অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮ কোটির বেশি আগাম ভোটারের মধ্যে অন্যতম রজার ও লরার। উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকির বাসিন্দা এই বিবাহিত দম্পতি ভোটও দিয়েছেন।
এক ছাদের নিচে বসবাস হলেও রাজনীতিতে দুজন বিপরীত মেরুর মানুষ। একজন রক্ষণশীল, আরেকজন তুলনামূলক উদার। তাহলে দুজন একসঙ্গে একই ছাদের নিচে থাকেন কীভাবে?
তাঁদের সঙ্গে সোল্লিস গ্রিল নামে উত্তর মিলওয়াকির এক ডিনার রেস্তোরাঁয় বসে বিবিসির প্রতিবেদক জেমি কুমারাস্বামী জবাবই খুঁজছিলেন। কথায় কথায় লরা জানালেন, তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থক।
কমলাকে সমর্থনের পেছনে যুক্তি তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, কারল, আমেরিকার নারীরা ‘পেছনে ফিরে যাক’ তা তিনি চান না।
তাঁর আশা ছিল, স্বামীকেও কমলার পক্ষে ভোট দিতে তিনি রাজি করাতে পারবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। কারণ, তিনি রক্ষণশীল অবস্থান থেকে একচুলও নড়তে অনড়।
রজার বিবিসিকে বলেন, তিনি প্রার্থীদের মধ্যে ‘মন্দের ভালো’ প্রার্থী অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ, তিনি একজন রক্ষণশীল এবং গর্ভপাতের বিরুদ্ধে তাঁর কট্টর অবস্থান।
তাহলে গৃহদাহ এড়ায় কী করে? জবাবে এই দম্পতি বলেন, ঘরে তাঁরা রাজনীতি নিয়ে কথা বলেন না। সংসারে শান্তি বজায় রাখতে এই কৌশল নিয়েছেন তাঁদের।
তবে লরা বলেন, তাঁদের ‘বিয়ে’ একটি বিভক্ত দেশের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে তিনি ‘আশা’ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮ কোটির বেশি আগাম ভোটারের মধ্যে অন্যতম রজার ও লরার। উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকির বাসিন্দা এই বিবাহিত দম্পতি ভোটও দিয়েছেন।
এক ছাদের নিচে বসবাস হলেও রাজনীতিতে দুজন বিপরীত মেরুর মানুষ। একজন রক্ষণশীল, আরেকজন তুলনামূলক উদার। তাহলে দুজন একসঙ্গে একই ছাদের নিচে থাকেন কীভাবে?
তাঁদের সঙ্গে সোল্লিস গ্রিল নামে উত্তর মিলওয়াকির এক ডিনার রেস্তোরাঁয় বসে বিবিসির প্রতিবেদক জেমি কুমারাস্বামী জবাবই খুঁজছিলেন। কথায় কথায় লরা জানালেন, তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থক।
কমলাকে সমর্থনের পেছনে যুক্তি তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, কারল, আমেরিকার নারীরা ‘পেছনে ফিরে যাক’ তা তিনি চান না।
তাঁর আশা ছিল, স্বামীকেও কমলার পক্ষে ভোট দিতে তিনি রাজি করাতে পারবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। কারণ, তিনি রক্ষণশীল অবস্থান থেকে একচুলও নড়তে অনড়।
রজার বিবিসিকে বলেন, তিনি প্রার্থীদের মধ্যে ‘মন্দের ভালো’ প্রার্থী অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ, তিনি একজন রক্ষণশীল এবং গর্ভপাতের বিরুদ্ধে তাঁর কট্টর অবস্থান।
তাহলে গৃহদাহ এড়ায় কী করে? জবাবে এই দম্পতি বলেন, ঘরে তাঁরা রাজনীতি নিয়ে কথা বলেন না। সংসারে শান্তি বজায় রাখতে এই কৌশল নিয়েছেন তাঁদের।
তবে লরা বলেন, তাঁদের ‘বিয়ে’ একটি বিভক্ত দেশের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে তিনি ‘আশা’ করেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৫ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে