অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮ কোটির বেশি আগাম ভোটারের মধ্যে অন্যতম রজার ও লরার। উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকির বাসিন্দা এই বিবাহিত দম্পতি ভোটও দিয়েছেন।
এক ছাদের নিচে বসবাস হলেও রাজনীতিতে দুজন বিপরীত মেরুর মানুষ। একজন রক্ষণশীল, আরেকজন তুলনামূলক উদার। তাহলে দুজন একসঙ্গে একই ছাদের নিচে থাকেন কীভাবে?
তাঁদের সঙ্গে সোল্লিস গ্রিল নামে উত্তর মিলওয়াকির এক ডিনার রেস্তোরাঁয় বসে বিবিসির প্রতিবেদক জেমি কুমারাস্বামী জবাবই খুঁজছিলেন। কথায় কথায় লরা জানালেন, তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থক।
কমলাকে সমর্থনের পেছনে যুক্তি তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, কারল, আমেরিকার নারীরা ‘পেছনে ফিরে যাক’ তা তিনি চান না।
তাঁর আশা ছিল, স্বামীকেও কমলার পক্ষে ভোট দিতে তিনি রাজি করাতে পারবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। কারণ, তিনি রক্ষণশীল অবস্থান থেকে একচুলও নড়তে অনড়।
রজার বিবিসিকে বলেন, তিনি প্রার্থীদের মধ্যে ‘মন্দের ভালো’ প্রার্থী অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ, তিনি একজন রক্ষণশীল এবং গর্ভপাতের বিরুদ্ধে তাঁর কট্টর অবস্থান।
তাহলে গৃহদাহ এড়ায় কী করে? জবাবে এই দম্পতি বলেন, ঘরে তাঁরা রাজনীতি নিয়ে কথা বলেন না। সংসারে শান্তি বজায় রাখতে এই কৌশল নিয়েছেন তাঁদের।
তবে লরা বলেন, তাঁদের ‘বিয়ে’ একটি বিভক্ত দেশের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে তিনি ‘আশা’ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮ কোটির বেশি আগাম ভোটারের মধ্যে অন্যতম রজার ও লরার। উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকির বাসিন্দা এই বিবাহিত দম্পতি ভোটও দিয়েছেন।
এক ছাদের নিচে বসবাস হলেও রাজনীতিতে দুজন বিপরীত মেরুর মানুষ। একজন রক্ষণশীল, আরেকজন তুলনামূলক উদার। তাহলে দুজন একসঙ্গে একই ছাদের নিচে থাকেন কীভাবে?
তাঁদের সঙ্গে সোল্লিস গ্রিল নামে উত্তর মিলওয়াকির এক ডিনার রেস্তোরাঁয় বসে বিবিসির প্রতিবেদক জেমি কুমারাস্বামী জবাবই খুঁজছিলেন। কথায় কথায় লরা জানালেন, তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থক।
কমলাকে সমর্থনের পেছনে যুক্তি তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, কারল, আমেরিকার নারীরা ‘পেছনে ফিরে যাক’ তা তিনি চান না।
তাঁর আশা ছিল, স্বামীকেও কমলার পক্ষে ভোট দিতে তিনি রাজি করাতে পারবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। কারণ, তিনি রক্ষণশীল অবস্থান থেকে একচুলও নড়তে অনড়।
রজার বিবিসিকে বলেন, তিনি প্রার্থীদের মধ্যে ‘মন্দের ভালো’ প্রার্থী অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ, তিনি একজন রক্ষণশীল এবং গর্ভপাতের বিরুদ্ধে তাঁর কট্টর অবস্থান।
তাহলে গৃহদাহ এড়ায় কী করে? জবাবে এই দম্পতি বলেন, ঘরে তাঁরা রাজনীতি নিয়ে কথা বলেন না। সংসারে শান্তি বজায় রাখতে এই কৌশল নিয়েছেন তাঁদের।
তবে লরা বলেন, তাঁদের ‘বিয়ে’ একটি বিভক্ত দেশের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে তিনি ‘আশা’ করেন।
২০১৬ সালের মতোই দাপট নিয়ে ফিরে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কমলা হ্যারিসের দলের মধ্যে যে উৎসাহের জোয়ার দেখা গেছে তার মধ্যে যে বড় ফাঁক ছিল, সেটা ফলাফল দিয়েই প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, মাঠ পর্যায়ের প্রচারণা নিয়েও তাঁদের অনুমানও ছিল অতিরঞ্জিত।
২ ঘণ্টা আগে২০২৫ সালের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জানুয়ারি থেকেই বোরকা সহ মুখ ঢেকে রাখে এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে সুইজারল্যান্ড। দেশটির সরকারের বরাত দিয়ে বুধবার এই খবর জানিয়েছে রয়টার্স।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় একপ্রকার নিশ্চিত। কেবল আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। আর ট্রাম্পের জয়ের দিনে যুক্তরাষ্ট্রের বৈরী দেশ রাশিয়া দেশটির সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ বা পুনর্গঠনের ধারণা দিয়েছে। রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ এই ধারণা দিয়েছেন। ব
৪ ঘণ্টা আগেরিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে। গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায় জয়ের পর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার পথেই তিনি। আলাস্কা বা অন্য কোনো অঙ্গরাজ্যে জিতলেই ট্রাম্প হয়ে যাবেন আমেরিকার ৪৭ তম প্রে
৫ ঘণ্টা আগে