অনলাইন ডেস্ক
প্রতিরক্ষা অধিগ্রহণের নিয়ম লঙ্ঘন করায় লকহিড মার্টিন করপোরেশনের এফ-৩৫ ফাইটার জেটের সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পেন্টাগন। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, স্টিলথ ফাইটার জেট বিমানে চীনের তৈরি শংকর ধাতুর যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি জানার পর পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে শংকর ধাতুর তৈরি চুম্বকের যন্ত্রাংশ কোনো ধরনের নিরাপত্তা সমস্যা তৈরি করছে না বলেও জানিয়েছে পেন্টাগন।
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র রাস গোয়েমার বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে চুম্বকগুলো তথ্য পাঠায় না কিংবা উড়োজাহাজের অখণ্ডতার ক্ষতি করে না। এর সঙ্গে কার্যকারিতা, গুণমান, সুরক্ষা বা সুরক্ষা ঝুঁকি নেই।’
সিএনএন জানিয়েছে, কোম্পানিটি নিজ উদ্যোগেই প্রতিবেদন প্রকাশ করেছে এবং এটি কীভাবে ঘটেছে তা পর্যালোচনা করছে।
কতগুলো উড়োজাহাজের সরবরাহ বিলম্বিত হয়েছে অথবা কতগুলো উড়োজাহাজে চীনা শংকরে খাদ ছিল তা জানায়নি পেন্টাগন। কোম্পানিটি ২০২২ সালজুড়ে ১৫৩টি এফ-৩৫ সরবরাহ করবে এবং এখন পর্যন্ত ৮৮টি সরবরাহ করেছে।
এফ-৩৫ বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র শত শত যুদ্ধবিমান পরিচালনা করে। এসব যুদ্ধবিমান তিন ধরনের হয়ে থাকে। প্রচলিত উড্ডয়ন ও অবতরণের সুবিধাযুক্ত এফ-৩৫-এ বিমানবাহিনী ব্যবহার করছে। অন্যদিকে আড়াআড়ি অবতরণের সুবিধাসম্পন্ন এফ-৩৫-বি এবং এফ-৩৫-সি পরিচালনা করে নৌবাহিনী।
লকহিড মার্টিন এক বিবৃতিতে জানিয়েছে, সাপ্লাই চেইন চুক্তির মাধ্যমে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি। স্পর্শকাতর কোনো প্রোগ্রাম থেকে চুম্বকটির তথ্য নেওয়ার ক্ষমতা নেই। এফ-৩৫ নিরাপদ রাখতে এবং সমস্যাটির সমাধান করতে আমরা এক সঙ্গে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ আবার শুরু করা হবে।
প্রতিরক্ষা অধিগ্রহণের নিয়ম লঙ্ঘন করায় লকহিড মার্টিন করপোরেশনের এফ-৩৫ ফাইটার জেটের সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পেন্টাগন। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, স্টিলথ ফাইটার জেট বিমানে চীনের তৈরি শংকর ধাতুর যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি জানার পর পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে শংকর ধাতুর তৈরি চুম্বকের যন্ত্রাংশ কোনো ধরনের নিরাপত্তা সমস্যা তৈরি করছে না বলেও জানিয়েছে পেন্টাগন।
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র রাস গোয়েমার বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে চুম্বকগুলো তথ্য পাঠায় না কিংবা উড়োজাহাজের অখণ্ডতার ক্ষতি করে না। এর সঙ্গে কার্যকারিতা, গুণমান, সুরক্ষা বা সুরক্ষা ঝুঁকি নেই।’
সিএনএন জানিয়েছে, কোম্পানিটি নিজ উদ্যোগেই প্রতিবেদন প্রকাশ করেছে এবং এটি কীভাবে ঘটেছে তা পর্যালোচনা করছে।
কতগুলো উড়োজাহাজের সরবরাহ বিলম্বিত হয়েছে অথবা কতগুলো উড়োজাহাজে চীনা শংকরে খাদ ছিল তা জানায়নি পেন্টাগন। কোম্পানিটি ২০২২ সালজুড়ে ১৫৩টি এফ-৩৫ সরবরাহ করবে এবং এখন পর্যন্ত ৮৮টি সরবরাহ করেছে।
এফ-৩৫ বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র শত শত যুদ্ধবিমান পরিচালনা করে। এসব যুদ্ধবিমান তিন ধরনের হয়ে থাকে। প্রচলিত উড্ডয়ন ও অবতরণের সুবিধাযুক্ত এফ-৩৫-এ বিমানবাহিনী ব্যবহার করছে। অন্যদিকে আড়াআড়ি অবতরণের সুবিধাসম্পন্ন এফ-৩৫-বি এবং এফ-৩৫-সি পরিচালনা করে নৌবাহিনী।
লকহিড মার্টিন এক বিবৃতিতে জানিয়েছে, সাপ্লাই চেইন চুক্তির মাধ্যমে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি। স্পর্শকাতর কোনো প্রোগ্রাম থেকে চুম্বকটির তথ্য নেওয়ার ক্ষমতা নেই। এফ-৩৫ নিরাপদ রাখতে এবং সমস্যাটির সমাধান করতে আমরা এক সঙ্গে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ আবার শুরু করা হবে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৬ মিনিট আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
২৩ মিনিট আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
১ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৩ ঘণ্টা আগে