মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮ কোটির বেশি আগাম ভোটারের মধ্যে অন্যতম রজার ও লরার। উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকির বাসিন্দা এই বিবাহিত দম্পতি ভোটও দিয়েছেন।
এক ছাদের নিচে বসবাস হলেও রাজনীতিতে দুজন বিপরীত মেরুর মানুষ। একজন রক্ষণশীল, আরেকজন তুলনামূলক উদার। তাহলে দুজন একসঙ্গে একই ছাদের নিচে থাকেন কীভাবে?
তাঁদের সঙ্গে সোল্লিস গ্রিল নামে উত্তর মিলওয়াকির এক ডিনার রেস্তোরাঁয় বসে বিবিসির প্রতিবেদক জেমি কুমারাস্বামী জবাবই খুঁজছিলেন। কথায় কথায় লরা জানালেন, তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থক।
কমলাকে সমর্থনের পেছনে যুক্তি তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, কারল, আমেরিকার নারীরা ‘পেছনে ফিরে যাক’ তা তিনি চান না।
তাঁর আশা ছিল, স্বামীকেও কমলার পক্ষে ভোট দিতে তিনি রাজি করাতে পারবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। কারণ, তিনি রক্ষণশীল অবস্থান থেকে একচুলও নড়তে অনড়।
রজার বিবিসিকে বলেন, তিনি প্রার্থীদের মধ্যে ‘মন্দের ভালো’ প্রার্থী অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ, তিনি একজন রক্ষণশীল এবং গর্ভপাতের বিরুদ্ধে তাঁর কট্টর অবস্থান।
তাহলে গৃহদাহ এড়ায় কী করে? জবাবে এই দম্পতি বলেন, ঘরে তাঁরা রাজনীতি নিয়ে কথা বলেন না। সংসারে শান্তি বজায় রাখতে এই কৌশল নিয়েছেন তাঁদের।
তবে লরা বলেন, তাঁদের ‘বিয়ে’ একটি বিভক্ত দেশের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে তিনি ‘আশা’ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮ কোটির বেশি আগাম ভোটারের মধ্যে অন্যতম রজার ও লরার। উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকির বাসিন্দা এই বিবাহিত দম্পতি ভোটও দিয়েছেন।
এক ছাদের নিচে বসবাস হলেও রাজনীতিতে দুজন বিপরীত মেরুর মানুষ। একজন রক্ষণশীল, আরেকজন তুলনামূলক উদার। তাহলে দুজন একসঙ্গে একই ছাদের নিচে থাকেন কীভাবে?
তাঁদের সঙ্গে সোল্লিস গ্রিল নামে উত্তর মিলওয়াকির এক ডিনার রেস্তোরাঁয় বসে বিবিসির প্রতিবেদক জেমি কুমারাস্বামী জবাবই খুঁজছিলেন। কথায় কথায় লরা জানালেন, তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সমর্থক।
কমলাকে সমর্থনের পেছনে যুক্তি তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, কারল, আমেরিকার নারীরা ‘পেছনে ফিরে যাক’ তা তিনি চান না।
তাঁর আশা ছিল, স্বামীকেও কমলার পক্ষে ভোট দিতে তিনি রাজি করাতে পারবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। কারণ, তিনি রক্ষণশীল অবস্থান থেকে একচুলও নড়তে অনড়।
রজার বিবিসিকে বলেন, তিনি প্রার্থীদের মধ্যে ‘মন্দের ভালো’ প্রার্থী অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। কারণ, তিনি একজন রক্ষণশীল এবং গর্ভপাতের বিরুদ্ধে তাঁর কট্টর অবস্থান।
তাহলে গৃহদাহ এড়ায় কী করে? জবাবে এই দম্পতি বলেন, ঘরে তাঁরা রাজনীতি নিয়ে কথা বলেন না। সংসারে শান্তি বজায় রাখতে এই কৌশল নিয়েছেন তাঁদের।
তবে লরা বলেন, তাঁদের ‘বিয়ে’ একটি বিভক্ত দেশের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে তিনি ‘আশা’ করেন।
গত মাসে ওয়াউকেশা কাউন্টি কর্তৃপক্ষ নিকিতা ক্যাসাপের বিরুদ্ধে সরাসরি হত্যা, চুরি এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারিতে মিলওয়াকির বাইরে নিজেদের বাড়িতে মা তাতিয়ানা ক্যাসাপ এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যা করে নিকিতা।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার ভারতীয়ের ‘আমেরিকান ড্রিম’ যেন ক্রমশ ফিকে হয়ে আসছে! মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মে মাসের ভিসা বুলেটিন ভারতীয়দের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে। কর্মসংস্থান-ভিত্তিক পঞ্চম অগ্রাধিকার (ইবি–৫) ভিসা শ্রেণিতে ভারতীয়দের জন্য দীর্ঘ...
৩ ঘণ্টা আগে২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে