আবারও হত্যাচেষ্টার শিকার ট্রাম্প 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ৫৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন। এমনটাই দাবি করেছেন ট্রাম্প নিজে। জানিয়েছেন, তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন। মার্কিন গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রোববার ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের নিজস্ব গলফ কোর্টে এই হামলা হয়। এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পের ওপর গুলি হামলা হলো। এই ঘটনার পর মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, তারা গতকাল রোববার ট্রাম্পের ওপর যে হত্যাচেষ্টা হয়েছে সে বিষয় তদন্ত করছে। 

হত্যাচেষ্টার শিকার হওয়া ট্রাম্প তাঁর নির্বাচনী তহবিল সংক্রান্ত ওয়েবসাইটে লিখেছেন, ‘আপনারা ভয় পাবেন না। আমি নিরাপদ ও সুস্থ আছি। কেউ আহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ!’ তিনি আরও লিখেন, ‘কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আমাদের থামাতে যা যা করা দরকার তাই করবে। তবে আমি আপনাদের ভয়ে লড়াই বন্ধ করব না, কখনই আত্মসমর্পণ করব না।’ 

ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট পাম বিচ কোর্সে গলফ খেলছিলেন। যা তাঁর বাসভবন মার-এ-লাগো থেকে অল্প দূরে। ট্রাম্প তাঁর পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘আমাকে সমর্থন করার জন্য আমি আপনাদের সব সময় ভালোবেসে যাব। আমরা ঐক্যের মাধ্যমে আমেরিকাকে আবার মহান করে তুলব।’ 

এই ঘটনার পর এফবিআই, সিক্রেট সার্ভিস ও স্থানীয় প্রশাসন একটি যৌথ সংবাদ সম্মেলন করে। সেখানে বলা হয়, ট্রাম্প যখন গলফ খেলছিলেন তখন সেখানে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থলের সীমানা প্রাচীরের কাছে আগ্নেয়াস্ত্রসহ একজন ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন। সেই ব্যক্তির ওপর সেই সিক্রেট এজেন্ট গুলি চালিয়েছিলেন। 

পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাড শ বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রাম্পের কাছ থেকে ৪০০-৫০০ গজ দূরে ছিল এবং মনে হচ্ছে তিনি নিজেই গুলি করতে চেয়েছিলেন। তবে তাঁর ওপর গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি একটি কালো গাড়িতে জঙ্গলে পালিয়ে যান। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাঁকে দ্রুত শনাক্ত করে এবং আটক করে। ঘটনাস্থল থেকে একটি ব্যাকপ্যাক, গো-প্রো ক্যামেরা, এবং একটি একে-৪৭ স্টাইল রাইফেলসহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত