অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ এই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রোহিঙ্গা নিপীড়নের পাঁচ বছরপূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) গাম্বিয়ার মামলা সমর্থন করার পাশাপাশি মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।’
চলতি বছরের মার্চে অ্যান্টনি ব্লিংকেন রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সম্প্রতি গণতন্ত্রপন্থী ও বিরোধী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক সরকার। এটি মিয়ানমারের জনজীবনের প্রতি সেনাবাহিনীর চরম অবহেলার সর্বশেষ উদাহরণ।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘মিয়ানমারের সামরিক শাসকদের ক্রমবর্ধমান সহিংসতা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলছে, বিশেষ করে রোহিঙ্গাসহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’
যুক্তরাষ্ট্র ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের সমর্থন দিয়ে আসছে। দেশটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গারা নিরাপদে স্বদেশে ফিরতে পারবে না।
ইতিমধ্যে মিয়ানমার, বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্যান্য জায়গায় থাকা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ১৭০ কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা। এর আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ৪ লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের শিবিরগুলোতে রয়েছে।
বাংলাদেশসহ এই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রোহিঙ্গা নিপীড়নের পাঁচ বছরপূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) গাম্বিয়ার মামলা সমর্থন করার পাশাপাশি মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।’
চলতি বছরের মার্চে অ্যান্টনি ব্লিংকেন রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সম্প্রতি গণতন্ত্রপন্থী ও বিরোধী নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক সরকার। এটি মিয়ানমারের জনজীবনের প্রতি সেনাবাহিনীর চরম অবহেলার সর্বশেষ উদাহরণ।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘মিয়ানমারের সামরিক শাসকদের ক্রমবর্ধমান সহিংসতা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলছে, বিশেষ করে রোহিঙ্গাসহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’
যুক্তরাষ্ট্র ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের সমর্থন দিয়ে আসছে। দেশটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গারা নিরাপদে স্বদেশে ফিরতে পারবে না।
ইতিমধ্যে মিয়ানমার, বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্যান্য জায়গায় থাকা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ১৭০ কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে রোহিঙ্গারা। এর আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ৪ লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের শিবিরগুলোতে রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৩ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৪ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৫ ঘণ্টা আগে