Ajker Patrika

ইসরায়েলে অস্ত্র সরবরাহে বাধা হবেন না কমলা

ইসরায়েলে অস্ত্র সরবরাহে বাধা হবেন না কমলা

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে লড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এবিসি নিউজ আয়োজিত বিতর্কটি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭ টা) শুরু হওয়ার কথা। তবে গুরুত্বপূর্ণ এ বিতর্কের আগে গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এসব বিষয়ে তাঁর নীতি কী হবে, নিজের ওয়েবসাইটে তা জানিয়েছেন তিনি। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে ৪১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহতের সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে। স্কুল থেকে শুরু করে শরণার্থীশিবির কিছুই বাদ যায়নি ইসরায়েলি বাহিনীর হামলা থেকে। 

উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর এমন নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কমলা হ্যারিসকে অপেক্ষাকৃত বেশি সোচ্চার বলে মনে করা হয়। তবে এ রাজনীতিক জানিয়েছেন, ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তিনি কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। অস্ত্রের কোনো চালান স্থগিত করা হবে না। ইসরায়েলের আত্মরক্ষার সুযোগ দেওয়া হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। 

যুক্তরাষ্ট্রের অর্থনীতি-সংক্রান্ত আলোচনায় সমাজের মধ্যবিত্ত শ্রেণির প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কমলা। জানান, মধ্যবিত্তদের জন্য ‘অর্থনৈতিক সুযোগ’ তৈরি করতে চান তিনি। অতি ধনীদের কর বাড়ানো এবং আবাসন খাতে দাম কমানো হবে। 

আগামী ৫ নভেম্বরের নির্বাচনের ঠিক আট সপ্তাহ আগে অনুষ্ঠিতব্য এ বিতর্কের আগে উভয় প্রার্থীই জরিপে প্রায় কাছাকাছি অবস্থান করছেন। নির্বাচনের ফল এখনো যেকোনো দিকে যেতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত