Ajker Patrika

ইউরোপীয় অ্যালকোহলের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
ছবি: এএফপি
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় অ্যালকোহলের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ইউরোপীয় ইউনিয়নের ২৫ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই ঘোষণা দেন। তবে ট্রাম্পের এই হুমকির পর পাল্টা ব্যবস্থা হিসেবে বোরবন (একধরনের আমেরিকান হুইস্কি), মোটরবাইক, নৌকাসহ ২৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যতে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইইউ।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ‘যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশের ওয়াইন, শ্যাম্পেইন ও অন্যান্য পানীয়র ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে। এটি যুক্তরাষ্ট্রের ওয়াইন ও শ্যাম্পেন ব্যবসার জন্য ভালো হবে।’

বাণিজ্যযুদ্ধ নিয়ে আরও কঠোর অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, ‘ইইউ বিশ্বের অন্যতম শোষণমূলক ও বিদ্বেষপূর্ণ শুল্ক আরোপকারী কর্তৃপক্ষ। এটি মূলত যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্যই তৈরি হয়েছে।’

ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ‘নোংরা’ বাণিজ্য নীতির সমালোচনা করে বলেন, ‘যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন সময় এসেছে এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার।’

তবে ইইউর শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বা মদ উৎপাদন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিস্টিলড স্পিরিটস কাউন্সিল অব দ্য ইউনাইটেড স্টেটসের (ডিসকাস) সিইও ক্রিস সুয়ংগার বলেন, ‘ইইউর ৫০ শতাংশ শুল্ক অত্যন্ত হতাশাজনক এবং এটি ইউরোপে মার্কিন অ্যালকোহল রপ্তানির পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে।’

এদিকে, ট্রাম্পের প্রতিটি মেয়াদেই বিভিন্ন দেশের প্রতিশোধমূলক শুল্কের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বা মদ। বোরবন ও হুইস্কি উৎপাদনের কেন্টাকি ও টেনেসিতে সবচেয়ে বেশি বোরবন ও মদ উৎপাদিত হয়। আবার এসব রাজ্যের মানুষ ট্রাম্পকে ভোটও দিয়েছেন। কিন্তু ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কানাডা সম্প্রতি কেন্টাকির উৎপাদিত বোরবনের ওপর শুল্ক আরোপ করেছে। বেশ কিছু কানাডিয়ান খুচরা বিক্রেতা ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি পানীয় তাদের দোকানের তাক থেকে সরিয়ে নিয়েছে। এতে বোঝা যায়, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি শুধু সংশ্লিষ্ট দেশ নয় যুক্তরাষ্ট্রকেও ব্যাপকভাবে প্রভাবিত করবে।

এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্রের মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত