন। যেখানে স্পিলবার্গও উপস্থিত ছিলেন।
হামলায় সন্দেহভাজনদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু–কাশ্মীর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।
৩১ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈসরণে ২৬ জন পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ ঘটনার জেরে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) জুড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত দুই রাতে দুইবার দুই দেশের নিরাপত্তা...
১ ঘণ্টা আগেরাশিয়া ও ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর শুরুর দিকের কয়েক সপ্তাহ বাদে আর কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার মস্কোতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার বৈঠকে রাশিয়া ও
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হান্না ডুগানকে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার থেকে বাঁচাতে সহায়তা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে