Ajker Patrika

ইউএসএআইডির ৯২ শতাংশ তহবিল বাতিলে ট্রাম্পের নির্দেশ আদালতে পুনর্বহাল

প্রায় ৬০ বিলিয়ন ডলার সাশ্রয় করতে চায় ট্রাম্প প্রশাসন। ছবি: এল ২৪ নিউজ
প্রায় ৬০ বিলিয়ন ডলার সাশ্রয় করতে চায় ট্রাম্প প্রশাসন। ছবি: এল ২৪ নিউজ

মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ৯২ শতাংশ তহবিল বাতিল করে ট্রাম্প প্রশাসনের নির্দেশ পুনর্বহাল করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই মাসের শুরুতে ওয়াশিংটনভিত্তিক মার্কিন জেলা বিচারক আমির আলী ১.৯ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন। গতকাল বুধবার মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সেই আদেশ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন।

সুপ্রিম কোর্টের রায়ের কারণে ইউএসএআইডির ৯২ শতাংশ তহবিল বাতিলের সুযোগ পাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে প্রায় ৬০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। বিদেশে মার্কিন ব্যয় সীমিত করার প্রশাসনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এই সিদ্ধান্ত এসেছিল।

গতকাল বুধবার আদালতে ট্রাম্প প্রশাসনের দাখিল করা এক নথিতে জানা যায়, পররাষ্ট্র দপ্তর ও ইউএসএআইডির দেওয়া প্রায় ১০ হাজার চুক্তি ও অনুদান বাতিলের পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

সাহায্য সংস্থাগুলোর দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে বিদেশি সহায়তা তহবিল বিতর্কের সূত্রপাত হয়। সংস্থাগুলো অভিযোগ করে, সংশ্লিষ্ট সংস্থাগুলো অবৈধভাবে সব বিদেশি সহায়তা অর্থ প্রদান স্থগিত রেখেছে। এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি বিচারক আমির আলী ট্রাম্পের নির্দেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবুও অর্থ প্রদান বন্ধ রাখে ট্রাম্প প্রশাসন।

পরবর্তীতে অর্থ প্রদানের জন্য একাধিক আদেশ দেন বিচারক, যা চূড়ান্তভাবে বুধবার রাতের সময়সীমায় গিয়ে পৌঁছায়। ফেডারেল বিচারক আলীর দেওয়া রায়ে গতকাল বুধবার রাত ১১টা ৫৯-এর মধ্যে তহবিল থেকে অনুদান ও ঋণের অর্থ দিতে বলা হয়েছিল। সেই রায় স্থগিত করে দেওয়ার পর বিচারক রবার্টস এর কোনো ব্যাখ্যা দেননি।

রবার্টস বাদীপক্ষের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছেন। যেসব সংস্থা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও পররাষ্ট্র দপ্তরের সঙ্গে চুক্তি করে বা অনুদান গ্রহণ করে তাদের আগামীকাল শুক্রবার দুপুরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ইউএসএআইডি ৬ হাজার ২০০টি দীর্ঘমেয়াদি অনুদান পর্যালোচনা করেছে, যার মূল্য ৫৮.২ বিলিয়ন ডলার। পররাষ্ট্র দপ্তর ও ইউএসএআইডি ৯০ দিনের মধ্যে ১৫.৯ বিলিয়ন ডলারের ৯ হাজার ১০০টি অনুদানের পর্যালোচনা সম্পন্ন করেছে। পর্যালোচনা শেষে জানা যায়, ইউএসএআইডির প্রায় ৫ হাজার ৮০০টি অনুদান ও চুক্তি বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে। একইভাবে, পররাষ্ট্র দপ্তর প্রায় ৪ হাজার ১০০টি অনুদান বাতিল করেছে। তবে ৫০০টি ইউএসএআইডি অনুদান এবং পররাষ্ট্র দপ্তরের ২ হাজার ৭০০টি অনুদান বহাল রাখা হবে।

পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক ই-মেইল বিবৃতিতে জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ব্যক্তিগতভাবে পর্যালোচনা করা অনুদানগুলোসহ ইউএসএআইডির ৫৪ বিলিয়ন ডলারের প্রায় ৫ হাজার ৮০০টি অনুদান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার অংশ।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সব বিদেশি সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। এই আদেশে ইউএসএআইডির কার্যক্রম বন্ধের নির্দেশ বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী খাদ্য ও চিকিৎসা সহায়তার বিতরণ ব্যাহত করেছে। পাশাপাশি ইউএসএআইডির গণহারে কর্মী ছাঁটাইয়ের প্রভাবও পড়েছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কর্মসূচির’ জন্য ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত