অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় অ্যালকোহলের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ইউরোপীয় ইউনিয়নের ২৫ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই ঘোষণা দেন। তবে ট্রাম্পের এই হুমকির পর পাল্টা ব্যবস্থা হিসেবে বোরবন (একধরনের আমেরিকান হুইস্কি), মোটরবাইক, নৌকাসহ ২৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যতে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইইউ।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ‘যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশের ওয়াইন, শ্যাম্পেইন ও অন্যান্য পানীয়র ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে। এটি যুক্তরাষ্ট্রের ওয়াইন ও শ্যাম্পেন ব্যবসার জন্য ভালো হবে।’
বাণিজ্যযুদ্ধ নিয়ে আরও কঠোর অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, ‘ইইউ বিশ্বের অন্যতম শোষণমূলক ও বিদ্বেষপূর্ণ শুল্ক আরোপকারী কর্তৃপক্ষ। এটি মূলত যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্যই তৈরি হয়েছে।’
ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ‘নোংরা’ বাণিজ্য নীতির সমালোচনা করে বলেন, ‘যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন সময় এসেছে এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার।’
তবে ইইউর শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বা মদ উৎপাদন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিস্টিলড স্পিরিটস কাউন্সিল অব দ্য ইউনাইটেড স্টেটসের (ডিসকাস) সিইও ক্রিস সুয়ংগার বলেন, ‘ইইউর ৫০ শতাংশ শুল্ক অত্যন্ত হতাশাজনক এবং এটি ইউরোপে মার্কিন অ্যালকোহল রপ্তানির পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে।’
এদিকে, ট্রাম্পের প্রতিটি মেয়াদেই বিভিন্ন দেশের প্রতিশোধমূলক শুল্কের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বা মদ। বোরবন ও হুইস্কি উৎপাদনের কেন্টাকি ও টেনেসিতে সবচেয়ে বেশি বোরবন ও মদ উৎপাদিত হয়। আবার এসব রাজ্যের মানুষ ট্রাম্পকে ভোটও দিয়েছেন। কিন্তু ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কানাডা সম্প্রতি কেন্টাকির উৎপাদিত বোরবনের ওপর শুল্ক আরোপ করেছে। বেশ কিছু কানাডিয়ান খুচরা বিক্রেতা ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি পানীয় তাদের দোকানের তাক থেকে সরিয়ে নিয়েছে। এতে বোঝা যায়, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি শুধু সংশ্লিষ্ট দেশ নয় যুক্তরাষ্ট্রকেও ব্যাপকভাবে প্রভাবিত করবে।
এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্রের মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হতে যাচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় অ্যালকোহলের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ইউরোপীয় ইউনিয়নের ২৫ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই ঘোষণা দেন। তবে ট্রাম্পের এই হুমকির পর পাল্টা ব্যবস্থা হিসেবে বোরবন (একধরনের আমেরিকান হুইস্কি), মোটরবাইক, নৌকাসহ ২৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যতে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইইউ।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ‘যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশের ওয়াইন, শ্যাম্পেইন ও অন্যান্য পানীয়র ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে। এটি যুক্তরাষ্ট্রের ওয়াইন ও শ্যাম্পেন ব্যবসার জন্য ভালো হবে।’
বাণিজ্যযুদ্ধ নিয়ে আরও কঠোর অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, ‘ইইউ বিশ্বের অন্যতম শোষণমূলক ও বিদ্বেষপূর্ণ শুল্ক আরোপকারী কর্তৃপক্ষ। এটি মূলত যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্যই তৈরি হয়েছে।’
ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ‘নোংরা’ বাণিজ্য নীতির সমালোচনা করে বলেন, ‘যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন সময় এসেছে এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার।’
তবে ইইউর শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বা মদ উৎপাদন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিস্টিলড স্পিরিটস কাউন্সিল অব দ্য ইউনাইটেড স্টেটসের (ডিসকাস) সিইও ক্রিস সুয়ংগার বলেন, ‘ইইউর ৫০ শতাংশ শুল্ক অত্যন্ত হতাশাজনক এবং এটি ইউরোপে মার্কিন অ্যালকোহল রপ্তানির পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে।’
এদিকে, ট্রাম্পের প্রতিটি মেয়াদেই বিভিন্ন দেশের প্রতিশোধমূলক শুল্কের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বা মদ। বোরবন ও হুইস্কি উৎপাদনের কেন্টাকি ও টেনেসিতে সবচেয়ে বেশি বোরবন ও মদ উৎপাদিত হয়। আবার এসব রাজ্যের মানুষ ট্রাম্পকে ভোটও দিয়েছেন। কিন্তু ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কানাডা সম্প্রতি কেন্টাকির উৎপাদিত বোরবনের ওপর শুল্ক আরোপ করেছে। বেশ কিছু কানাডিয়ান খুচরা বিক্রেতা ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি পানীয় তাদের দোকানের তাক থেকে সরিয়ে নিয়েছে। এতে বোঝা যায়, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি শুধু সংশ্লিষ্ট দেশ নয় যুক্তরাষ্ট্রকেও ব্যাপকভাবে প্রভাবিত করবে।
এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্রের মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত।
রাশিয়া ও ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর শুরুর দিকের কয়েক সপ্তাহ বাদে আর কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার মস্কোতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার বৈঠকে রাশিয়া ও
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হান্না ডুগানকে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার থেকে বাঁচাতে সহায়তা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেফিলিস্তিনি ও আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো বলছে, বেসামরিক বহু মানুষ ইসরায়েলি বাহিনীর ক্রসফায়ারে পড়ে নিহত হয়েছে। হামাসের হামলার পর থেকে নিহতদের মধ্যে অন্তত ১৮২ জন ১৮ বছরের কম বয়সী শিশু। ইসরায়েল বলছে, এদের কেউ কেউ পাথর নিক্ষেপ ও ‘জঙ্গি’ কার্যক্রমে জড়িত ছিল। অধিকার গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে...
১১ ঘণ্টা আগেএক দশকের বেশি সময় ধরে চীনে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ অসমাপ্ত গগনচুম্বী ভবনের নির্মাণকাজ আবার শুরু হতে যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী সপ্তাহেই এই কাজ শুরু হতে পারে।
১২ ঘণ্টা আগে