অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। সন্দেহভাজন হামলাকারীর মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ বলেছে, শীতের ছুটির পর ক্লাস শুরুর প্রথম দিনে ১৭ বছর বয়সী একজন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ষষ্ঠ শ্রেণির একজন ছাত্র। আহত অপর পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সন্দেহভাজন হামলাকারীর নাম ডিলান বাটলার। সে পেরি হাইস্কুলেরই ছাত্র। ধারণা করা হচ্ছে, তাকে গুলি করার জন্য পুলিশকে বাটলারই প্ররোচিত করেছিল।
রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেড সাংবাদিকদের বলেন, বেশির ভাগ শিক্ষার্থী ও শিক্ষক স্কুলে প্রবেশের আগেই এই হামলার ঘটনা ঘটে। পাম্প অ্যাকশন শটগান ও হ্যান্ডগান নিয়ে হামলা চালায় বাটলার। এ সময় সামাজিক প্ল্যাটফর্মে একাধিক পোস্ট করে সে। তবে কী কারণে সে হামলা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
মর্টভেড বলেন, হাইস্কুলে তল্লাশির সময় পুলিশ একটি বিস্ফোরক ডিভাইসও খুঁজে পেয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার বিস্ফোরক বিভাগ সেটা নিষ্ক্রিয় করেছে।
২০২৪ সালে আইওয়ায় স্কুলের প্রথম দিনে যে বন্দুক হামলার ঘটনা ঘটল তা যুক্তরাষ্ট্রের জন্য হয়ে দাঁড়িয়েছে সাধারণ ঘটনা। কে-টুয়েলভ স্কুল শ্যুটিং ডেটাবেইস অনুসারে, কেবল ২০২৩ সালেই যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলার ৩৪৬টি ঘটনা ঘটেছে। ওয়েবসাইটটির তথ্যানুসারে, ২০২৩ সালের চেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা কোনো বছরই ঘটেনি।
ওয়েবসাইটটি জানিয়েছে, বছর শুরুর মাত্র চার দিনেই যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা ঘটেছে চারটি।
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। সন্দেহভাজন হামলাকারীর মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ বলেছে, শীতের ছুটির পর ক্লাস শুরুর প্রথম দিনে ১৭ বছর বয়সী একজন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ষষ্ঠ শ্রেণির একজন ছাত্র। আহত অপর পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সন্দেহভাজন হামলাকারীর নাম ডিলান বাটলার। সে পেরি হাইস্কুলেরই ছাত্র। ধারণা করা হচ্ছে, তাকে গুলি করার জন্য পুলিশকে বাটলারই প্ররোচিত করেছিল।
রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেড সাংবাদিকদের বলেন, বেশির ভাগ শিক্ষার্থী ও শিক্ষক স্কুলে প্রবেশের আগেই এই হামলার ঘটনা ঘটে। পাম্প অ্যাকশন শটগান ও হ্যান্ডগান নিয়ে হামলা চালায় বাটলার। এ সময় সামাজিক প্ল্যাটফর্মে একাধিক পোস্ট করে সে। তবে কী কারণে সে হামলা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
মর্টভেড বলেন, হাইস্কুলে তল্লাশির সময় পুলিশ একটি বিস্ফোরক ডিভাইসও খুঁজে পেয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার বিস্ফোরক বিভাগ সেটা নিষ্ক্রিয় করেছে।
২০২৪ সালে আইওয়ায় স্কুলের প্রথম দিনে যে বন্দুক হামলার ঘটনা ঘটল তা যুক্তরাষ্ট্রের জন্য হয়ে দাঁড়িয়েছে সাধারণ ঘটনা। কে-টুয়েলভ স্কুল শ্যুটিং ডেটাবেইস অনুসারে, কেবল ২০২৩ সালেই যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলার ৩৪৬টি ঘটনা ঘটেছে। ওয়েবসাইটটির তথ্যানুসারে, ২০২৩ সালের চেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা কোনো বছরই ঘটেনি।
ওয়েবসাইটটি জানিয়েছে, বছর শুরুর মাত্র চার দিনেই যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা ঘটেছে চারটি।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৭ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১১ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে